তুমি কখনো কি নিজের কথাগুলো শুনেছো কতটা আঘাত করে কথা বলো আমার সাথে?
আজ- ১৮ ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল  ।    
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
কথা মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটি দিয়ে যেমন মানুষ ভালোবাসা, সম্মান আর মমতা বিলাতে পারে, তেমনি একই কথা দিয়ে কাউকে ভেঙেও দিতে পারে। আমরা প্রায়ই ভেবে দেখি না, আমাদের বলা প্রতিটি শব্দ কেমনভাবে অন্যের মনে গিয়ে আঘাত করে। বিশেষ করে যখন কাছের মানুষ কথা বলে, তখন সেই কথার প্রভাব আরও বেশি হয়। কারণ আমরা যাদের আপন মনে করি, তাদের কাছ থেকেই সবচেয়ে বেশি আশার আলো খুঁজি।
তুমি কখনো কি ভেবে দেখেছো, তোমার বলা কথাগুলো আমাকে কতটা কষ্ট দেয়? হয়তো তুমি ইচ্ছে করে তা বলো না, হয়তো মনে করো কথাগুলো স্বাভাবিক, কিন্তু আমার ভেতরে সেগুলো পাহাড়ের মতো ভারী হয়ে জমে থাকে। তোমার প্রতিটি কঠিন শব্দ আমার মনে এমনভাবে আঘাত করে, যেন কারও দেওয়া ক্ষত। আর সেই ক্ষত সহজে সারে না, বরং প্রতিদিন মনে করিয়ে দেয়—আমি তোমার কাছে কতটা ছোট হয়ে যাই।
কথার আঘাত শারীরিক আঘাতের চেয়ে অনেক বেশি গভীর। শরীরের ক্ষত সময়ের সঙ্গে মুছে যায়, কিন্তু কথার ক্ষত হৃদয়ে থেকে যায়। আমরা যতই ভুলতে চাই না কেন, প্রিয় মানুষ যখন কঠিন কিছু বলে ফেলে, সেটি হৃদয়ের ভেতরে গেঁথে যায়। আমি বারবার নিজেকে বলি, হয়তো তুমি তা ইচ্ছে করে বলোনি। কিন্তু তবুও কেন যেন মনে হয়—তুমি বুঝতে চাইলে বুঝতে পারতে, একটু থেমে গেলে হয়তো আমি এই আঘাত পেতাম না।
ভালোবাসার সম্পর্কে সবচেয়ে বেশি প্রয়োজন বোঝাপড়া আর কোমলতা। সম্পর্ক টিকে থাকে কেবল ভালোবাসায় নয়, কথার ভদ্রতা, সম্মান আর নরম আচরণে। তুমি যখন আমার সাথে কঠিন স্বরে কথা বলো, তখন শুধু আমার মন ভাঙে না, বরং আমাদের সম্পর্কের ভেতরেও ফাটল ধরে। হয়তো তুমি ভাবো আমি অভিমান করছি, কিন্তু আসলে আমি আহত হচ্ছি। কারণ ভালোবাসা মানে কষ্ট দেওয়া নয়, বরং একে অপরকে বোঝা আর আগলে রাখা।
অনেক সময় নীরবতাও অনেক কিছু বলে দেয়। আমি নীরব থাকি কারণ আমি ঝগড়া চাই না, আমি আঘাত ফিরিয়ে দিতে চাই না। কিন্তু তুমি কি ভেবে দেখেছো, আমার এই নীরবতার পেছনে কতটা অশ্রু জমে থাকে? আমি চাইতাম তুমি একবার জিজ্ঞেস করো—“তুমি কষ্ট পেয়েছো?” কিন্তু তুমি তা বোঝার চেষ্টা না করে হয়তো আবারও কঠিন কিছু বলে ফেলো। তখন আমি আরও ভেতরে ভেঙে পড়ি।
প্রতিটি মানুষই কিছুটা কোমলতা, কিছুটা সম্মান আর কিছুটা মমতা আশা করে। বিশেষ করে যখন আমরা সম্পর্কের ভেতরে থাকি, তখন কথার গুরুত্ব আরও বেড়ে যায়। কারণ বাইরের দুনিয়ায় হয়তো আমরা অনেক কঠিন কথা শুনি, অনেক অবহেলা পাই। কিন্তু কাছের মানুষের কাছ থেকে আমরা আশ্রয় চাই, শান্তি চাই। অথচ সেই কাছের মানুষই যদি আঘাত দেয়, তবে সেই কষ্ট আর কোথায় গিয়ে বলা যায়?
তুমি যদি একবার নিজের কথাগুলো শোনো, তবে বুঝতে পারবে এগুলো কতটা তীব্রভাবে আমাকে আঘাত করছে। হয়তো তোমার কাছে এটি সাধারণ, কিন্তু আমার কাছে এটি ঝড়ের মতো। আমি চাই তুমি বোঝো—ভালোবাসা মানে কেবল পাশে থাকা নয়, বরং প্রতিটি কথায় যত্নশীল হওয়া।
কথা খুব সহজে বলা যায়, কিন্তু তার প্রভাব অজস্র দিন ধরে থেকে যায়। একটি ভালো কথা কাউকে নতুন করে বাঁচার সাহস দিতে পারে, আবার একটি খারাপ কথা কাউকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। তাই বলা হয়—ভালোবাসা টিকে থাকে শুধু কাজের মধ্যে নয়, কথার মধ্যেও।
আমি চাই তুমি তোমার কথাগুলো একবার ভেবে দেখো। বুঝতে চেষ্টা করো, এগুলো আমার ভেতরে কেমন ক্ষত তৈরি করছে। আমি চাই না তুমি বদলে যাও, আমি চাই না তুমি অন্য কেউ হও। আমি শুধু চাই, তুমি তোমার কথায় একটু কোমলতা আনো। কারণ তোমার কথা আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সত্য। তুমি যদি নরমভাবে বলো, তবে আমি নতুন করে শক্তি পাই। আর তুমি যদি কঠিনভাবে বলো, তবে আমি ভেঙে পড়ি।
তুমি কি কখনো নিজের কথাগুলো শুনেছো? যদি শুনতে তাহলে হয়তো বুঝতে পারতে—কতটা আঘাত দিচ্ছো তুমি আমাকে। আমি তোমাকে দোষ দিচ্ছি না, আমি শুধু চাই তুমি বোঝো। কারণ আমি জানি, তোমার ভেতরে ভালোবাসা আছে, যত্ন আছে, শুধু প্রয়োজন তা প্রকাশ করার সঠিক ভঙ্গি।
ভালোবাসা কখনোই কষ্ট দেওয়ার নাম নয়। ভালোবাসা মানে একে অপরকে শক্তি দেওয়া, আগলে রাখা আর শ্রদ্ধা করা। আমি আশা করি তুমি একদিন নিজেই বুঝবে—কথার আঘাতও তীরের মতো হতে পারে। আর যখন বুঝবে, তখন আর আমাকে কষ্ট দেবে না। বরং তোমার প্রতিটি কথায় আমি খুঁজে পাবো ভালোবাসা, শান্তি আর নিরাপত্তা।
সকলকে ধন্যবাদ অনুচ্ছেদ টি  পড়ার জন্য।  


| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP | 
 
VOTE @bangla.witness as witness

OR



This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
যথেষ্ট বুঝার বুঝে নিলাম ভাই আপনার পোস্ট পড়ে। তবে আপনার ছোট হয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে জীবনে কক্ষনো কোন ভাবেই অন্যের উপর নির্ভর করে বা অন্যের মাঝে শান্তি খুঁজতে যাবেন না। যদি এটা করতে যান তাহলে জীবনে কতটা ভোগান্তি অশান্তি এবং দুর্বিসহময় সময় কাটাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। নিজেকে ভালবাসতে হবে নিজের অধিকারের মধ্যে নিজেকে নিয়ে সামনের দিকে এগোতে হবে।