টার্গেট ডিসেম্বর সিজন - ৩ | ১০ স্টিম পাওয়ার আপ | 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago
আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আজ আবার চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে এবং সেটি হচ্ছে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ। @rex-sumon ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এই প্রতিযোগিতায় এটি আমার দ্বিতীয় পাওয়ার বৃদ্ধি। প্রতি সপ্তাহে ১টি পাওয়ার আপ এর করার ইচ্ছা আছে। এতে করে একাউন্টে এসপির পরিমাণ বৃদ্ধি পাবে। নিজের একাউন্টের ভ্যালু বৃদ্ধি পেলে কাজের গতিও বেড়ে যায় । আমি এই প্লাটফর্মে দীর্ঘ দিন কাজ করতে চাই এই জন্য প্রতি সপ্তাহে একবার করে হলেও পাওয়ার আপ করার চেষ্টা করব। টার্গেট ডিসেম্বর সিজন-৩ তে ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আজ ১০ স্টিম পাওয়ার আপ করব। আমি নিচে পাওয়ার আপের প্রক্রিয়া বর্ণনা করছি।

Purple Floral Fabric Quote Animated Social Media Graphic (1).jpg

কিভাবে পাওয়ার আপ করবো তা নিম্নে নিচে উল্লেখ করা হলো:-

ধাপ:-০১

Screenshot_2023-01-25-21-57-32-86_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

আমার বর্তমান স্টিম পাওয়ার রয়েছে ১০৮৫.৮৪৬ স্টিম। এখন আমি ওয়ালেটের স্টিমকে পাওয়ার আপ করে এস পি তে কনভার্ট করব।

ধাপ:-০২

IMG_20230125_215842.jpg

প্রথমে স্টিমের ড্রপডাউনে ক্লিক করে পাওয়ার আপ এ ক্লিক করব।

ধাপ:-০৩

IMG_20230125_220021.jpg

IMG_20230125_220101.jpg

যে পরিমান পাওয়ার আপ করব সেই পরিমাণ এমাউন্টের ঘরে বসিয়ে দিব। আমি যেহেতু ১০ স্টিম পাওয়ার আপ করব তাই ১০ স্টিম দিয়েছি। তারপর পাওয়ার আপ বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করে দিয়েছি।

ধাপ:-০৪

IMG_20230125_220647.jpg

আমার পাওয়ার আপ করা সম্পন্ন হয়েছে। পাওয়ার আপের আগে আমার স্টিম পাওয়ার ছিল ১০৮৫.৮৪৬। ১০ স্টিম পাওয়ার আপ করার পরে হয়েছে ১০৯৫.৮৪৬ স্টিম।

টাইটেলআমার ব্যালেন্স
পূর্বের এসপি১০৮৫.৮৪৬
পাওয়ার আপ১০
বর্তমান এসপি১০৯৫.৮৪৬

আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য। আপনারাও পাওয়ার আপ করার জন্য চেষ্টা করবেন।
ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 years ago 

ভালই হবে প্রতি সপ্তাহে একটি করে পাওয়ার আপ করলে এতে করে আপনার স্টিম একাউন্ট অনেক বেশী শক্তি অর্জন করতে পারবে। আপনি তো দেখছি ১০৯৫ স্টিম পাওয়ারে পৌছে গেলেন।

 2 years ago 

আশা করি আপনি কন্টিনিউ পাওয়ার আপ করতে থাকবেন এতে করে আপনি আপনার কাঙ্খিত টার্গেটে পৌঁছাতে পারবেন বলে আশা করি, শুভকামনা রইল আপনার জন্য সামনের দিকে এগিয়ে যান 🥰

 2 years ago 

আপনি ঠিক বলছেন স্টিমিট প্লাটফর্মে কাজ করতে হলে একাউন্টের ভ্যালু বৃদ্ধি করা একান্ত দরকার।প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও ১০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।এভাবে একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করে সফলতার সাথে আমার বাংলা ব্লগের কাজ করুন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার পাওয়ার আপের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।আপনি ১০ স্টিম পাওয়ার আপ করেছেন। আপনি পাওয়ার আপের মাধ্যমে নিজের লক্ষে খুব সহজেই পৌঁছে যাবেন ইনশাল্লাহ।স্টিমিটে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ অত্যন্ত জরুরি।এভাবেই পাওয়ার আপের মাধ্যমে নিজের একাউন্ট শক্তিশালী করুন।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।ধন্যবাদ পাওয়ার আপের পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। আর পাওয়ার আপ এর মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেখে খুবই ভালো লাগলো। আশা করছি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন ধন্যবাদ।

 2 years ago 

একাউন্টঃ @miratek
পাওয়ার বৃদ্ধিঃ = 0.921659%

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58572.58
ETH 2551.35
USDT 1.00
SBD 2.47