মানুষ বেঁচে থাকে তার কর্মে।
আজ- ৩রা কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক, আমাদের জীবনের সব থেকে একটি বড় সত্য হচ্ছে মৃত্যু।প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য আসি এবং সময় হলে আবার চলে যায়। অসুস্থতা কিংবা যেকোনো দুর্ঘটনা জনিত মৃত্যু গুলো উসিলা মাত্র। যার মৃত্যুর যখন যেভাবে যেই পর্যায়ে আছে তার মৃত্যু তখন ঠিক সেভাবে সে পর্যায়ে হবে। কেউ চাইলে তার ঠেকাতে পারবেনা। আবার কেউ চাইলেও কাউকে মারতে পারবে না। কেননা এই বিষয়গুলো সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তা।
যাইহোক প্রত্যেকটি জীবের মৃত্যু নিশ্চিত। তবে আমাদের মৃত্যু গুলো কয়জনই বা মনে রাখে। আমাদের না থাকাতে কিংবা মৃত্যুতে পৃথিবীটা কিন্তু থেমে থাকে না পৃথিবী চলতে থাকে তার নিজ গতিতে। হয়তো আমাদের পরিবার, আত্মীয়-স্বজন কিংবা পরিচিত মানুষগুলো আমাদের মৃত্যুতে কিছুদিন শোকাহত হবে এরপর ঠিকই সবকিছু ভুলে যাবে। আমাদের আবর্তমানে কিংবা না অনুপস্থিতিতে কোন কিছুই আর থেমে থাকবে না।
কিন্তু কিছু কিছু মানুষের মৃত্যু রয়েছে যা আজীবন মানুষ মনে রাখে। আসলে মানুষ মরণশীল আবার অমরত্ব ও লাভ করতে পারে মানুষের কর্মের মাধ্যমে।
আপনার কর্মের মাধ্যমে আপনাকে মানুষ মনে রাখবে। আপনি নিজেই দেখুন আজও কত কত মানুষ যাদের মৃত্যু ঘটেছে অনেক আগে কিন্তু তারা আজও পৃথিবীতে কর্মের মাধ্যমে সকলের কাছে পরিচিত হয়ে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাদার তেরেসা কিংবা আরো অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা যারা আজও আমাদের মাঝে করছে। যাদের সৃষ্টকর্মগুলো তাদের মৃত্যুর এত এত বছর পরও কিন্তু মনে রেখেছে।
যাই হোক, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন আবার ও ভিন্ন কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
একেবারে যথার্থ বলেছেন ভাই, মানুষ আসলেই তার কর্মে বেঁচে থাকে। দুনিয়া থেকে কতো মানুষ ইতিমধ্যে বিদায় নিয়েছে। কিন্তু যারা বেঁচে থাকা অবস্থায় ভালো কর্ম করেছে, আমরা কিন্তু তাদেরকে এখনও শ্রদ্ধাভরে স্মরণ করে থাকি এবং এটা আজীবন করবো। পক্ষান্তরে যারা দুনিয়াতে থাকতে ভালো কর্ম করেনি,তাদেরকে আমরা ভুলেও স্মরণ করি না। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আমাদের সবার উচিত বেশি বেশি ভালো কাজ করা এবং অন্যের উপকার করা। যাতে মৃত্যুর পরেও আমাদেরকে মানুষজন স্মরণ করে। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
যথার্থ বলেছেন ভাইয়া। মানুষ বেঁচে থাকে তারপর কর্মে। আমাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমাদের মৃত্যুর পর আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে একমাত্র আমাদের ভালো কাজগুলো। তাইতো জীবদ্দশায় আমাদের প্রত্যেকের উচিত ভাল কাজের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখা।
ভীষণ সুন্দর কয়েকটি কথা বললেন আপনার পোষ্টের মাধ্যমে। মানুষের কর্মই মানুষকে মনে রাখায় আজীবন। মৃত্যু তো নিশ্চিত। আমরা প্রতিদিন একটু একটু করে সেই পরিণতির দিকেই হেঁটে যাই। কিন্তু কর্ম সব সময় ভালো হওয়া উচিত। তবেই সেই মানুষ অমরত্ব পায় আগামী পৃথিবীতে। খুব সুন্দর করে বিষয়টি গুছিয়ে লিখলেন।