ব্যাগ কিনতে গিয়ে মজার কিছু খাবার উপভোগ করা।10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। দিনটি ছিল সোমবার, অফিস ছুটি । সাধারণত আমার অফিস শুক্রবার বন্ধ থাকে। কিন্তু বিদ্যুৎ সমস্যার কারণে সোমবার হঠাৎ অফিস বন্ধ ঘোষণা হল। আমাদের একটি পিকনিকের জন্য ঢাকার বাহিরে যাওয়ার কথা। সেই জন্য আমার বাচ্চার জিনিসপত্র নেয়ার জন্য একটি ব্যাগ কেনার দরকার। আপনারা অনেকেই হয়ত জানেন ঢাকার চকবাজারে অনেক জিনিসপত্র অনেক কম দামে কিনতে পাওয়া যায়। আর শুক্রবার চকবাজার বন্ধ থাকে বলে আমরা যেতে পারিনা। তাই সেদিন সোমবার হওয়াতে এবং আমাদের অনেকদিনের যাওয়ার ইচ্ছার কারণে অবশেষে গেলাম।


GridArt_20230205_212751342.jpg

বাসা থেকে রিকশা নিয়ে সোজা চলে গেলাম চকবাজারে। চকবাজার অনেক ভিড় একটি জায়গা এবং সেদিনও অনেক ভিড় ছিল।

IMG20230131143238.jpg

IMG20230131143235.jpg

চকবাজারে কিছু মজার খাবার পাওয়া যায়। এদের মধ্যে একটি দোকানের স্ন্যাকস এবং কিছু ডেজার্ট আইটেম খুব মজার। আমি একা গিয়ে মাঝে মাঝে খাই বলে সেদিন আমার পরিবারও খেতে চাইল। তখন প্রথমেই তাদের নিয়ে সেই দোকানে গেলাম। গিয়ে কিছু স্ন্যাকস এবং ডেজার্ট খেয়েছি। খাবারগুলোর মধ্যে চিকেন রোল, স্যান্ডুইচ, বরফি, ছানার মিষ্টি, লাড্ডু খেয়েছি। মজার ব্যাপার হল এখানে একটি দুটো করে কিনে খাওয়া যায়। এই দোকান অনেক পুরনো এবং চকবাজারের পুরনো দোকানের খাবার খুব মজা হয়।

IMG20230131143245.jpg

এই ছবিতে দেখা যাচ্ছে অনেক ধরনের কুকিজ। যদিও এই দোকানের কুকিজ আমি খাইনি তবে শুনেছি অনেক মজা।

IMG20230131143231.jpg

এই ছবিতে দেখা যাচ্ছে পায়েস, গাজরের হালুয়া, স্পঞ্জের মিষ্টি। গাজরের হালুয়া খেয়েছি খুব মজার ছিল।

IMG20230131143227.jpg

এটি হচ্ছে লাড্ডুর ছবি। লাড্ডু খেয়েছে আমার মেয়ে । সে লাড্ডু ভাল চিনে তাই দেখেই বলে লাড্ডু খাব।

IMG20230131143219.jpg

ছানার মিষ্টি আমার ওয়াইফের খুব পছন্দের। সে এবং আমি দুজনেই ছানার মিষ্টি খেয়েছি।

IMG20230131143215.jpg

এই ছবিতে যে জিনিস দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কাজু বরফি। অসাধারণ লাগে খেতে। এই দোকানের গুলো ও খুব মজার ছিল।

IMG20230131143211.jpg

এটিও বরফি তবে এটা আমার কাছে তেমন ভাল লাগেনি।

IMG20230131143208.jpg

এটি হচ্ছে বুট দিয়ে বানানো বরফি অনেকটা বুটের হালুয়ার মত খেতে।

সেখান থেকে সোজা চলে গেলাম ব্যাগের দোকানে ব্যাগ কিনতে। ব্যাগের দোকানে গিয়ে যেই ব্যাগ পছন্দ হয় বলে একসাথে পাঁচটি নিতে হবে। আরেক দোকানে পছন্দ হয়েছে, যেই কিনতে যাব বলে একসাথে ১০ টি ব্যাগ কিনতে হবে। মানে বুঝেছেন আপনারা? মানে হচ্ছে চকবাজার মানেই হচ্ছে পাইকারি ক্রয় বিক্রয়। তারপর যে দোকানেই গিয়েছি প্রথমে জিজ্ঞেস করেছি খুচরা বিক্রি করবেন। অনেকক্ষণ ঘুরে শেষে নিরাশ হয়ে যখন বের হচ্ছিলাম তখন লাস্ট একটি দোকানে জিজ্ঞেস করলাম এবং বলল কিছু আইটেম আমরা খুচরা বিক্রি করি। পরে সেই দোকানে ঢুকে আমাদের একদম পছন্দের না হলেও ভাল ব্যাগ পেয়েছি এবং কিনে নিলাম। সাথে আমার মেয়ের একটি ব্যাগ পছন্দ হয়েছে সেটিও কিনে নিলাম।

IMG20230205203424.jpg

IMG20230205203443.jpg

IMG_20230205_203654.jpg

ব্যাগ কিনে মন খুশি হয়ে গেল। ব্যাগ কিনে সেখান থেকে কোথায় যাব চিন্তা করছিলাম। পরে ঠিক করলাম খোলামেলা কোথাও গিয়ে ঘুরে আসি। সেখান থেকে গেলাম ঢাকা ইউনিভারসিটিতে একটু সবুজ গাছের সমারোহ দেখার জন্য। ঢাকা ইউনিভার্সিটিতে গেলে সবচেয়ে বেশি ভাল লাগে রাস্তার দুই পাশে বিশাল এবং সুন্দর সবুজ গাছগুলো। রিকশায় মেয়ে কোলে ছিল তাই ছবি তুলতে পারিনি।

ডিভাইসঅপ্পো এ ৫৪
বিষয়কেনাকাটা এবং খাওয়া
ক্রেডিট@miratek
লোকেশনচকবাজার, ঢাকা

আশা করি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

ব্যাগ কিনতে গিয়ে তো দারুণ খাবার উপভোগ করছেন স্নাক্স এবং ডেজার্ট দুটোই আমার পছন্দের । একা একা খেলে হবে সেজন্য পরিবারের সাথে খেতে হবে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। পাইকারি ছাড়া কোন ব্যাগ বিক্রি হয় না তাহলে তো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন অবশেষে পেয়েছেন এটাই ভালো খবর

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শুনেছি চকবাজারে অনেক কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। যদিও আমরা ঢাকা অনেক দূরে থাকি যার কারণে কখনো যাওয়া হয়নি। তবে ইচ্ছা আছে যদি কখনো ঢাকায় যাওয়া হয় তবে অবশ্যই এই জায়গাগুলোতে গিয়ে কেনাকাটা করব। আপনি খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং অনেক লোভনীয় খাবারের ছবি শেয়ার করেছেন ভাইয়া।ব্যাগ গুলোও সুন্দর লাগছে দেখতে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বিদ্যুৎ অফিসে গিয়ে ধন্যবাদ দিয়ে আসেন।
বিদ্যুৎ ছিল না বলেই আপনার অফিস ছুটি ছিল আর যার কারণে আপনি ব্যাগ কেনার অসিলা করে বাইরে ঘুরতে পেরেছেন। তবে খাবারগুলো দেখে আমার খুব লোভ হচ্ছে ভাইয়া বিশেষ করে বরফি গুলো বেশি লোভনীয় ছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ব্যাগ কিনতে একেবারে চকবাজার। আপনার ব্যাগ দেখে যতটা না লোভ লাগছে। তার চেয়ে বেশী লোভ হচ্ছে মজার মজার স্বন্দেশ গুলো দেখে। ভাই চকবাজারে তো পাইকারী জিনিস বিক্রি করে। আপনি খুচরা নিলেন কিভাবে? ধন্যবাদ এত সন্দর করে পুরো ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কিছু দোকানে খুচরা ও বিক্রি করে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি তো মনে হয় খাবার যেখানে যেখানে পাওয়া যায় সেখানে কেনাকাটা করতে যান😂😂।মানুষ কেনাকাটা করার পরে খিদা লেগে যায় আর আপনি খাওয়া-দাওয়া শেষ করে কেনাকাটা করতে গেলেন এটা কেমন ব্যাপার।যাক খাবার গুলো লোভনীয় ছিল এবং মেয়ের ব্যাগ টাও দারুন হয়েছে।ভালই হলো শেষে ব্যাগ কিনতে পেরেছেন এবং সেই সাথে ঢাকা ইউনিভার্সিটি তে ঘুরতে গেছেন অনেক ভালো লেগেছে শুনে।

 2 years ago 

আসলে যেকোন জায়গায় গেলে আশেপাশে ভাল খাবারের দোকান আছে কিনা তা আগে থেকেই জেনে নেই। ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি দেখছি ব্যাগ কিনতে গিয়ে আগে মজার খাবার খেয়েছেন। আর আপনার খাবার গুলো দেখে লোভ সামলানো মুশকিল। বিশেষ করে ছানার মিষ্টি ও বুটের বরফি। সত্যি চকবাজার মানে পাইকারি বাজার।তবে আপনি খুচরা পছন্দ মতো ব্যাগ পেয়েছেন জেনে অনেক ভালো লাগল। সাথে বাচ্চার জন্য ব্যাগ কিনেছেন পছন্দ মতো।পরিবার নিয়ে বেশ ভালোই ঘুরাঘুরি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ খুব সুন্দর ব্যাগ কিনেছেন আপনি। ব্যাগ কিনার অনুভূতি খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে পছন্দের যে কোন জিনিস কিনতে পারলে খুবই ভালো লাগে। ব্যাগ কিনতে গিয়ে কিন্তু অনেক ধরনের সুস্বাদু খাবার গ্রহণ করেছেন জেনে খুব ভালো লাগলো। খাবার গুলো দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। আসলে সত্যি ঢাকা ইউনিভার্সিটি এলাকা খুবই চমৎকার । রিকশা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে।

 2 years ago 

তার মানে তো দেখছি চকবাজারে একদমই পাইকারি জিনিসপত্র পাওয়া যায় বেশি। তাছাড়া শুনেছি সেখানে দামটাও একটু কম আছে। স্নাক্স এর খাবার আর মিষ্টির আইটেমগুলো একটা, দুইটা পিস বিক্রি করে এটাই ভালো লাগলো। আপনারা নিজেদের পছন্দমত খেতে পেরেছেন। ভুটের হালুয়া গুলো আমি নিজেও তৈরি করতে পারি। তবে প্রথমে কয়েকটা দোকানে ব্যাগ কিনতে গিয়ে ব্যর্থ হলেন এটা দেখে খারাপ লাগলো। পরবর্তীতে কিনতে পেরেছেন এটা দেখে ভালই লেগেছে।

 2 years ago 

আপনি তো দেখছি ব্যাগ কিনতে গিয়ে বেশ ভালোই মজার মজার খাবার খেয়েছেন এবং মুহূর্ত উপভোগ করেছেন। ব্যাগ কিনে ঢাকার ইউনিভার্সিটিতে বেশ ভালো মুহূর্ত উপভোগ করেছেন শেষে দেখছি। আপনারা খুচরা পছন্দ মতো ব্যাগ পেয়েছেন এটা জেনে কিন্তু ভীষণ ভালো লেগেছে। কিভাবে কেনাকাটা করতে গেলে বেশ ভালোই মুহূর্ত উপভোগ করা যায়। আমার কাছে এরকম মুহূর্ত গুলো পড়তে একটু বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 54034.48
ETH 2262.26
USDT 1.00
SBD 2.31