সমস্যার সমাধান।
আজ - ১৭ই, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
আমাদের জীবনে চলার পথে অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেটি পারিবারিক সমস্যা , আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা কিংবা অন্য যেকোনো সমস্যা। এ সমস্যা গুলোর মোকাবেলা করতে গিয়ে আমরা অনেক সময় আরো বড় ধরনের সমস্যার করে ফেলি। কিছু কিছু সমস্যা আছে যা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। কিন্তু আমরা সে সমস্যাগুলো বুঝতে চেষ্টা না করে বরং সমস্যা গুলোর সমাধানের চেষ্টায় তা আরো গুলিয়ে ফেলি।
যেমন একটি গ্লাসের পানির সাথে যখন কিছু ময়লা মেশাবো তখন পানিগুলোকে যতই নাড়তে থাকবো ততই পানির সাথে ময়লা গুলো মিশতে শুরু করবে। কিন্তু আমরা যদি কিছু সময়ের জন্য সেগুলো স্থির রাখি তাহলে দেখা যাবে পানিগুলোর থেকে ময়লাগুলো আলাদা হতে শুরু করেছে । এভাবে কিছুক্ষণ রাখার ফলে ময়লা গুলো পানির নিচে তলিয়ে পানির থেকে আলাদা হয়ে যাবে । ঠিক একই রকম এ ময়লা এবং পানিগুলোর মত আমাদের জীবনের সমস্যাগুলো। পানি গুলো আমাদের জীবন হলে ময়লা গুলো হচ্ছে সমস্যা। সে ক্ষেত্রে আমরা সমস্যাগুলো নিয়ে যতই নাড়বো কিংবা যতই এর সমাধানের চেষ্টা করব ততই ময়লা পানির মত সমস্যাগুলো ঘোলা হতে শুরু করবে । তখন আমাদের জীবন থেকে সমস্যাগুলোর সমাধানের বদলে বরং আরো বৃদ্ধি পেতে থাকবে। অথচ সমস্যাগুলো যদি সমস্যার জায়গায় রেখে সঠিক সময়ের অপেক্ষায় থাকি তখন দেখা যাবে সময়ের সাথে সাথে সে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে।
মাঝে মাঝে আমরা এমন সকল সমস্যার সম্মুখীন হয় তখন মনে হয় এখানেই বুঝি সব শেষ। এ পরিস্থিতি কিংবা এই সমস্যার সমাধান কখনোই করা সম্ভব নয়। এক নিমিষে আমাদের আত্মবিশ্বাসটাকে আমরা মাটিতে লুটিয়ে ফেলি। আমরা সমস্যা মোকাবেলায় মরিয়া হয়ে একসময় ক্লান্ত হয়ে পড়ি। তখন আমরা হার মেনে নিই। কিন্তু পরবর্তীতে দেখা যায় সমস্যা মোকাবেলা এসব কিছুর কোন প্রয়োজন ছিল। সময়ের সাথে সাথে তা ঠিক সমাধান হয়ে যেত। কিন্তু আমরা অসময়ে হাইহতাশ করে সমস্যাটাকে আরো বাড়িয়ে দিয়েছি।
আমাদের জীবনের কিছু সমস্যা আছে যেগুলো সমাধানের চেষ্টায় ভুল পদক্ষেপ গ্রহণের ফলে সমস্যা গুলো আরো বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় সমস্যা গুলোর সমাধান সময়ের সাথে সাথে হয়ে যায় বা সমস্যার উপায় সময় বলে দেয়। তাই জীবনে চলার পথে ছোটখাটো সকল সমস্যাগুলো একসাথে না গুলিয়ে বরং একটা একটা করে সময়ের সাথে সাথে তা সমাধান করা উচিত। এতে করে আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান করতে পারব এবং এতে আমাদের জীবনটা সুন্দর হবে।
তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। চেষ্টা করেছি ছোট্ট একটি উদাহরণ ও মাধ্যমে আপনাদেরকে বিষয়টি বোঝানোর। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না এখানে শেষ করছি আমার আজকের এই আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR

This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
ভাইয়া খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ ব্লগ শেয়ার করলেন।খুব ভালো লাগলো। এটা ঠিক বলেছেন কেউ ই আমরা সমস্যার অনুর্ধ্বে নয়।সমস্যা থাকবেই কিন্তু আমাদের স্থির থেকে সমাধান করতে হবে।আপনি সমস্যা নিয়ে দারুন এক উদাহরন দিলেন,খুব ভালো লাগলো ভাইয়া।সত্যিই তো সমস্যা যত নাড়াচাড়া করা হয় ততোই ঘোলাটে হয়।তাই কিছু সময়ের হাতেই ছেড়ে দিতে হয়।খুব সুন্দর ভাবে গুছিয়ে কথাগুলো লিখে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
এক্ষেত্রে আমি মনে করি মানুষের জীবনে দু ধরনের সমস্যা থাকতে পারে। কিছু সমস্যা রয়েছে যেগুলো নগদে সমাধান না করে অপেক্ষা করলে ও নিজের গতিতে নিজে এগিয়ে গেলে সেটি অটোমেটিক সমাধান হয়ে যায়। আবার কিছু সমস্যা রয়েছে নগদে সমাধান করতে হয়, তা না হলে সেটি আরো উল্টো দিকে ধাবিত হয়। সেজন্য কিছু সমাধান সাথে সাথে করতে হয় আবার কিছু সমাধান অপেক্ষা করলে সমাধান হয়ে যায়। ধন্যবাদ আপনাকে বাস্তবিক ও তথ্যভিত্তিক একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভাইইয়া আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে আমাদের মাঝে তুলে ধরেছেন। ঠিক বলেছেন ভাইয়া পানি এবং ময়লাগুলোর মধ্যে আমাদের জীবনের সমস্যা রয়েছে। তাই কোন সমস্যা নিয়ে খুব ঘাটাঘাঁটি না করে স্থির হয়ে ধৈর্য ধরলে একটা সময় সব সমস্যার সমাধান বেরিয়ে আসবে।
সমস্যা অভাব অনটন এগুলো জীবনের একটা অংশ জুড়ে৷ তাই এগুলো থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না ৷তাই থাকুক না এগুলো জীবনের সাথে ৷মনের জানালাটা এত বড় করতে হবে৷ যাতে অনেকটা আলো এসে পড়ে ৷
অনেক সুন্দর একটি টপিক তুলে ধরেছেন ৷ সমস্যা বিহীন আমরা কেউ নই ৷
জীবন মানেই সমস্যার পাহাড়। আর এই সমস্যা গুলো থেকে মুক্তির উপায় আমাদের নিজেদেরকেই বের করতে হবে। একদম ঠিক বলেছেন ভাইয়া আমাদের জীবনের কিছু সমস্যা আছে যেগুলো সমাধানের লক্ষ্যে আমরা মাঝে মাঝে ভুল পদক্ষেপ গ্রহণ করি। এর ফলে সমস্যা গুলো আরো বেড়ে যায়। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।
ভাইয়া সমস্যা নিয়ে আপনার দেওয়া উদাহরণটি সত্যিই অসাধারণ হয়েছে। আসলে ভাইয়া আমরা কোন সমস্যার ঊর্ধ্বে নয়। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতেই হবে। আর সমস্যার সম্মুখীন হওয়াটা একটি স্বাভাবিক বিষয়। তাই আমাদের সকলের উচিত, আমরা যে সমস্যার সম্মুখীন হয় না কেন, সেই সমস্যাটি আমরা যেন স্থির ভাবে বুদ্ধি খাটিয়ে স্থায়ীভাবে সমাধান করার চেষ্টা করি। খুবই সুন্দর একটি বিষয় নিয়ে অতি চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জীবন আছে বলেই সমস্যা আছে। আর সমস্যা কে যত পাত্তা দেওয়া হবে ততই তা বৃদ্ধি পাবে। আসলে সত্যিই কিন্তু আমরা কেউ সমস্যার উর্ধ্বে নয়। আর বিষয়টি কে একটি সুন্দর উদাহরনের মাধ্যমে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। আর এ কথাও সত্য যে সমস্যার সময়ে হু হা না করে সময়ের উপর ছেড়ে দিলে এক সময়ে দেখা যাবে সব ঠিক হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে এত শিক্ষনীয় একটি পোস্ট করার জন্য।
বাহ্ বেশ ভালো বুঝিয়েছেন ভাইয়া,জীবনের সমস্যাগুলোকে পানির গ্লাসের ময়লার সাথে তুলনা করে।ঠিক বলেছেন কিন্তু,একসময় সমস্যাগুলো আপনাআপনি সমাধান হয়ে যায়।তবে আমরা পানির গ্লাসের ময়লাগুলোর মতো করে ঘোলাটে করে ফেলি হতাশ হয়ে আগে থেকে।এজন্য ছোট খাটো সমস্যা সমাধানের চেষ্টা করতে গিয়ে ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া আসলে সবসময় নগদে সমাধান করতে না গিয়ে, একটু সময় নিয়ে অপেক্ষা করলে অনেক সময় সেই সমাধান এমনিতেই হয়ে যায়। ধন্যবাদ বাস্তবিক একটি পোস্ট আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য ভালো থাকবেন।