ফুলের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ - ২৬ই, ফাল্গুন, ১৪২৮ , বঙ্গাব্দ | শুক্রবার | বসন্তকাল |


আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।




1646974621774.jpg

বসন্ত এসেছে বেশ অনেকদিন হলো। আর এই বসন্তকে ঘিরে কিছু দিন আগে আমাদের কমিউনিটি তে একটি কনটেস্ট এর আয়োজন করা হয়েছিল আর সে কনটেস্টে সকলের অংশগ্রহণে কমিউনিটি একেবারে ফুলে ফুলে সেজে উঠেছে ছিল। পুরো কমিউনিটির পরিবেশ টা যেন অন্যরকম হয়ে উঠেছিল তখন। আর সকলের মতো আমিও চেষ্টা করেছি ওই কনটেস্ট এ অংশগ্রহণ করার। আর ওই ওই কনটেস্টে অংশগ্রহণ করার পর থেকে আমার কেন যেন ফুলের ফটোগ্রাফির প্রতি একটা ভালোলাগা তৈরি হয়েছে। পৃথিবীর সবথেকে সুন্দরতম জিনিস হচ্ছে ফুল। আর এই ফুলের ফটোগ্রাফি যেভাবে করা হোক না কেন সেভাবেই সুন্দর। আর আমার মত যারা একদমই ভালো ফটোগ্রাফি করতে পারেন না তাদের মনেকে সান্তনা দিতে এই ফুলে ফটোগ্রাফির কোন বিকল্প নেই এই ফটোগ্রাফি না পারার হতাশা থেকে মুক্তি দিতে পারে ফুলের ফটোগ্রাফি। কেননা আগেই বলেছি ফুলে এমনিতেই অনেক সুন্দর আর এটিকে যেভাবেই তোলা হোক না কেন সেভাবেই সুন্দর হবে।

আর আমার ফুলে ফটোগ্রাফির মধ্যে কেমন জানি একটা ভালোলাগা এবং আনন্দ কাজ করে । এখন তো এমন অবস্থা হয়েছে যেখানেই ফুল দেখতে পায় সেখানেই ফটোগ্রাফি করি। যেমন কালকে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজে বাহিরে বের হয়ে ছিলাম কিন্তু যাওয়ার পথে দেখি একজন লোক ভ্যান করে কিছু গাছ বিক্রি করছে তার মধ্যে মাত্র কয়েকটি ফুলের গাছ ছিল। আর এগুলো দেখে ও আমি থমকে গেলাম ফুলের ফটোগ্রাফি করবে বলে। এরপর লোকটি থেকে অনুমতি নিয়ে আমি কিছু ফুলের ফটোগ্রাফি করেছি আর সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি।

এখানে বেশিরভাগ ফুলের নাম আর জানা নেই। এছাড়া ও আমি সাধারণত খুব কম ফুলের নাম জানি।


IMG_20220310_110110-01.jpeg


IMG_20220310_110106-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 9-3- 2022
W3w Location :[https://what3words.com/hems.activates.wool]

অসম্ভব সুন্দর এই ফুলগুলোর দেখতে। আমি প্রথমবারের মতো এই ফুলগুলো দেখেছি। গাঢ় সবুজের মাঝের ছোট্ট নীল ফুল ফুটে আছে দেখতে খুবই সুন্দর লাগছিল। ফুল গুলো দেখতে কিছুটা নীল অপরাজিতা ফুলের মত।


IMG_20220310_110043-01.jpeg


IMG_20220301_164239__01-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 9-3- 2022
W3w Location :[https://what3words.com/hems.activates.wool]

আমাদের সকলের পরিচিত এবং প্রিয় একটি ফুল নয়ন তারা। এই ফুল টা কিছুটা তারার মত দেখতে। সাধারণত পাঁচটা পাপড়ি থাকে। আমার তো এ ফলটি খুবই ভালো লাগে। এ ফুলের বিভিন্ন রং থাকে যেমন লাল , গোলাপি ইত্যাদি। তবে অতি পরিচিত হচ্ছে সাদা এবং গোলাপী রঙের নয়ন তারা। এই ফুলের যদি ও কোন ঘ্রাণ নেই তবে দেখতে খুবই সুন্দর। প্রায় সারা বছরই গাছে এই ফুল ফোটে। আর খুব সহজে বাড়ির ছাদে কিংবা বারান্দায় এ ফুলের গাছ রাখা যায়।


IMG_20220310_110019-01.jpeg


IMG_20220310_110014-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 9-3- 2022
W3w Location :[https://what3words.com/hems.activates.wool]

এই ফুলের প্রকৃত নাম আমার জানা নেই তবে আমাদের এখানে এই সকলের কাছে ক্যাকটাস ফুল নামে পরিচিত। এ ফুলের গাছ গুলো কিছুটা ছোট প্রকৃতি। এবং গুচ্ছ আকারে ফুল ধরে। ফুল গাছে লম্বা লম্বা কাটা থাকে। এবং গাছ গুলো একটু বেঁটে প্রকৃতির হাওয়াই গাছের পাতা খুব কম থাকে।


IMG_20220310_110115-01.jpeg

IMG_20220310_110104-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 9-3- 2022
W3w Location :[https://what3words.com/hems.activates.wool]

এই ফুলের প্রকৃত নাম জানা নেই আমার তবে এটি পাথরকুচি ফুল নামে ও পরিচিত। আমরা তো মোটামুটি সকলেই জানি পাথরকুচি পাতার উপকারিতা। বিভিন্ন হারবাল ওষুধ ও রূপচর্চার ক্ষেত্রে এই পাথরকুচির পাতার ব্যবহার রয়েছে। আসলে এই পাথরকুচি ফুল আমি খুব কমই দেখেছি। এই ফুলগুলো সাধারণত লাল রঙের হয়ে থাকে।


IMG_20220310_110038-01.jpeg



Device : oneplus 9r
Taken on : 9-3- 2022
W3w Location :[https://what3words.com/hems.activates.wool]

এ ফুলের নাম আমার জানা নেই। তবে ফুলগুলো দেখতে খুবই ছোট। এবং ধূসর রংয়ের। আপনাদের মধ্যে কেউ যদি এই ফুলটির নাম জানেন তাহলে দয়া করে আমাকে জানাবেন আমি খুবই খুশি হব।

সকলকে ধন্যবাদ ।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 
ফটোগ্রাফি পোস্টের মধ্যে গ্রামের দৃশ্য এবং ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগে। ফুল ভালোবাসে এমন মানুষের অভাব নাই। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যদি কিছু সংখ্যক মানুষ আছে। যাইহোক, আপনার ফটোগ্রাফি উপভোগ করলাম। সব গুলো ছবি অনেক সুন্দর হয়েছে তবে এর মধ্যে বেশি ভালো লেগেছে নীল রঙের ফুলটি।
 2 years ago 

বসন্ত এলে চারপাশ ফুলে ফুলে ভরে ওঠে। বসন্তের অপরূপ সৌন্দর্য আপনি আপনার ফটোগ্রাফিতে তুলে ধরেছেন ভাইয়া। বিভিন্ন ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ফুলের সৌন্দর্য্য উপভোগ করতে আমাদের সকলেরই অনেক ভালো লাগে। ফুলের অপরূপ সৌন্দর্য আপনি আপনার দক্ষতায় ফটোগ্রাফি করেছেন এবং সকলের মাঝে উপস্থাপন করেছেন। দারুন সব ফুলের ফটোগ্রাফি সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। সেইসাথে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। ❣️❣️❣️

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করতে। আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব রকমের সুন্দর হয়েছে। আপনার পোষ্টের মধ্যে প্রবেশ করার পরে আমার কাছে মনে হচ্ছিল যেন আমি একটি ফুল বাগানের মধ্যে প্রবেশ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও ভাই অসাধারণ আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন, আপনার ফুলের ফটোগ্রাফি দেখে আমার মনটা ভাল হয়ে গেল, আসলে সত্যি বলতে ফুল পবিত্র মানুষের মনকে পবিত্র ও বিকশিত করে তুলে । আপনার পোষ্টের মাধ্যমে অনেক অজানা ফুলের নাম ও বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। শুভেচ্ছা ও শুভকামনা রইল ভাই আপনার জন্য।

 2 years ago 

ফুল হচ্ছে ভালোবাসার নিদর্শন। আর ভালোবাসার জিনিস গুলো সব সময় আনন্দই দেয়। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের আলোকচিত্রে আমার কাছে অসাধারণ লেগেছে ভাই। অনেক জানা এবং অজানা ফুলের ফটোগ্রাফি করে সেগুলো সম্পর্কে বেশ ভালই তথ্য দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই ফুল হলো সৌন্দর্যের প্রতীক। বসন্ত ঋতু প্রকৃতিকে ফুলের সৌন্দর্যতে ভরিয়ে দেয়। যার ফলে প্রকৃতি তার সবচেয়ে সৌন্দর্যময় রূপ বসন্ত ঋতুতে পায়। আপনার শেয়ার করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুন্দর ছবিগুলো দেখে চোখ এবং মন দুটোই ভরে গেল। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই পাথরকুচি ফুলটার চারা কয়েকদিন আগে কিনলাম আমি।দেখতে বেশ সুন্দর লাগে,ছোট ছোট ফুল।
ফটোগ্রাফী গুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া।

 2 years ago 

এই পৃথিবীটা যদি ফুলে ফুলে ভরে যেত ফুলের সৌন্দর্য ফুলের সুবাসে মেতে উঠতো মানুষের হৃদয় তাহলে কতই না সুন্দর হতো। সত্যিই ভাই আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সামনে আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আশা করছি আমরা।

 2 years ago 

ভাইয়া আপনার তোলা বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফুলেরও ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি সম্পর্কে বেশ সুন্দর কথা বলেছেন যা আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ফুল এর কনটেস্ট জয়েন করার পর থেকে আমারও ফুলের ফটোগ্রাফির প্রতি অনেক ভালোলাগা তৈরি হয়েছে। তাছাড়াও ফুল সবারই পছন্দের। আপনি আজকে কয়েকটা অসাধারণ ফুলের ফটোগ্রাফি করেছেন। পাথরকুচি নামের ফুল গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ফুলের কালারটা একদম ফুটে উঠেছে। আমাদের মাঝে এত অসাধারন কিছু ফটোগ্রাফি নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74