কাগজ দিয়ে মাকড়সা তৈরি।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ৫ই, মাঘ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1673764292394.jpg

কেমন আছেন সকালে? আসা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝেমধ্যেই আপনাদের সাথে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি শেয়ার করি। তবে আজ একটু ভিন্ন কিছু নিয়ে হাজির হয়েছে। আজ কাগজ দিয়ে কোন নকশা তৈরি নয় বরং কাগজ দিয়ে একটি মাকড়সা তৈরি শেয়ার করব।

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • পেন্সিল।
  • কাঁচি।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে একটি নীল রংয়ের কাগজ নিয়ে নিব।

IMG_20230113_154929.jpg

ধাপ- ২ঃ


  • এরপর কাগজটির এক পাশ থেকে নিচের ছবির মত করে ভাঁজ করে নিব।

IMG_20230114_214643.jpg

ধাপ- ৩ঃ


  • ভাঁজ করা অংশটিকে কাঁচির সাহায্য কেটে নেব। কেটে নেওয়া কাগটির ভাঁজ খুললে দেখা যাবে কাগজটা একটি চতুর্ভুজ আকৃতির হয়েছে।

ধাপ- ৪ঃ


  • এরপর কাগজটির একপাশে নিচে ছবির মত করে একটি চিত্রাঙ্কন করে নেব।

ধাপ- ৫ঃ


  • এরপরে এঁকে নেওয়া অংশটিকে কাঁচির সাহায্যে কেটে নিব। এবার কাগজের ভাঁজটি খুললে দেখা যাবে কাগজটি একটি মাকড়সার জালের আকৃতি হয়েছে।

IMG_20230114_214624.jpg

ধাপ- ৬ঃ


  • এবার কাগজটিকে আবারো ভাজ করে নিব এবং নিচের ছবির মত করে মাকড়সা অঙ্কন করে নিব।

IMG_20230114_214618.jpg

IMG_20230114_214612.jpg

ধাপ- ৭ঃ


  • এরপর আঙ্কন করা মাঝের অংশ গুলোকে কেটে নেব।

IMG_20230114_214605.jpg

IMG_20230114_214600.jpg

ধাপ- ৮ঃ


  • ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল কাগজ দিয়ে মাকড়সা চিত্র।

IMG_20230114_214555.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে বিভিন্ন রকমের ফুলের নকশা তৈরি করতে দেখেছি। মাকড়সা তৈরির ধারণা একেবারে ইউনিক ছিল। কাগজের নকশা এবং মাকড়সাটি দেখতে কিন্তু সত্যিকারের মাকড়সার মত লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

আমি প্রথমে এটি দেখছিলাম আর বোঝার চেষ্টা করেছিলাম যে ভাইয়া আজকে কেমন ফুল তৈরি করেছে। অনেকক্ষণ পরেও যখন বুঝতে পারিনি তখন টাইটেলের দিকে তাকালাম। টাইটেল পড়ার পর ছবিটির দিকে তাকানোর পর এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। খুবই চমৎকার হয়েছে মাকড়সাটি। বিশেষ করে শেষের ফিনিশিং দেয়ার পর শেষ ছবিটা আমার কাছে খুব ভালো লেগেছে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে মাকড়সা,ভাইয়া আপনার ডাই পোস্টটি দেখতে চৎকার লাগছে এবং একটি ইউনিক ডাই দেখতে পেলাম। আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যে এত কিছু বানানো যায় তা আমার জানা ছিল না। আপনি দেখছি খুব সুন্দর একটি ইউনিক আইডিয়া আমাদের সাথে শেয়ার করলেন। রঙিন কাগজ দিয়ে মাকড়সা তৈরি করে তা আবার আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। বেশ ভাল ছিল আইডিয়াটি।

 2 years ago 

আশা করি ভাইয়া ভালো আছেন? আজকে আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে মাকড়সা তৈরি করেছেন। দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। কাগজ কেটে মাকড়সা তৈরি করা বেশ অসাধারণ হয়েছে। মাকড়সা দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। সুন্দর করে কাগজ দিয়ে মাকড়সার তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনার অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে এতো কিছু বানানো যায় তা আমার জানা ছিল না। ফুল হয়, ডিজাইন হয় দেখেছি কিন্তু মাকড়সা করতে কখনও দেখিনি।অনেক সুন্দর হয়েছে ভাইয়া।উপস্থাপনা দারুন ছিল।আপনি খুব নিখুঁতভাবে মাকড়সাটি করে শেয়ার করলেন, অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কাগজ দিয়ে অনেক রকম নকশা দেখেছি তবে এই প্রথমবার দেখলাম কাগজ দিয়ে মাকড়সা তৈরি। খুবই চমৎকারভাবে দক্ষতার সঙ্গে আপনি এটা তৈরি করেছেন বিশেষ করে কাগজ কেটে কেটে এরকমভাবে তৈরি করতে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। ভালো লাগলো আপনার তৈরি কি তো এই রঙিন কাগজ দিয়ে মাকড়সা তৈরির প্রক্রিয়া। এরকম সুন্দর সুন্দর রঙিন কাগজের ডাই প্রজেক্ট আপনার কাছ থেকে প্রতিনিয়ত আশা করব ভাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58757.77
ETH 2554.49
USDT 1.00
SBD 2.52