সময়ের সঠিক বন্টন।

in আমার বাংলা ব্লগ9 days ago

আজ- ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, হেমন্তকাল


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1000044105.jpg
ছবি এখান হতে নেওয়া হয়েছে।

কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সময়ের কথা আর কি বলবো! প্রতিটা দিন যেন এত তাড়াতাড়ি পার হয়ে যায়, যা বুঝতেই পারা যায় না। এইতো মনে হলো কিছুদিন আগেই তো একটি শুক্রবার পার করলাম আর এখন কয়েক দিনের ব্যবধানে যেন আরো একটি শুক্রবার এসে উপস্থিত হল। আসলে সময়ের সাথে কোন ভাবে যেন পেরে ওঠা যায় না। আগে দেখা যেতে শুক্রবারের জন্য সারা সপ্তাহ ধরে অপেক্ষায় থাকতাম, কখন এই দিনটি আসবে। আর তখন সে সময় গুলো যেন অনেক দীর্ঘ মনে হতো আর অথচ এখন চোখের পলকে একটি সপ্তাহ পার হয়ে যায় একদমই বুঝতে পারি না।

যাইহোক, আজ শুক্রবার তাই একটু ব্যস্ততম ছিল দিনটা। তাছাড়া শুক্রবারে ক্লাস থাকে তাই অন্যান্য দিনের থেকেও এই দিনে ব্যস্ততা থাকে আরও একটু বেশি।

সকালে ঘুম থেকে উঠেই আমার প্রতিদিনের কাজটা একটু সেরে নিয়ে এরপর গোসল করে মসজিদে যাওয়া এরপর একেবারে রেডি হয়ে বের হয়ে যাওয়া। সবকিছু মিলিয়ে এই ছুটির দিনটাতেও সময় পাইনা। তারপরও সবকিছুর সাথে তাল মিলিয়ে আসলে চলতে হয়।

মাঝে মাঝে মনে হয় দিনটা যদি ২৪ ঘন্টা না হয় ৪৮ ঘন্টা হতো তাহলে ভালো হতো। তাহলে একটি দিনে আমরা কতই না কাজ করতে পারতাম এবং অনেক সময় পাওয়া যেত। কিন্তু সেটি কি বাস্তবে কখনোই সম্ভব।

তবে আমরা কাজে ক্ষেত্রে চাইলে কিন্তু ২৪ ঘণ্টা ৪৮ ঘন্টা বানিয়ে নিতে পারি। যদি বলেন কিভাবে তা সম্ভব। আসলে বিষয়টা অবিশ্বাস্য হলো কিন্তু সম্ভব। যদি আমরা আমাদের সময়টাকে সঠিকভাবে বন্টন করতে পারি এবং সময় অপচয় রোধ করতে পারি।

এখন আমরা যেখানে দিন শুরু করছি দুপুর থেকে সেখানে দিনের সময়টুকু আর কইবা পায়। আর রাত শেষ করছি মধ্য রাতে তাহলে সেখানে আমরা ঘুমানোর আর সময় বা কই পাই। তাছাড়া অপ্রয়োজনীয় কাজের সময় ব্যয় করা। অলসতা করে কাজ পিছিয়ে রাখা এসব কিছু মূলত আমাদের সবকিছু থেকে পিছিয়ে রাখছে ফলে আমরা আমাদের সময় গুলোকে একদমই কাজে লাগাতে পারছি না। তাই মনে হচ্ছে ২৪ ঘন্টা কম সময় আর সেটি চোখের পলকে পার হয়ে যাচ্ছে। আর এই প্রদক্ষেপ গুলোর মাধ্যমে ৪৮ ঘন্টার কাজ ও ২৪ ঘন্টায় সম্পূর্ণ করা যায়।

একই কাজ করতে একএক ব্যক্তির কাছে এক এক সময় লাগে। কেউ খুব অল্প সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারে আবার কেউ কাজটি সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যায়। আর কাজের ক্ষেত্রে সময় তারতম্যের পিছনে কয়েকটি যৌক্তিক কারণ হতে পারে যেমন- অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা এবং স্মার্টনেস। আপনি চাইলে একই কাজ আপনার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে স্বল্প সময়ে সম্পন্ন করে ফেলতে পারেন। আর আপনি যদি অধিক পরিশ্রম দিয়ে সে একই কাজ বুদ্ধিমত্তা বিহীন করে থাকেন তাহলে সেখানে আপনার অনেক সময়ের প্রয়োজন হবে। এভাবেই আসলে প্রত্যেকটি কাজ শান্ত সময়ে চাইলে সম্পন্ন করা যায়।

সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।

1000038736.webp


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 9 days ago 

সৃষ্টিকর্তা আমাদেরকে সময় যথেষ্ট পরিমাণ দিয়েছেন। আসলে আমরা মানুষেরা সেই সময় গুলোকে যথাসময়ে সঠিকভাবে বন্টন করে ব্যয় করতে পারি না। যদি আমরা খুব সকালে দিনটা শুরু করি তাহলে বেশ সুন্দরভাবে সময়টা কাটে। আর অনেক লেটে করে উঠলে সবকিছু এলোমেলো হয়ে যায় কাজ শেষ করতে অনেক রাত হয়ে যায়। যদি একদম সকালে শুরু করি তাহলে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায়। আপনি একদম ঠিক বলছেন সময় সঠিক বন্টনের মাধ্যমে সুন্দরভাবে এগিয়ে যাওয়া যায়।

 8 days ago 

সময়ের সঠিক বন্টন সবারই করা উচিত। সকাল সকাল যদি ঘুম থেকে উঠা যায়, তাহলে সারাদিনে অনেক কাজ সম্পন্ন করা যায়। সেজন্য রাতের বেলা তাড়াতাড়ি ঘুমানো উচিত। আর দেরীতে ঘুম থেকে উঠলে দিন যে কিভাবে অতিবাহিত হয়ে যায়, সেটা টেরই পাওয়া যায় না। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

দিন ৪৮ ঘন্টা হলেও হয়তো লাভ হতোনা। এতে করে আমাদের কাজ এবং ব‍্যস্ততা আরও বেড়ে যেত। সময়ের সঠিক ব‍্যবহার করা যায় শুধুমাত্র সঠিক পরিকল্পনার দ্বারা। চমৎকার লাগল আপনার পোস্ট টা ভাই। দারুণ লিখেছেন। সঠিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সময়ের সঠিক ব‍্যবহার করা একেবারেই সম্ভব না।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.20
JST 0.038
BTC 96366.04
ETH 3708.41
USDT 1.00
SBD 3.86