১৫ স্টিম পাওয়ার আপ (টার্গেট ডিসেম্বর সিজন থ্রি)।
আজ - ২৪ই, ফাল্গুন |১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

কেমন আছেন সকলে, আশা করি ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি সপ্তাহের মত আজও আমি চলে এসেছি নতুন আরো একটি পাওয়ার আপ নিয়ে। আমি নির্দিষ্ট একটি লক্ষ্য স্থির রেখে প্রতিনিয়ত পাওয়ার আপের মাধ্যমে এগিয়ে যাচ্ছি।







আমাদের প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট একটি লক্ষ্য স্থির করা প্রয়োজন। লক্ষ্য ছাড়া কখনো স্বপ্ন পূরণ সম্ভব নয়। ইতিমধ্যেই আমি আমার একটি লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছি। তবে আমি আমার একটি লক্ষ্য পূরণ করার পর বসে না থেকে আরো একটি নতুন লক্ষ্য স্থির করে নিয়েছি। এবং তা পূরণে অগ্রসর হচ্ছি। যাই হোক -
আমার একাউন্টে পাওয়ার আপ করার আগে এসপির পরিমাণ ছিল ৭৩,২৩২। আজ ১৫ স্টিম পাওয়ার আপ করার পর একাউন্টের বর্তমানে মোট এসপির পরিমাণ হচ্ছে ৭৩,২৪৭। আমার টার্গেট ডিসেম্বর মাসের মধ্যে ১,০০,০০০ এসপি করার আর সে লক্ষ্য পুরন করতে আমার এখনো ২৬,৭৫৩ এসপি বাকি আছে। আমি আশাবাদী সময়ের মধ্যে আমি আমার টার্গেট পূরণ করতে সক্ষম হব।
তো চলুন পাওয়ার আপের ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করি -

- পাওয়ার আপ এর আগে আমার একাউন্টে মোট এসপির পরিমাণ হচ্ছে ৭৩,২৩২।

- ১৫ স্টিম পাওয়ার আপ করলাম।

- ১৫ স্টিম পাওয়ার আপ করার পর আমার একাউন্টে বর্তমানে মোট এসপির পরিমাণ হচ্ছে ৭৩,২৪৭।

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness

OR




Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাইয়া আপনি তো দেখলাম পাওয়ার আপ করে বেশ বড়লোক হয়ে যাচ্ছেন 😉।এতগুলো পাওয়ার দিয়ে কি করবেন,হিহি। সাবধান থাকবেন কিন্তু এতটা পাওয়ারের অধিকারী হয়ে যাচ্ছেন দেখে কেউ না আবার আপনাকে কিডন্যাপ করে নিয়ে যায়। কারণ আপনাকে যদি কিডন্যাপ করে নিয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ ভাবীর কি হবে🤔। যাইহোক পাওয়ার আপ দেখে খুব ভালো লাগছে।
ভাইয়া প্রতিনিয়ত আপনার পাওয়ার আপ দেখে সত্যিই খুব ভাল লাগে।আপনি অনেক পাওয়ারের মালিক হয়ে যাচ্ছেন।যা দেখে খুব বেশি উৎসাহিত হই।অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। এভাবেই আপনার লক্ষ্য পূরন হয়ে যাবে এমনটা ই আশাকরি।
ভাইয়া, আপনি ধীরে ধীরে অনেক এসপির মালিক হয়ে যাচ্ছেন।আপনার ধারাবাহিকতা দেখে আমরা সকলেই অনুপ্রাণিত হই এবং খুবই ভালো লাগে।আশা করি আপনার টার্গেট সময়ের পূর্বে পূরণ হয়ে যাবে।ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।
আমরা সকলেই পাওয়ার বৃদ্ধি করতে অনেক বেশি ভালোবাসি আর পাওয়ার বৃদ্ধির গুরুত্ব সম্পর্কে আমরা সকলেই জানি। সেই ধারাবাহিকতা থেকে প্রতিনিয়ত আমিও অল্প সংখ্যক স্টিম পাওয়ার বৃদ্ধি করে যাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন এই কামনা করি।
ভাইয়া আপনার ১৫ স্টিম পাওয়ার বৃদ্ধির পোস্টটি খুবই ভালো লেগেছে। আমি আশা করি আপনি ডিসেম্বর মাসের মধ্যেই এক লক্ষ স্টিম পাওয়ার বৃদ্ধি করতে সক্ষম হবেন। ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
১৫ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকারভাবে আপনার সক্ষমতা আপনি আরো বৃদ্ধি করে নিলেন ভাইয়া। আপনি যেভাবে নিজের সক্ষমতা বৃদ্ধি করেন তা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। এরই মধ্য দিয়ে আপনি ৭৩২৪৭ স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন।
একাউন্টঃ @moh.arif
পাওয়ার বৃদ্ধিঃ = 0.0204828%