বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমষ্কার।
আসা করি সবাই খুব ভালো আছেন।আমিও ভালো আছি।
আমার আজকের ব্লগটি হল দূর্গা পূজা নিয়ে।দূর্গা পূজা হল বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব।এই পূজা পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয়। এই পাঁচটা দিনের জন্য তিনশো ষাট দিন বাঙ্গালীরা অপেক্ষায় থাকে।সে এক অন্য রকম অনুভূতি।এই পাঁচ দিন কে কি পরবে,কি কি খাবে তাই নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়ে যায় মহালয়ার আগে থেকেই।
আমারও এই রকম কিছু জল্পনা কল্পনা তুলে ধরতে চলেছি আপনাদের সামনে।
20221002_195752.jpg

20221002_194449.jpg
পূজো মানেই প্রচুর মজা।আমিও প্রচুর মজা করেছি।এই বছর আমি একটি নাম করা বড় থিমের ঠাকুর দেখেছি।সেটি হল কল্যাণীর টুইন টাওয়ার।প্রচুর লাইন ঠেলে তিন ঘন্টা ধরে দাঁড়িয়ে তবে প্রতিমা দর্শণ করতে পেরেছি।খুবই সুন্দর ঝাঁ চকচকে পুজো মন্ডপ।এই মন্ডপ দেখার জন্য দুটো ট্রেন পরিবর্তন করেতে হয়েছে।যাইহোক প্রতিমা দর্শণ করার পর সব ক্লান্তি দূর হয়ে শান্তি ফিরে এলো।
IMG-20221017-WA0060.jpg

IMG-20221017-WA0058.jpg

IMG-20221017-WA0056.jpg
IMG-20221012-WA0018.jpg

IMG-20221012-WA0019.jpg

IMG-20221017-WA0078.jpg
Screenshot_20221018-005706_Photos.jpg

এছাড়াও কিছু ছোটোখাটো প্রতিমা দর্শণ করেছি। সেগুলো ও খুবই সন্দর।
সবমিলিয়ে দূর্গা পূজো খুবই মজা করে কাটিয়েছি।

Sort:  
 2 years ago 

একদম ঠিক কথা বলেছেন এই পাঁচটা দিনের জন্য বাঙালি দীর্ঘ এক বছর অপেক্ষা করে। প্রতিমা গুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল, দুর্গাপূজোটা অনেক মজাতেই কাটিয়েছেন ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ঠিক তাই দিদি সারা বছরের অপেক্ষা এই পাঁচ দিনের জন্য।ধন্যবাদ।

 2 years ago 

আসলে আপনি কি করেছেন পুজোর পাঁচটা দিন বেশ আনন্দে কাটে আপনাদের। দেখছি পুজোর অনেক বড় একটি থিম ৩ ঘন্টা দাঁড়িয়ে তারপর প্রতিমার দর্শন পেলেন। পুজোর দিনগুলো বেশ ভালই মজা করে কাটিয়েছেন। ছবিতে আপনাকে দেখে বেশ ভালই লাগতেছিল। এরকম সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ দিদিভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 62647.38
ETH 3335.62
USDT 1.00
SBD 2.46