ইদ উপহার, বাসার জন্য এসি কেনা।

in আমার বাংলা ব্লগ3 months ago

আজ - ২৭শে চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, বসন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।



কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে এলো। ঈদের বাকি আর মাত্র একদিন। সবাই একটা জিনিস ই এবার বলাবলি করছে , এবার নাকি রমজান মাসটা খুব দ্রুত শেষ হয়ে গেছে, মনে হয়েছে সবার কাছে। সত্যি বলতে আমারও তাই মনে হয়েছে। সত্যি এবার খুব দ্রুত রমজান মাসটা শেষ হয়ে গেল। মনে হচ্ছে এইতো সেদিন রমজান শুরু হয়েছে।

তবে এবার রমজান মাসটা আমার বেশ ভালো কেটেছে অনেক কারণে। সবার প্রথম কারণ হচ্ছে steem এর দাম এবার বেশ ভালো ছিলো। SBD পে আউট হচ্ছে। এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত রোজা গুলো কোন সমস্যা ছাড়া ভালোভাবে রাখতে পেরেছি। যদিও এবার কিছুটা গরম ছিল কিন্তু গতবারের তুলনায় কম।

ঈদ মানেই খুশি, ইদ মানেই কেনাকাটা। নিজের জন্য নিজের পরিবারের জন্য সবাই কেনাকাটা করে, আমিও প্রত্যেকবার ই আমার নিজের জন্য নিজের পরিবারের জন্য কেনাকাটা করি।

কিন্তু এবারের ইদের গিফট টা একটু অন্য সব বারের চেয়ে আলাদা। কেননা এবার ইদে আমি আমার বাসার জন্য এসি কিনেছি।

1000025252.jpg

আসলে অনেকদিন ধরেই আমার একটা ইচ্ছে ছিল, নিজের রুমের জন্য একটা এসি কিনবো। স্টিম এর দাম বেশ খারাপ ছিল বিধায় তেমন কোন টাকা ক্যাশ আউট করেনি। এবার যেহেতু একটু দাম বেড়েছে তাই কিছু টাকা ক্যাশ আউট করেছি। তাই চিন্তা করলাম এই টাকা দিয়ে একটা এসি নিয়ে নেওয়ায় যাই। এছাড়া আবহাওয়ার পূর্বাবাসে বলা হচ্ছে এবার সর্বোচ্চ গরম পড়বে বাংলাদেশে, এমনকি তাপমাত্রা ৫০ এ পৌঁছাতে পারে তাই আসলে এসি নেওয়া টা আমার জন্য দরকার ছিল।

এসি টা গ্রে কোম্পানির ছিলো আর এক টন ছিলো
এটার দাম পরেছে সব মিলিয়ে ৫৫ হাজার টাকা। আমার অনেক দিনের একটা ড্রিম অবশেষে সত্যি হলো। সবাই দোয়া করবেন যেনো আমার বাকি স্বপ্নগুলো ও পুরন হয়।

আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 months ago 

হ্যাঁ স্টিম মার্কেট এখন বেশ ভালো তাই স্বপ্ন পূরণের জন্য স্টিমের টাকা দিয়ে এসি কিনেছেন। ঈদ উপলক্ষে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে এসি কিনেছেন। প্রতিবারের চেয়ে এবারের ঈদের গিফট আলাদা হওয়া স্বাভাবিক কারণ এত টাকা দিয়ে বাসার জন্য এসি কেনা সেটা তো একটু স্পেশাল হবেই।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া,স্টিমের দাম বাড়াতে সত্যিই আমাদের সকলেরই বেশ সুন্দর সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এস বি ডি চালু হওয়া। আর যাই হোক এটা চালু থাকলে আমাদের জন্য বড় সুবিধা। শেষমেষ নিজের রুমে এসির ব্যবস্থা করতে পেরেছেন দেখে ভালো লাগলো। আর দোয়া করি আপনার রোজা গুলো যেন কবুল হয়।

 2 months ago 

ভাই আপনার অনেক দিনের একটা স্বপ্ন ছিল এসি কিনবেন। আর সেই স্বপ্নপূরণ হলো জানতে পেরে খুবই ভালো লাগলো। আসলে বর্তমানে যে পরিমাণ আবহাওয়া এবং গরম পড়ছে এর মধ্যে এসিটা খুবই দরকার ছিল। যাই হোক স্টিমেট এর দাম বৃদ্ধি পাওয়াতে আপনার সেই স্বপ্নটা আরও তাড়াতাড়ি পূরণ হলো। আপনি বেশ কিছু স্টিম বিক্রি করে ৫৫ হাজার দিয়ে এই এসি কিনলেন, এই সময়ে এসিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আসলেই এবারের রমজান মাসে রোজা রাখতে তেমন কষ্ট হয়নি। কারণ গরম ছিলো হাতেগোনা মাত্র ৫/৬ দিন। তবে সামনে গরম পরবে অনেক। গ্রি এসির দাম তো অনেক বেড়েছে দেখা যাচ্ছে। আমি ২ বছর আগে যখন গ্রি এসি কিনতে গিয়েছিলাম,তখন ১.৫ টন ইনভার্টার এসির দাম ছিলো ৬৩,০০০ টাকা। যদিও আমি ওয়ালটনের ১.৫ টন ইনভার্টার এসি কিনেছিলাম ৫৯,০০০ টাকা দিয়ে মূলত সার্ভিসের কথা ভেবে। যাইহোক স্টিম প্রাইস বৃদ্ধি পাওয়ার কারণে আপনার অনেক দিনের স্বপ্ন পূরণ করতে পেরেছেন,এটা দেখে খুব ভালো লাগলো ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ভাইয়া এবার ঈদ উপলক্ষে আপনার পরিবারের সকলের জন্য চমৎকার একটি গিফট কিনেছেন। আসলে এবছর গরমের তীব্রতা অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে গরম থেকে পরিবারের সকলকে স্বস্তিতে রাখার জন্য এসি নিঃসন্দেহে অত্যন্ত প্রয়োজনীয়।

Posted using SteemPro Mobile

 2 months ago 

খুব ভালো লাগলো দাদা, আপনার একটা ইচ্ছা পূরণ হয়েছে জেনে। এই বছর প্রচন্ড গরম পড়বে, এমনটা আমিও শুনছি যার জন্য আসলেই একটা এসির দরকার। তবে এই বছর যদি তাপমাত্রা ৫০ এ পৌঁছে যায় তাহলে তো সবারই খারাপ অবস্থা হয়ে যাবে, বিশেষ করে যাদের ঘরে এসি নেই তাদের। যাইহোক, এসি যেহেতু কিনে ফেলেছেন, আশা করি ঈদ ভালো কাটবে এবং গরমের দিনগুলোও অনেক সুন্দর যাবে।

 2 months ago 

অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হলো জেনে সত্যিই ভালো লাগলো ভাইয়া। আসলে গরমের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। আর এই গরমে এসি নিয়ে ভালোই করেছেন। SBD পে আউট হচ্ছে বলে সবাই নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারছে। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 months ago 

আমার বাংলা ব্লগের মাধ্যমে অনেকেই নিজের স্বপ্ন পুরন করছে। বিশেষ করে এইবার স্টিমের প্রাইস বাড়ার কারনে অনেকেই নিজের স্বপ্ন পুরন করছে। আপনি ৫৫ হাজার টাকা দিয়ে এসি কিনে নিজের স্বপ্ন পুরন করলেন। আসলে যে হারে গরম পড়ছে এসির দরকারই। ধন্যবাদ।

 2 months ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনি আপনার একটি স্বপ্ন পূরণ করতে পেরেছেন দেখে।এবার রমজান দেখতে দেখতে কেটে গেলো।তবে শেষের দিকে বেশ গরম পরেছিল।আপনি এসি কিনে নিয়ে ভালোই করেছেন।এবার গরম খুব ভোগাবে মানুষ কে।আপনার স্বপ্ন পূরণের গল্পটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া।অনেক অভিনন্দন রইলো আপনার জন্য। ঈদ মোবারক ভাইয়া।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61888.55
ETH 3400.93
USDT 1.00
SBD 2.50