আমার তোলা কয়েকটি ফটোগ্রাফি ।
আজ - ২৬ই, মাঘ |১৪২৯ , বঙ্গাব্দ | শীতকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম স্পিড বোটএর মাধ্যমে , স্পিডবোটে ওঠার আগে এই ছবিটি তুলেছিলাম। আমাদের গ্রামটি হল দ্বীপ অঞ্চলে তাই এটিতে যেতে হলে বঙ্গোপসাগর পাড়ি দিতে হয়।
Device : oneplus 9r
Taken on : 2023

এটা একটি সরিষা গাছের ফুল, গ্রামের থেকে তোলা।
Device : oneplus 9r
Taken on : 2023

এটা একটি অপরিচিত ফুল, রাস্তার ধারে থেকে ছবিটি তোলা।
Device : oneplus 9r
Taken on : 2023

এটি গ্রামের একটি ছোট পুকুর যেহেতু এখন শীতকাল তাই পুকুরে পানি শুকিয়ে গিয়েছে। গ্রামে এরকম অসংখ্য পুকুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছুদিন পরে এসব পুকুর থেকে মাছ ধরা হবে।
Device : oneplus 9r
Taken on : 2023

এটি গ্রামের একটি রাস্তা, খুবই সুন্দর আর মনোরম পরিবেশ। এই রাস্তাটি আমাদের বাড়িতে ঢুকার একমাত্র রাস্তা।
Device : oneplus 9r
Taken on : 2023

এই ছবিটি তোলা হয়েছে জঙ্গলে দেখা একটি মাঠ থেকে। চারিদিকে বিভিন্ন লতা পাতা, শুকনোপাতা দিয়ে আচ্চাদিত একটি মাঠ।
Device : oneplus 9r
Taken on : 2023
Device : oneplus 9r
Taken on : 2023

সকলকে ধন্যবাদ ।

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
ভাইয়া আপনার গ্রামের বাসায় গিয়ে দারুন সব ফটোগ্রাফি করেছেন। দীপ অঞ্চলে আপনার গ্রামের বাসা হওয়ার সুবাদে বঙ্গোপসাগর পারি দিতে হয়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো কিন্তু দারুণ হয়েছে। আগের তুলনায় এখন কিন্তু আপনি আরো দারুন ফটোগ্রাফি করেন। সত্যি ভাইয়া প্রত্যেকটি ফটোগ্রাফি দারুন ছিল।
ওয়াও অসাধারণ ভাই আপনি গ্রামের বেশ কিছু ফটোগ্রাফি করেছেন ৷ প্রতিটি ফটোগ্রাফি দূর্দান্ত ছিল ৷ আসলে গ্রাম মানে শুধু ছবি আর ছবি ৷ গ্রামের মেঠো পথ নদী,ডোবা আর অজানা ছোট্ট ফুল গুলি অসম্ভব সুন্দর লাগছে ৷
অনেক ধন্যবাদ ভাই
Hi @moh.arif,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আমাদের সাথে শেয়ার করেলেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
সত্যি বলতে আজকেই জানলাম আপনাদের বাড়ি দ্বীপ অঞ্চলে। আর সেজন্য স্পিডবোর্ডে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে তারপরে যেতে হয়। তবে আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেগুলো সবগুলোই খুব সুন্দর দেখাচ্ছে। এই যে জঙ্গল এর একটা ছবি দিলেন সেটা দেখে মনে হচ্ছে যেন অনেক গভীর জঙ্গল। খুব সুন্দর ছিল সবগুলো ফটোগ্রাফি। অনেক ভালো লাগলো ভাইয়া।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ভাইয়া ভাল আছেন কামনা করি। আপনার ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে ভাইয়া। আপনার বাড়িতে যাওয়ার একমাত্র পথটি সত্যি ই দারুন।মাঠ থেকে ছবিটি নিয়েছেন শুকনো পাতা পরে আছে এই ফটোগ্রাফি ও খুব ভাল লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ভাইয়া আপনি গ্রামের বাড়িতে গিয়ে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন,যেগুলো দেখে চোখ দুটো একেবারে জুড়িয়ে গেল। আপনার প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে, তবে ছোট পুকুরের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে, এতো মনোমুগ্ধকর দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার তোৃলা প্রতিটি ছবিই বেশ চমৎকার হয়েছে। তবে আমার কাছে ছোট পুকুরটির ছবিটি সবচেয়ে ভালো লাগলো। এ ধরনের জায়গায় কেমন যেন বুনো সৌন্দর্য লুকিয়ে থাকে। ধন্যবাদ ভাই্।
দাদা তোমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো সব সময় বেশ সুন্দর হয়। আজকের শেয়ার করা ফটোগ্রাফি গুলোও অত্যন্ত সুন্দর হয়েছে। গ্রাম থেকে তোলা বিভিন্ন জায়গার বিভিন্ন রকম ফটোগ্রাফি সত্যিই নজর কেড়ে নেওয়ার মত হয়েছে।