PUSS Staking. সাপ্তাহ - ১৮
আজ- ২৫শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল|
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি: ক্যানভা অ্যাপস এর মাধ্যমে বানানো হয়েছে ।
কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন , আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে PUSS হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি নিজস্ব টোকেন। এই টোকেন টি, শুধুমাত্র একটি মিম টোকেন ই নয় , এটাকে একটি ইউটিলিটি টোকেন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি । আর এই টোকেন টি ভবিষ্যতে যেহেতু ভালো একটা অবস্থানে যাওয়ার খুব বেশি সম্ভাবনা আছে । তাই আমি সিদ্ধান্ত নিয়েছি । প্রতি সপ্তাহে ১০০ টি আর এক্স এ সহপরিমাণ PUSS স্টেকিং করব ।
এই উদ্দেশ্যে , ১৮তম বারের মতো এই সপ্তাহে , ১০০ TRX সম্পরিমাণ PUSS স্টেকিং শুরু করছি । PUSS স্ট্যাকিংয়ের জন্য আমি ট্রানলিংক ওয়ালেট টি ইউজ করছি । প্রথমের টান লিঙ্ক ওয়ালেটে টিআরএক্স এনে , মার্কেটসে গিয়ে , টিআরএক্স দিয়ে পোস্ট কিনে নিয়েছে । আমার আগে PUSS এর পরিমাণ ছিল ৫৬,৮৯১ । মার্কেট থেকে) ১০০ TRX সমপরিমাণ PUSS কেনার পর এখন PUSS এর পরিমাণ হলো ৫৯২৯০। নিচে আমি পোস্টিং এর ধাপগুলো দিলাম। আর টার্গেট , ২০২৬ সালের মধ্যে এক লক্ষ puss staking করা ।
ধাপ :-০১
আমার TRX Wallet Address এর স্ক্রিনশট।
ধাপ :-০২
আমার টিআরএক্স ওয়ালেট এড্রেসে , পূর্বের জমাকৃত PUSS এর পরিমাণ ৫৬,৮৯১ ।
ধাপ :-০৩
১০০ টি আরএক্স এর সমপরিমাণ PUSS মার্কেট থেকে কিনলাম ।
ধাপ :-০৪
১০০ টি আরএক্স এর PUSS কেনার পর বর্তমানে ওয়লেটে puss হলো ৫৯,২৯০ ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি পড়ার জন্য।


250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

VOTE @bangla.witness as witness

OR
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
বাহ্! আপনি তো দেখছি বরাবরের মতো এই সপ্তাহেও পুস কয়েন স্টেকিং করেছেন এবং এতে করে আপনি সর্বমোট ৫৯,২৯০+ পুস কয়েন স্টেকিং করে ফেললেন ভাই। আশা করি এই বছর আপনি অবশ্যই ১ লক্ষ পুস স্টেকিং করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।