স্বরচিত কবিতা।। অপেক্ষা। 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আমার ধারণা আমি খুবই ইমোশনাল একজন মানুষ । সেই হিসেবে আমার জন্য কবিতা লেখা খুব একটা কঠিন কাজ হওয়ার কথা না। অনেক বার চেষ্টা করেছি কবিতা লিখব বলে কিন্তু হয়ে উঠে না। অনেকেই বলেছে আপনি চেষ্টা করলে কবিতা সহজেই লিখতে পারবেন। আপনাদের সাথে শেয়ার করার মত কোন কবিতা আমি লিখতে পারিনি তাই লিখে আবার ছিঁড়ে ফেলে দিয়েছি। আসলে কবিতা লিখতে গেলে শুধু জ্ঞান থাকলে হবে না উপযুক্ত পরিবেশ এবং সময়ের দরকার। সেদিন এ বি বি ফান এ অনুকবিতা লিখেছিলাম। কবিতাটি পড়ে দু একজন ভাল বলেছে । পরে ইচ্ছে হল কবিতাটির পূর্ন একটি রূপ দেই। সেই ভাবনা থেকে কবিতাটি সম্পূর্ন লিখার চেষ্টা। আমি জানিনা কতটুকু লিখতে পেরেছি তবে অনেক চেষ্টা করেছি ভাল করে লিখার জন্য। তাহলে কবিতাটি নিচে শেয়ার করছি।

Motivational Quote Flower Collage Texture Background Instagram Story.jpg

Canva দিয়ে তৈরী



আমার আজকের কবিতার নাম অপেক্ষা। এমন অনেক মানুষ আছে যারা প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে আর ভাবে কখন প্রিয় মানুষ তার কাছে ফিরে আসবে। প্রতিটি প্রহর প্রিয় মানুষের অপেক্ষায় কাটে। অপেক্ষা করে আশায় বুক বেঁধে। এক সময় সে ক্লান্ত হয়ে যায়। তখন মনে হয় মানুষটি বুঝি আর আসবে না। আর তখনই মন খারাপ হয়ে যায়। তখন চিন্তা করে যখন সে থাকবে না তখন কি হবে। প্রিয় মানুষটি কি তার খুঁজে আসবে? আর যদি আসেও তখন যদি সে দুনিয়ার বুকে না থাকে প্রিয় মানুষ তার অবর্তমানে কি কাদবে? এমনই কিছু চিন্তা ধারা থেকে লেখা আমার আজকের কবিতা। আশা করছি আপনারা সবাই পড়ে অনুভূতি জানাবেন।

কবিতা

অপেক্ষা

আর কত অপেক্ষা,
করব তোমার সনে?
তবুও কি দিবেনা ধরা,
আমার এই মনে?


প্রতিটি বিকেল কাটে
তোমার প্রতীক্ষায়
চেয়ে থাকি পথপানে,
তোমারই আশায়।



অপেক্ষা কি যে কষ্ট
তুমি বুঝবে না,
আমার মনের কোণে
জমে আছে অনেক বেদনা।

হয়ত তুমি আসবে
কখনো আমার খোঁজে,
হয়ত দেখবে সেদিন তুমি
রয়েছি আমি চোখ বুঁজে।

জানিনা সেদিন তুমি
না দেখে আমায়,
থাকবে চুপ করে? নাকি
কাদবে অনেক বেদনায়।

আমার মনের বাসনা
কেউ আমার মত,
অপেক্ষার প্রহর গুনতে গুনতে
হয় না যেন ক্ষত।

আমি চেষ্টা করেছি অপেক্ষা নিয়ে আমার মনের অনুভূতিগুলো এখানে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলতে। আশা করছি আমার কবিতা পড়ে আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপনি কারো জন্য অপেক্ষা করতে করতে একদিন ঠিকই মনে হয় যে সে মানুষটি আর কখনো আসবে না। তাও ভালোবাসার মানুষগুলোর জন্য অপেক্ষা করতে কেন জানি অনেকটাই ভালো লাগে। সুখ দুঃখ তো সবারই আছে কেউ হয়তো প্রকাশ করে আর কেউ হয়তো প্রকাশ করে না। ঠিক তেমনি আপনার কবিতার প্রত্যেকটি লাইনে খুব চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। আমি নিজেও চেষ্টা করি কবিতা লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। কবিতাগুলো পড়তে ভীষণ ভালো লাগে আমার কাছে তেমনি লিখতে ও ভীষণ ভালো লাগে। আপনার কবিতার কোন তুলনা হয় না।

 2 years ago 

বাহ আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। আসলে ভালোবেসে কারো জন্য অপেক্ষা করাটা খুবই কষ্টের। তবে ভালোবাসে অপেক্ষা করে ভালোবাসার প্রিয় মানুষটিকে কাছে পেলে তার অনুভূতি খুবই অন্যরকম হয়ে থাকে। অন্যকে ভালোবেসে তার জন্য অপেক্ষা করার অনুভূতি খুব সুন্দর ভাবে কবিতার ছন্দে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অপেক্ষা বড় কষ্ট দায়ক। আসলে প্রিয় মানুষের জন্য কষ্ট যেরকম আমাদের কষ্ট দেয় তেমনি এর মধ্যে সুখও আছে। অপেক্ষা নিয়ে সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার প্রতিটি লাইন যেন মন ছোঁয়া।

 2 years ago 

এই অপেক্ষার প্রহরগুলো কখনো শেষ হয় না, এই অপেক্ষা গুলো করতে ভালো লাগে, পথ চেয়ে বসে থাকতে ভালো লাগে, ভালো লাগে ভাবতে। চমৎকার ছিল হাজার কবিতাটি মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল, উপরে একটু বিস্তারিত লেখার জন্য কবিতাটি বুঝতে আরও বেশি সহজ হয়েছে।

 2 years ago 

ভাইয়া খুব সুন্দর কবিতা লিখেছেন। আমি আবার অপেক্ষা করতে একদম পছন্দ করি না। কারো জন্য সময় নষ্ট করে অপেক্ষা করাটা খুবই বিরক্তিকর। কিন্তু মানুষের যেকোনো কাজ থেকে শুরু করে ভালোবাসার মানুষের জন্যও অপেক্ষা করে থাকতে হয়। যাই হোক কবিতার নাম যেমন সুন্দর হয়েছে তেমনি কবিতাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ছোটবেলা থেকে কবিতা লিখতে পড়তে এবং আবৃত্তি করতে আমার খুবই ভালো লাগে।
সব সময়ই আপনাদের লেখা কবিতা পড়ে নিজের মধ্যে কবিতা লেখার পরিবর্তন আনার চেষ্টা করি।
অসাধারণ একটি কবিতা লিখেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে নিচের লাইন।

প্রতিটি বিকেল কাটে
তোমার প্রতীক্ষায়
চেয়ে থাকি পথপানে,
তোমারই আশায়।

 2 years ago 

আপনার স্বরচিত কবিতা ভালো লেগেছে।আপনি খুবই সুন্দর করে সহজ সাবলীল ভাষায় কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন।নিজের আবেগ কবিতার মাঝে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া অপেক্ষা নিয়ে তো দারুন কবিতা শেয়ার করলেন। খুব ভাল লাগলো পড়ে। অপেক্ষার প্রহর বড়ই কষ্টের। আপনি আপনার অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া।

অনেকেই আছেন যারা অনায়াসে লিখে ফেলে কবিতা, আমি তো অবাক হয়ে যাই তাদের প্রতিভা দেখে। আজকেই প্রথম পড়লাম বোধ হয় আপনার লেখা ভাই। বেশ ভালো ছিল। তবে বলবো লেখার এই অভ্যাস টা ধরে রাখবেন। আশা করি দিন দিন আরো অনেক পরিণত হয়ে যাবেন। শুভেচ্ছা রইলো।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 53948.70
ETH 2245.46
USDT 1.00
SBD 2.29