ফ্রুট কাটিং।
আজ - ২১শে আশ্বিন, |১৪৩১ বঙ্গাব্দ, | শরৎকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
প্রয়োজনীয় উপকরণঃ
- অরেঞ্জ ।
- লবঙ্গ ।
- ধারালো ছুড়ি ।
- কাঠি।
কেমন আছেন সকলে? আশা করছি ভাল আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটু ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রতিদিন তো জেনারেল রাইটিং, রেসিপি কিংবা ফটোগ্রাফি পোস্ট করা হয় তবে আজ ভাবলাম একটু কিছু মজার ছলে করা যাক। তো যেই ভাবা সেই কাজ। ফেসবুকে কিংবা ইউটিউবে মাঝে মাঝে কিছু ফ্রুট কাটিং চোখে পড়ে যেগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে। আর কয়েকদিন আগে এই ফ্রুট কাটিংটি চোখে পড়লো তাই ভাবলাম একটু ট্রাই করা যাক। যদি ও একেবারে পারফেক্টলি হয়নি তারপর ও কিন্তু বেশ ইনজয় করেছি এই ফ্রুট কাটিং টি তৈরি করতে গিয়ে। তবে আমার মনে হয় ধারালো ছুড়ি দিয়ে করলে দেখতে আরো বেশি ভালো হতো।
প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে অরেঞ্জ টিকে ভালোভাবে ধুয়ে নেব।
ধাপ-২ঃ
এরপর অরেঞ্জটিকে দুই পাশ থেকে কেটে নিব।
ধাপ-৩ঃ
এরপর অরেঞ্জ এর ভিতরের অংশটিকে কেটে নিব।
ধাপ-৪ঃ
এরপর নিছে দেখানো ছবির মত করে দুটি কান তৈরি করে নিব।
ধাপ-৫ঃ
এরপর চোখ বসিয়ে দিয়েছে।
ধাপ-৬ঃ
ধাপ-৭ঃ
এরপর একটি কাঠি দিয়ে নিচে দেখানো ছবির মত করে একটি ছাতা তৈরি করে নিয়েছি।
ধাপ-৮ঃ
সকলকে ধন্যবাদ।
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
কী দারুণ দেখতে হয়েছে দাদা। শীত কাল এলে আমিও করব এমন। মেয়ে খুশি হবে দেখে। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর জিনিসটা শেখালেন বলে।
ইউটিউবে বিভিন্ন ধরনের ফ্রুট কাটিং ডিজাইন গুলো দেখতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক এভাবে ফ্রুট কেটে আমিও অনেক দিন আগে ফ্রুট কাটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আপনিও খুব সুন্দর ভাবে ফ্রুট কাটিং ডিজাইন করেছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ইউটিউবে সত্যিই অসাধারণ কিছু ফ্রুট কাটিং দেয় যেগুলো দেখে অনেক ভালো লাগে।আপনি অসাধারণ একটি ফ্রুট কাটিং আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনার ডিজাইনটি ভাই অনেক সুন্দর ছিল।ধন্যবাদ ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এরকম ভাবে ফ্রুট কাটিং করলে অনেক সুন্দর লাগে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি খুব কিউট লাগছে। এই ফ্রুট কাটিং ডিজাইন টা দেখে আমি সত্যি অনেক বেশি মুগ্ধ হলাম। টেবিলের মধ্যে এগুলো সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। অসম্ভব দারুন ছিল পুরোটা।
ওয়াও ফুড কাটিং দেখে মুগ্ধ হয়ে গেলাম ।ইউটিউবে অনেক ফুড কাটিং দেখেছি কিন্তু কোনদিন তৈরি করিনি ।আপনি অনেক সহজ পদ্ধতিতে আমাদের মাঝে কমলা দিয়ে ছাতা ও কাটুমের দৃশ্য তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুড কাটিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ইউটিউবে এই ধরনের ফ্রুট কাটিং ডিজাইন দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে। যদিও সেভাবে কখনও করা হয়নি। তবে আপনি কিন্তু দারুণ ফ্রুট কাটিং ডিজাইন করেছেন। কমলা দিয়ে এই ডিজাইন খুব সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
বাহ চমৎকার তো। বেশ লাগছে কিন্তু দেখতে। ভাই দেখছি শৈল্পিক হয়ে গিয়েছেন। শৈল্পিক কাজে দেখছি আপনার বেশ প্রতিভা আছে। ফ্রুট কাটিং টা বেশ করেছেন আপনি। খুবই সুন্দর লাগছে দেখতে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ওয়াও কিউট একটি ফ্রুট কাটিং ডিজাইন শেয়ার করেছেন আপনি ভাইয়া।দেখতে অসাধারণ লাগছে জাস্ট।আজকাল সোশাল মিডিয়া তে এধরনের ফ্রুট কাটিং ডিজাইন দেখতে পাওয়া যায়।একদিন ট্রাই করব এধরনের ফ্রুট কাটিং গুলো,ধন্যবাদ আপনাকে।