নিজের ওয়েবসাইট থেকে নিজের মোবাইল অ্যাপ: একটি নতুন অভিজ্ঞতার গল্প
আজ -৯ য় আষাঢ় | ১৪৩২ বঙ্গাব্দ | বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
আজকের দিনটা আমার জন্য একটু আলাদা ছিল। যান্ত্রিক এই জীবনের মাঝেও কিছু ছোট ছোট অর্জন মাঝে মাঝে মনটাকে ভরে তোলে। আজ তেমনি একটা আনন্দের কাজ করেছি আমি—নিজের তৈরি ওয়েবসাইটটিকে মোবাইল অ্যাপে রূপান্তর করেছি, তাও একেবারে নিজে নিজে, কোনো কোডিং না জেনেই।
অনেক দিন ধরেই ইচ্ছে ছিল আমার সাইটটি যেন মোবাইল অ্যাপ আকারে মানুষ সহজে ব্যবহার করতে পারে। কারণ এখন সবাই মোবাইল ব্যবহার করে, আর মোবাইল অ্যাপ থাকলে অনেক দ্রুত ও সহজে নিজের কাজ, লেখা বা সেবা পৌঁছে দেওয়া যায়। কিন্তু সমস্যা ছিল—আমি তো প্রোগ্রামার নই, অ্যাপ বানাতে যে কত কোড লাগে তা নিয়ে চিন্তায় পড়ে যেতাম।
এর মাঝেই হঠাৎ একদিন খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম AppsGeyser নামের একটা ওয়েবসাইট। এটা ব্যবহার করা এতটাই সহজ যে আমি নিজেই অবাক হয়ে গেলাম। কোনো রকম কোড লেখা ছাড়াই, শুধু আমার ওয়েবসাইটের লিংক দিয়ে, কয়েকটা ধাপে আমার নিজের অ্যাপ বানিয়ে ফেলতে পারলাম।
প্রথমে ওদের সাইটে গিয়ে 'Create App' অপশন সিলেক্ট করলাম। তারপর ওয়েবসাইট URL, অ্যাপের নাম, কিছু ডিজাইন অপশন, আইকন এসব দিয়ে ফর্ম ফিলআপ করলাম। কয়েক মিনিটের মধ্যেই আমার অ্যাপ তৈরি হয়ে গেল। ডাউনলোড করে মোবাইলে চালিয়ে দেখলাম—আমার ওয়েবসাইট এখন একটা অ্যাপ হয়ে গিয়েছে!
সেই অনুভূতি সত্যিই ভাষায় বোঝানো কঠিন—যেন নিজের হাতে কিছু গড়ে তোলার আনন্দ।
আমার খুব ভালো লেগেছে যে এটি একদম ফ্রি। কোনো টাকা খরচ করতে হয়নি, কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশন ঝামেলা নেই—একদম সহজে, সাধারণভাবে করা যায়।
এমনকি যদি চাই, আমি এখন এই অ্যাপটিকে Google Play Store-এও প্রকাশ করতে পারব। তখন আরও বেশি মানুষের কাছে সহজে পৌঁছে যাবে আমার কাজ।
আজ আমি অনুভব করলাম, একটু খোঁজ করলে এখন অনেক জিনিসই নিজের মতো করে শেখা ও বানানো সম্ভব। আগে যেসব কাজ শুধু প্রোগ্রামারদের জন্য সীমাবদ্ধ ছিল, এখন সেগুলো সাধারণ মানুষের হাতের নাগালেই চলে এসেছে।
এই অভিজ্ঞতা আমাকে নতুনভাবে সাহস দিয়েছে। এখন আমি জানি, শুধু ওয়েবসাইট বানিয়ে থেমে থাকতে হবে না—প্রয়োজনে নিজেই সেটাকে অ্যাপে রূপ দিতে পারব, সেটাও খুব সহজে। প্রযুক্তি এখন আমাদের জন্য, আমাদের হাতের মুঠোয়।
আজকের এই ছোট্ট অর্জন হয়তো অনেকের কাছে কিছু না, কিন্তু আমার কাছে এটা বড়। কারণ এই অর্জনের মধ্যে লুকিয়ে আছে একটা আত্মবিশ্বাস—"আমি পারি" এই কথাটা। আর সেই সাহসই হয়তো আগামী দিনে আরও নতুন কিছু করার অনুপ্রেরণা হয়ে থাকবে।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অভিনন্দন ভাই। জেনে ভালো লাগলো। আপনার ওয়েবসাইট কি নিয়ে জানার আগ্রহ জন্মেছে।
দারুন খুশির সংবাদ । পারবো না পারবো না চিন্তার মাঝেও আপনি অসাধ্য সাধন করে ফেলেছেন।অভিনন্দন জানাচ্ছি আপনাকে।আশা করছি আপনার এই অ্যাপ সম্পর্কে আগামী কোনো পোস্টে আরো বিস্তারিত জানতে পারবো।
তাহলে তো বেশ ভালো হবে ভাই। আমরাও তাহলে অ্যাপটা ইউজ করতে পারবো। যাইহোক অভিনন্দন জানাচ্ছি ভাই। আসলে মানুষ মন থেকে চাইলে,অনেক কিছুই করতে পারে। তবে অবশ্যই লেগে থাকতে হয়। এতো চমৎকার একটি সংবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।