প্রতিটা সকাল।
আজ - ১৬ই, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক এ কয়েক দিনের ওয়েদারে খুব ভালোভাবে জানান দিচ্ছে যে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকবে এবং সামনে বৃষ্টি নামে সম্ভাবনা আছে।
যাইহোক, ইতিমধ্যেই ঈদের ছুটি তো প্রায় শেষ হয়ে গিয়েছে। কর্মক্ষেত্রে মানুষ ফিরে এসেছে আরো অনেক আগেই। স্কুলগুলো ও খুলে যাবে কাল থেকে। মানুষগুলো ফিরবে সেই তার আগের যান্ত্রিক জীবনে। যেখানে মানুষ ছুটে চলবে ঘড়ির কাটার সাথে সাথে।
আসলে আমি মাঝে মাঝে ভাবি আমাদের জীবনটা কতই না অদ্ভুত। আমাদের জীবনের একেকজনের কাছে একেক রকম। কারো কাছে জীবনটা শুধু মাত্র সময় কাটানো বা বেঁচে থাকা। আর কারো কাছে জীবনটা ভোগ বিলাসিতার জায়গা। আসলে প্রকৃত জীবনের মানে আমরা কেউ আজও সঠিকভাবে উপলব্ধি করতে পারি না।
আমাদের জীবনে একটি সকাল কাটে তো আমরা অন্য সকালের আশায় থাকি। কিন্তু আমরা কেউ বলতে পারিনা পরের সকালটা আদৌ আমাদের জীবনে আসবে কিনা। অনিশ্চিত এই সম্ভাবনার মধ্যে দিয়ে থাকতে হয় আমাদের পরবর্তী সকালের আশায়। জীবনের পরবর্তী সকাল না আসা মানে এখানে আমাদের জীবনের পরিসমাপ্তি । আর পরবর্তী সকালটা আসলে আমরা আশায় থাকি অন্য আর এক সকালের।
একটি দিন শুরু হয় যেহেতু একটি সকাল দিয়ে তাই আমার কাছে একটি দিন মানে একটি সকাল। একটা দিন কেটে গেলে আমরা পরবর্তী দিনের আশায় থাকি। আর এভাবে আরেকটি দিন শুরু হয় আমাদের সুন্দর একটি সকাল দিয়ে । আর একইভাবে আমরা প্রতিনিয়ত এক একটা সকাল কাটিয়ে আসছি । তাই সৃষ্টিকর্তার কাছে সব সময় শুকরিয়া আদায় করা উচিত আমাদের কেননা তার ইচ্ছায় জীবনে আরেকটি সকাল ফিরে এসেছে।
আমার কাছে আমার জীবনের প্রতিটা দিন, প্রতিটা সকাল, প্রতিটা মুহূর্ত একেবারে নতুন। আমার সকাল শুরু হয় ৯:০০ টার পর এবং আমার সকালটায় থাকে আলসেমিতে ভরা। বিছানা ছেড়ে ওঠার আলসেমিটা আমার বরাবরেরই সঙ্গী। তবে মাথা থাকে একদম ফ্রেশ, বিগত দিনের সব ভাইরাস গুলো ডিলিট করে নতুন দিনের শুরু করার চেষ্টায় থাকি। প্রতিটা সকালে আমি আগে থেকে ভেবে রাখি সারাদিনের কাজকর্মের। কোন সময়ে কি করবা না করব সেটার একটি ছোটখাটো ছক এঁকে রাখি মাথায়। তবে সে ছক অনুযায়ী কাজ আমার বেশিরভাগ সময়েই করা হয় না। এরপর এদিক সেদিক কাজে কিংবা অবসরে হেলায় ফেলায় কাটিয়ে দেই আমার জীবনের এক একটি সকালকে।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR

ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। আপনার এই পোস্টটি পড়ে সত্যি আমার খুবই ভালো লেগেছে। আসলে ভাইয়া, আজকে আমরা সকাল পেয়েছি কিন্তু আগামী দিন এই সকালটা নাও পেতে পারি। সম্পূর্ণই অনিশ্চিত। আর এই অনিশ্চয়তার মধ্য দিয়েই আমরা আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যাহোক ভাইয়া, সকাল সকাল ঘুম থেকে ওঠা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তবে সকালবেলায় যেন আলসেমি আমাদের সাথে মালাম ধরে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ ভাইয়া ভালোই আছি। আপনি এটা ঠিকই বলেছেন, ঘূর্নিঝড় হলে ব্যাপক ক্ষতি হয়ে যায়।আল্লাহ সহায় হোন আমাদের উপর।একটি দিন চলে গেলে নতুন একটি দিন আসে।জীবন থেকে হারিয়ে যায় একটি দিন।পরের দিনটি আসবে কিনা তা কিন্তু আমরা কেউ বলতে পারিনা।তাই সকালবেলা উঠেই আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করতে হবে।সবাই সুস্থভাবে বেঁচে থাকার।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।