স্বপ্নই পারে মানুষের জীবনকে পরিবর্তন করতে।

in Incredible Indialast year

pexels-photo-1535907.jpegpexels

প্রিয়,
বন্ধুরা।

আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোন বাধা নয়।সফলতায় পৌঁছাতে চাইলে সবার আগে আমাদের স্বপ্ন দেখা শিখতে হবে।স্বপ্ন মানুষকে পরিশ্রম করাতে শিখায়।স্বপ্ন আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।আজকের পোস্টে আমি স্বপ্ন দেখার গুরুত্ব আপনাদের সাথে তুলে ধরবো।

যদি আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে চাই তাহলে সবার আগে আমাদের স্বপ্ন দেখা শিখতে হবে। স্বপ্ন আমাদের অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে।জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়া,লক্ষ্য পূরণ করা,ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো সবকিছুর মূল উৎস হলো স্বপ্ন। স্বপ্ন ই পারে একজন মানুষের জীবন পরিবর্তন করতে।অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে।জীবনকে উপভোগ করতে।

pexels-photo-5458491.jpegpexels

আমাদের সবার ই কমবেশি স্বপ্ন থাকে।যা পূরণ করতে আমরা সারাদিন রাত পরিশ্রম করে যাই।পথ আমাদের যেদিকে নিয়ে যায় সেদিকে যাওয়া যাবে না বরং আমাদের নিজেদের পথ তৈরি করে সেই পথে হাঁটতে হবে।আপনার স্বপ্ন পূরণ করতে অনেক বাধা আসবে কিন্তু সবকিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।কে কি বললো, ভাবলো তার পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আমরা ঘুমাইতে ঘুমাইতে স্বপ্ন দেখি।অনেকেই স্বপ্নে দেখি আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ছি,জীবনে কোন কষ্ট নেই, ইত্যাদি হয়ে থাকে।এগুলো স্বপ্ন বলে না।স্বপ্ন হলো সেটা যেটা আপনাকে ঘুমাতে দিবে না।যা পূরণ করতে হবে এটাই শুধু মাথার মধ্যে কাজ করবে।নিজের স্বপ্নগুলোকে নিজেরই পূরণ করতে হবে কেউ আপনাকে স্বপ্ন পূরণ করতে সাহায্য করতে হবে।

pexels-photo-2339213.jpegpexels

আমাদের লক্ষ্য পূরণ করা স্বপ্ন নয় বরং স্বপ্ন পূরণ করাই হলো লক্ষ্য হোক। আমরা যদি স্বপ্নই দেখতে না পারি তাহলে লক্ষ্যে পৌঁছাতে পারবো না।কখনোই হার মেনে নেওয়া যাবে না। যেভাবেই হোক আমাদের যেকোন কাজে জয়ী হতে হবে। স্বপ্ন একদিনে পূরণ হয় না।একদিনে না হোক কিন্তু একদিন সবই হবে।

আমাদের স্বপ্ন আমাদেরকেই পূরণ করতে হবে।স্বপ্ন পূরণের পথ খুজে বের করতে হবে। কষ্ট করতে করতে হাঁপিয়ে উঠব কিন্তু থেকে যাওয়া যাবে না। তবেই স্বপ্ন পূরণ করা যাবে।মানুষ কিন্তু এই স্বপ্ন নিয়েই বেঁচে থাকে।যদি কারো জীবনে স্বপ্নই না থাকে তাহলে সে কখনোই কিছু করতে পারবে না।সফলতার আনন্দ কখনোই অনুভব করতে পারবে না।কারণ সফলতার আনন্দ তারায় অনুভব করতে পারে যারা পরিশ্রম করে সফলতায় পৌছায়।

pexels-photo-1060492.jpegpexels

আমরা সবাই চেষ্টা করবো আমাদের স্বপ্ন পূরণ করতে।আজকের মতো এখানেই শেষ করছি।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TQ.png

Q.png

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ কোন কারণ ছাড়াই বিনামূল্যে আপভোট করার জন্য। ভালো এবং সুস্থ থাকবেন।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67271.13
ETH 3515.41
USDT 1.00
SBD 2.70