এলোমেলো ফটোগ্রাফি ।
আজ - ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, বর্ষাকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
Device : oneplus 9r
Taken on : 2025
সাদা রঙের এই ফুলটিকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি ফুল!! এটা হচ্ছে পেয়ারার ফুল, দারুন সুন্দর ঘ্রাণ হচ্ছিল হয় ফুলটি থেকে ।

Device : oneplus 9r
Taken on : 2025
মেঘলা আকাশের নিচে সব গাছ থেকে উপরে এই হলুদ রঙের ফুলটি হচ্ছে ঝিঙে ফুল। আপনার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ফুলের গায়ে অসংখ্য পিঁপড়া। যদি ও এই পিপড়া গুলো বৃষ্টির সাথে সাথে ধুয়ে মুছে যাবে।

Device : oneplus 9r
Taken on : 2025
নীল আকাশের নিচে এই পাতাটি হচ্ছে মেহেন্দিপাতা। এখন যেহেতু বর্ষাকাল তাই ডালে ডালে প্রচুর পাতা গজিয়েছে আর দেখতে খুব সুন্দর লাগে।

অযত্নে বেড়ে ওঠা ছোট্ট একটি ফুল গাছে অসংখ্য ফুলে ভরে আছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে এ গোলাপি রঙের নয়নতারা ফুলটি দেখতে সত্যিই খুব অসাধারণ লাগে।
Device : oneplus 9r
Taken on : 2025

Device : oneplus 9r
Taken on : 2025
ডালিম গাছের ফুলের কলি এটি। একেবারে লাল রংয়ের এই ছোট্ট ছোট্ট কলি গুলো দেখতে খুবই ভালো লাগে।

Device : oneplus 9r
Taken on : 2025
ছাদ বাগানে শখের গাছগুলোতে যখন এরকম ভাবে ডালিম ধরে থাকে তখন দেখতে কার না ভালো লাগে বলুন। ছোট্ট একটি টপের গাছে অসংখ্য ডালিম ধরে আছে। যদিও এখনো সেগুলো পরিপক্ষ হয়ে ওঠেনি।

Device : oneplus 9r
Taken on : 2025
লাল রঙের কাঁচামরিচ ধরে থাকতে দেখে যে কারো দূরের দৃষ্টি আকর্ষণ করবে।
সকলকে ধন্যবাদ ।

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR








আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আকাশসহ তোলা ফটোগ্রাফি গুলো দেখতে বিশেষ করে ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটি ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। মানতে হবে আপনার ফটোগ্রাফি দক্ষতা অনেক ভালো।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। নয়নতারা ফুল এবং ডালিমের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নীল আকাশ টা বেশ সুন্দর লাগছে। বেশ দারুণ ছিল এটার ফটোগ্রাফি। নয়নতারা ফুলটার ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল। ডালিমের ফটোগ্রাফি টাও সুন্দর করেছেন ভাই। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।