লোডশেডিং।
আজ - ২৫ই, বৈশাখ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল  | 
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

ছবি এখান হতে নেওয়া হয়েছে।
যাইহোক সবকিছু মানা গেলেও গরমে লোডশেডিং এ বিষয়টি কেন জানি মেনে নেওয়া একেবারে যাচ্ছে না। আমার জীবনে বিরক্তিকর বিরক্তিকর বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে এই লোডশেডিং। রাতেও খুব একটা ঘুম হয়নি শুধুমাত্র লোডশেডিং এর কারণে। সারারাত ধরে মনে হয় ছয় থেকে সাত বার লোডশেডিং হয়েছে। যত গরম বাড়ে ততই যেন লোডশেডিং বাড়ে। আর বাসায় যেহেতু আইপিএস নেই তাই লোডশেডিং হলে খুবই বিরক্তিকর লাগে।
সকালে ঘুম থেকে উঠে দেখলাম দুইবার ইলেকট্রিসিটি গিয়েছে তার মধ্যে শেষবার যে ইলেকট্রিসিটি গিয়েছে এখনো আসার কোন নাম নেই । এদিকে ইলেকট্রিসিটি চলে গেলে যে শুধুমাত্র গরমে অস্বস্তিকর লাগে তা কিন্তু নয় আরো অনেকগুলো বিষয় সমস্যায় পড়তে হয়। তার মধ্যে বড় একটি সমস্যা হচ্ছে ওয়াইফাই চলে যাওয়া। ঘন্টার পর ঘন্টা গরমের মধ্যে থাকে গেল ও আমার পক্ষে ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলা প্রায় অসম্ভব। কেননা আমার উপর বাংলা ওয়েডনেস সহ আরো কিছু ওয়েবসাইটের দায়িত্বে রয়েছে। তাই কিছুক্ষণ পরপর সেগুলো চেক করতে হয় আর ইন্টারনেট ছাড়া তো সেগুলো সম্ভব না। তবে আমি সবসময় আমার মোবাইলে ডাটা কিনে রাখা হয়। তবে ল্যাপটপে কাজ করা যায় না ওয়াইফাই ছাড়া।
যদিও কিছুদিন আগে পর্যন্ত আমার বাসায় ছোট্ট একটি মিনি ইউপিএস ছিল শুধুমাত্র ওয়াইফাই চালানোর জন্য। তবে মাসখানেক আগে ইউ পি এস টি নষ্ট হয়ে গিয়েছে। যদিও এটি নষ্ট হওয়ার পিছনে আমারই ছোট্ট একটা ভুল। এডাপ্টারের কারণে এ ইউ পি এস টি বেশিদিন স্থায়ী হয়নি যাইহোক সেসব কথা। এখন যেহেতু সেই ইউ পি এস টি নষ্ট হয়ে গিয়েছে তাই লোডশেডিং হওয়ার সাথে সাথে নেট কানেকশনও বন্ধ হয়ে যায়।
যাই হোক, লোডশেডিং নিয়ে আলোচনা করতে করতে ছোটবেলার কিছু মজার ঘটনা মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় মনে মনে দোয়া করতাম কখন লোডশেডিং হবে কেননা লোডশেডিং মানেই পড়ালেখা ছুটি। এছাড়া লোডশেডিং নিয়ে কিছু কোইনসিডেন্স রয়েছে যেমন ধরেন টিভিতে আমার কোন প্রিয় শো দেখছি। খুব মনোযোগ দিয়ে সেটি দেখছি কিন্তু হঠাৎ করে কোন এক বিশেষ মুহূর্তে কিংবা মুভিতে কোন এক ভিলেন চলে আসে ঠিক সে মুহূর্তেই লোডশেডিং হলো আর সঙ্গে সঙ্গেই টিভিটি বন্ধ হয়ে গেল। তখন মনে মনে ভাবতে থাকি ওই অপয়াটা এসেছে বলে কারেন্টটা চলে গিয়েছে। এরপর ধরুন কেউ রুমে ঢুকেছে আর সে মুহূর্তে লোডশেডিং হলো তখন আমরা মনে করতাম তার আসার কারণে লোডশেডিং টা হয়েছে। এভাবে কত শত আবোল তাবোল ভাবনা হতো মনের মাঝে এই লোডশেডিং টা কে ঘিরে।
তবে এখন জীবনে সেই ছোট্টবেলার লোডশেডিং আর ফিরে আসে না। জীবনের এই বয়সে এসে লোডশেডিং টাকে বিরক্তি করার অসহ্য একটি বিষয় ছাড়া কিছুই মনে হয় না।
যাই হোক আজ এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দিন অন্য কোন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি  পড়ার জন্য।  


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP | 
 
VOTE @bangla.witness as witness

OR

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাই গরমের তীব্রতা তো মুখে বলার মত নেই একদম। অসহনীয় বলা যায়। তবে আমাদের এদিকে অতটা লোড শেডিং হচ্ছে না। দিনে দুই একবার। বড় জোড় ত্রিশ মিনিট। অনেকটাই নরমাল লাগছে আপাতত। জানিনা কয়দিন পর কি অপেক্ষা করছে।
এই মজা টা আমরাও প্রচুর নিতাম। সত্যি খুব মজার ছিল শৈশবের এই দিনগুলো।
ভাইয়া, এমনিতেই আমরা প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তারপরে লোডশেডিং এর সমস্যার কারণে আমাদের জনজীবনে বিরাট আকারে দুর্ভোগ নেমে এসেছে। আসলে ভাইয়া এটা সত্য যে, লোডশেডিং এর সমস্যাটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু কিছু করারও নেই। বর্তমানে আমাদের মেহেরপুরের গ্রাম অঞ্চলে সব রাতদিন 24 ঘন্টার মধ্যে ১০ ঘণ্টাও কারেন্ট থাকছে না। ভাইয়া, লেখা পড়া করার ভয়ে ছোটবেলায় লোডশেডিং এর কামনা করা আপনার মতো আমাদের জীবনেও একটি মধুর স্মৃতি আছে। যাহোক ভাইয়া, অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
হাই @moh.arif, আমি বাংলায় লেখার চেষ্টা করব এবং আশা করি এটি ভাল হবে, এবং আমি আপনাকে বিরক্ত করলে দুঃখিত।
আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, আমার ক্ষেত্রে আমি ভেনেজুয়েলায় থাকি, জুলিয়া রাজ্যে এবং আমি যে শহরে থাকি সেখানে তাদের এক সপ্তাহ থাকে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস এবং গরম পরিস্থিতি নরক, এবং যদি আমরা এটি যোগ করি যে আমাদের বিদ্যুৎ বিভ্রাট রয়েছে এবং আমরা এয়ার কন্ডিশনার চালু করতে পারি না পরিস্থিতি অসহনীয়।
অবশ্যই আমাদের অবশ্যই যেকোনো কিছুর উপরে, শান্ত হতে হবে কারণ আমরা রাগ করার মতো কিছু করি না কারণ এটি আমাদের মানসিক স্বাস্থ্যকে হ্রাস করে।
PS, এখানে একটি টিপ: আপনি যদি @Project.Hope-এর বন্ধুদের একটি প্রতিনিধি দলের সাথে সমর্থন করতে চান [প্রতি সপ্তাহে 100% ডিভিডেন্ড প্রদান করেন], তারা সম্প্রতি আপলোড করা পোস্টে আরও জানুন: https://steemit. com/hive -175254/@project.hope/why-you-should-consider-supporting-project-hope-with-delegation-100-dividents-payout
যেমনি গরম,তেমনি লোডশেডিং।শীতকালে লোডশেডিং দেখায় যায়না।কিছুদিন তাপমাত্রা একটু অনুকূলে এলেও পুনরায় আবার আগের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করছে।লোডশেডিং এই ভয়াবহ সময়ে আসলেই দুর্ভোগ বয়ে আনছে জনজীবনে।আপনি বেশ ভালো লিখেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।