আমার তোলা কিছু ফটোগ্রাফি ।

in আমার বাংলা ব্লগ5 months ago

আজ - ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে আমার তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করব।



কেমন আছেন সবাই আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অসহ্য গরম যেন জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। এই উষ্ণতা যেন সত্যি সহ্য করাটা অনেক কঠিন হয়ে পড়ছে সকলের জন্য। এ সময়টাতে বৃষ্টির খুবই প্রয়োজন। একমাত্র প্রকৃতিই পারে প্রকৃতিকে শীতল করতে। আশা করছি খুব শীঘ্রই প্রকৃতির শীতল হয়ে ওঠবে। আজকে কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বলে ফটোগ্রাফি গুলো শেয়ার করা যায়।

...

1000058950.jpg


Device : oneplus 9r
Taken on : 2025

চর অঞ্চলের ফটোগ্রাফি এটি । এই ফটোগ্রাফিটি একটু খেয়াল করলেই দেখতে পারবেন একটি আকাশ অথচ কত রঙে না বিস্তৃত সেটি। আকাশে কোন দিকটা কমলা, কোন দিকটা নীল আবার কোন দিকটা ধূসর রংয়ের ।


1000058951.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

দূরের ওই নারকেল গাছগুলোর সাথে পুকুর, সাথে রয়েছে সবুজ ছোট ছোট ঘাস সব মিলিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন যে কারো মন ভাল করে দিতে যথেষ্ট।


1000058953.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

বিশাল বড় গাছের গোড়ায় ছোট্ট একটি কচি ডাল। বর্ষার পানিতে বেশ সতেজ হয়ে আছে এই কচি ডালটি।


1000058952.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

ভোরের সূর্য,,, এ যেন এক প্রশান্তিময় দৃশ্য। বড় বড় গাছের ফাঁকে সবে মাত্র উদয় হওয়া এই সূর্যটি দেখতে দারুন লাগে।


1000058954.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

দেখতে কিছুটা পুইশাকের মতো হলেও এটা আসলে পুঁইশাক নয়। এটি মূলত নাগা মরিচের চারা।


1000058504.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

বড় ফলগুলোর তালিকায় কাঁঠাল সবার শীর্ষে। অন্যান্য ফলগুলো গাছের আগায় ধরলেও কাঁঠাল কিন্তু গাছের ডাল থেকেই ধরে। যার কারণে এটি হাতের নাগালে থাকে।


1000058989.jpg



Device : oneplus 9r
Taken on : 2025

ডালিম ফুল এটি। সবুজ পাতার মাঝে লাল রঙে ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয়।




Device : oneplus 9r
Taken on : 2025

ছোট্ট একটি গাছে বেশ অনেকগুলো মাল্টা ধরে আছে আর এটি দেখতে দারুণ লাগে।

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 5 months ago 

আরে বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন আপনার ফটোগ্ৰাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে।ডালিম ফুল এবং মাল্টার ফটোগ্ৰাফিটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সর্বোপরি ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 5 months ago 

আসলেই ভাই প্রচুর গরম পড়েছে। এমন অসহ্যকর গরমের কারণে কিছুই ভালো লাগে না। টানা কয়েকদিন বৃষ্টি হলে শান্তি পেতাম। যাইহোক চর অঞ্চলের ফটোগ্রাফিটা জাস্ট অসাধারণ হয়েছে ভাই। তাছাড়া বাকি ফটোগ্রাফি গুলোও দারুণ হয়েছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

চর অঞ্চলের ফটোগ্রাফি টা বেশ দারুণ ছিল ভাই। নারিকেল গাছের সারি এবং পুকুরের ফটোগ্রাফি টাও বেশ দারুণ করেছেন আপনি। অন‍্যান‍্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.31
JST 0.031
BTC 106601.18
ETH 3832.91
USDT 1.00
SBD 0.58