জন জীবনে দুর্ভোগ ।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আজ - ৫ই ভাদ্র , ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমাদের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে একটি নিজস্ব মতামত শেয়ার করব।



1000043256.jpg

কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন । ভাদ্র মাস মানে বর্ষার শেষ দিকে অবস্থান করছে , এর কারণে গত দুই তিন দিন ধরে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে । এক সপ্তাহ ধরে ফোটা ফাটা বৃষ্টি পড়লেও, শেষ দুই তিন দিনে বৃষ্টি পরিমাণ, এতটাই তিব্র ছিল যে,
বিশেষ করে কাল রাতে , প্রায় সারাটা রাত ধরে বৃষ্টি অধিক পরিমাণে ছিল , যার ফলাফল হিসেবে বাসার সামনে রাস্তায় এক কোমর পানি।

সত্যি বলতে রাস্তায় পানি যে এতটা পরিমাণ হবে এটা কল্পনাও করতে পারেনি কেননা , বিশেষ করে আগে যখন পানি উঠতো তখন এক হাঁটুর বেশি উঠত না , তো গতকাল রাতে একটু বেশি ই পরিমাণ বৃষ্টি হয়েছিল যার কারণে এই সিজনের সবচেয়্ব বেশি পানি উঠেছিল।

1000043257.jpg

যদিও গতকাল রাত থেকে পুরো চট্টগ্রাম শহরে পানিতে থৈ থৈ করছিল , আমি মনে করি এর পেছনে সবচেয়ে বেশি দায়ী হলাম আমরা জনগণ এরাই। কেননা, বর্তমানে আমাদের সকলের মধ্যে পলিথিনের ব্যবহারের পরিমাণ এতটা বেড়ে গেছে যে , আমরা যদি পাঁচ টাকার ধনিয়া পাতা কিনতেও যাই তবুও আমাদের একটি ছোট পলিথিন ধরিয়ে দেওয়া হয়। আর এই সকল পলিথিন গুলো যেহেতু আমাদের পরবর্তী তার কোন কাজে লাগে না , সেহেতু আমরা এগুলো ময়লার ভাগাড়ে ফেলে দি , এবং সেগুলো ড্রেনে গিয়ে জমা হয় যার ফলে ড্রেন আটকে যায় । কেননা পলিথিন কিন্তু কখনোই পচার জিনিস নয় , সৃষ্টির আদি লগ্ন থেকে এখন পর্যন্ত কতদিন কখনোই পলিথিন পচেনা । যার ফলে যখন বৃষ্টিতে একটু পানি জমে যায় , তখন এই পানিগুলো ড্রেন দিয়ে ভালোভাবে যেতে পারে না। এভাবে আমাদের জলবদ্ধতা গুলো আরো প্রতিনিয়ত দিন দিন বেড়ে যাচ্ছে ।

1000043258.jpg

আসলে আমাদের প্রতিনিয়ত চারপাশে যে সমস্যা গুলো সৃষ্টি হচ্ছে সেগুলো , প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ আমরা নিজেরাই , আমরা যদি একটু সচেতন হয় । ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা , প্লাস্টিক বোতল না ফেলি তাহলে তাহলে হয়তোবা এই পানির অবস্থা থেকে কিছুটা মুক্তি পাবো।

এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি , কিছুদিন আগে বাংলাদেশের যে আন্দোলন হয়েছিল কিংবা এ বিষয়ে সকলে মোটামুটি জানা । প্রথমে যদিও আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী । পরবর্তীতে এটি রূপ নিয়েছে অন্যায় এবং আবহেলা প্রতিরোধে। সর্বোপরি অনিয়মের বিরুদ্ধে ছিল এই আন্দোলনটি । আসলে আমরা সকলেই ভুলে যাই যে । না যদি সকলেই নিজের নিজের জায়গা থেকে ঠিক থাকে তাহলে , সহজেই যে কোন অনিয়ম দূর করা যায় ।

সকলে আমরা সকল ধরনের অনিয়ন থেকে দূরে থাকি, নিজের আমরা সচেতন হই। অন্যকেও সচেতন করি। সবাই সুন্দরভাবে একটি নতুন সমৃদ্ধ সমাজ গড়ে তুলি।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

ভাই এই দুর্ভোগের অবস্থা কোথাও কোথাও এই বাংলাতেও। সেই দুঃখের কথা আর কি বলি। আজই বাইক নিয়ে ফেরার পথে প্রায় উল্টে যাচ্ছিলাম এক জায়গায়। জলের মধ্যে চাকা বসে গেছিল। খুব সাবধানে চলাফেরা করুন। আমাদের এই দুঃখের অবসান নেই।

 last year 

ফটোতে যতটুকু দেখলাম বেশ ভালোই তো পানি জমেছে। আসলে জনগণ যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকে তাহলে সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব। কিন্তু যতদিন না পর্যন্ত আমরা নিজেরা ঠিক হচ্ছি ততদিন এরকম ভোগান্তিতে পড়তে হবে।

 last year 

ভাই এটা কিন্তু উপযুক্ত সময় চারপাশে জাল দিয়ে আটকে মাছ চাষ করার, দারুণ প্রফিট হবে কিন্তু হি হি হি।

 last year 

চিন্তা করতেছি এড়া ছাড়া তো উপায় ও নাই। স্টিন যে দাম বাবগো বাবা। হা হা

 last year 

কয়েকদিন টানা বৃষ্টি হওয়াতে আবহাওয়া শীতল হলেও,রাস্তায় পানি জমে একেবারে বাজে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যদি সচেতন না হই,তাহলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আমাদের দেশ থেকে পলিথিন একেবারে তুলে ফেললে ভালো হতো। যাইহোক কি আর করবেন ভাই, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

জি ভাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115932.18
ETH 4530.63
SBD 0.82