পেপার কাটিং।

in আমার বাংলা ব্লগ8 months ago

আজ - ১১ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত-কাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




IMG_20231124_165048.jpg

কেমন আছেন সকালে? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনেই ক্রিসমাস আসছে আর এই ক্রিসমাস কে কেন্দ্র করে আমরা চাইলে খুব সুন্দর ভাবে ঘর ডেকোরেশন করতে পারি এই ধরনের ছোট ছোট কাগজের নকশা দিয়ে। আর তাই আজকের নকশার থিমটা হচ্ছে স্নো। যদিও আমাদের দেশের স্নোফল হয় না তারপরও ক্রিসমাসের সাথে স্নোফলের দারুণ একটা সম্পর্ক রয়েছে। যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমার এই স্নোফল থিমের নকশাটি কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি।

প্রয়োজনীয় উপকরণঃ


  • কাগজ।
  • পেন্সিল ।
  • কাঁচি।

প্রস্তুতিকরণঃ


ধাপ- ১ঃ


  • প্রথমে একটি সাদা কাগজ নিয়ে নিব।

IMG_20231125_125201.jpg

ধাপ- ২ঃ


  • এরপর কাগজটির মাঝ বরাবর ভাঁজ করে নিব।

IMG_20231124_163844.jpg

ধাপ- ৩ঃ


  • এবার কাগজটিকে আবারো একটি ভাঁজ করে নিব।

IMG_20231124_163859.jpg

ধাপ- ৪ঃ


  • এবার কোনাকুনি করে কাগজটিকে ভাঁজ করে নিব ঠিক নিচে দেখানো ছবির মত করে।

IMG_20231124_163952.jpg

ধাপ- ৫ঃ


  • এবার নকশাটি অংকন করে নিব।

IMG_20231125_125152.jpg

ধাপ- ৬ঃ


  • এবার নকশাটিকে কেটে নিয়েছি।

IMG_20231125_125140.jpg

IMG_20231124_164859.jpg

ধাপ- ৭ঃ


  • কেটে নেওয়া নকশাটি ভাজ খুললেই হয়ে যাবে কাগজের এই সুন্দর নকশাটি।

IMG_20231125_125133.jpg

IMG_20231124_165048.jpg

সকলকে ধন্যবাদ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে পেপার কাটিং করে একটি স্নোফল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। সামনে ক্রিসমাস আসছে আর এই ক্রিসমাস উপলক্ষে অনেকেই অনেক সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করবে এই কমিউনিটিতে দেখার অপেক্ষায় তো থাকবো অবশ্যই। দারুন ভাবে আপনি এটা তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আমাদের দেশে স্নোফল না হলে কি হবে তাই বলে কি আমরা বানাতে পারবো না । আমরা তো দেখি সবসময় । এজন্য এগুলো বানাতে দেখলেও ভালো লাগবে নিজেও বানাতেও ইচ্ছা করে ।আমিও কদিন ধরে ভাবছি বানাবো । আপনারটা দেখে খুব ভালো লাগলো ভাইয়া । দেখতে সত্যি খুব সুন্দর হয়েছে । এ ধরনের কাজগুলো করতে যদিও একটু ক্রিটিক্যাল ভাঁজগুলো খুব সাবধানে দিতে হয় তারপরও করার পরে কিন্তু দারুণ লাগে ।

 8 months ago 

আমাদের দেশের স্নোফল হয় না তো কি হয়েছে আমরা তো পেপার কাটিং করে পছন্দমতো নকশা তৈরির মাধ্যমে স্নো উপভোগ করতে পারি। ক্রিসমাস উপলক্ষে আপনি খুব সুন্দর স্নোফলের নকশা তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। যদিও এই পেপার কাটিং গুলো কাটতে খুবই কষ্ট হয় তারপরও তৈরি করতে আমারও খুব ভালো লাগে।

 8 months ago 

আমাদের দেশে কোন এক জায়গায় স্নোফল হলে কিন্তু বেশ ভালই হতো। বছরে এই সময়ে গিয়ে দেখতে পেতাম। যাইহোক ভাইয়া ক্রিসমাস উপলক্ষে কাগজ দিয়ে খুব সুন্দর একটি স্নো ফলের নকশা তৈরি করেছেন। কাগজের এই নকশাগুলো দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু কাটতে একটু কষ্ট হয়। তারপরও খুব সুন্দর করে আপনি কেটেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।

 8 months ago 

বাহ্ ভাইয়া দারুন তো। আজ আপনার মাধ্যমে একটি না দেখা ফল দেখতে পেলাম। যদিও স্নোফল কখনো আমার দেখা হয়নি,তবে আপনারা আজকের পেপার কাটিং এর মাধ্যমে কিছুটা হলেও আন্দাজ করতে পারছি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পেপার কাটিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

আপনার পেপার কাটিং গুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আর আপনার ডাই প্রজেক্ট বরাবরই নিখুঁত সুন্দর হয়। উপস্থাপনা করেছেন চমৎকারভাবে, যা চোখে পরার মতো। অনেক ধন্যবাদ ভাই সুন্দর হাতের কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

নকশার ডিজাইন গুলো তৈরি করতে হলে কাটিং ও ভাজ পারফেক্ট ভাবে করতে হয়। তা না হলে নকশা ডিজাইন টি দেখতে সুন্দর হয় না। আপনার তৈরি করা ফুলের থিমটা অনেক সুন্দর। আমি এটি অনুসরণ করতে পারি।

 8 months ago 

এই ধরনের নকশাগুলো তৈরি করতে খুব সযত্নে এবং সতর্কতার সাথে কাটতে হয়। কাটার বেমিল হলে পুরো নকশাটাই বাতিল হয়ে যায়। যাই হোক খুব চমৎকার একটি নকশা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই ভালো থাকবেন।

 8 months ago 

বিভিন্ন ধরনের ডিজাইনমূলক কর্মকান্ডে আমার বাংলা ব্লগ কমিউনিটি সদস্যরা সেরা। আজকে আপনি কাগজ কেটে দারুন একটি ডিজাইন করেছেন যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। ক্রিসমাস উপলক্ষে এই ধরনের কিছু দেখতে পেলাম যেটা সবাইকে অনুপ্রাণা দিবে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

পেপার কাটিং গুলো সব সময়ই দেখতে ভালো লাগে। ভাই আপনি এর আগেও চমৎকার চমৎকার পেপার কাটিং শেয়ার করেছিলেন। আপনার এধরনের কাজ গুলো দেখলে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর করে ধাপসমূহ দেখিয়েছেন। আমিও শিখে নিলাম ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63