টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ রিভিউ পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র।

in Incredible India19 days ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে।‌ শরীর যতই অসুস্থ হোক না কেন ক্রিকেট খেলা আমাকে দেখতেই হবে যত রাত হোক না কেন পাকিস্তান, ভারত, বাংলাদেশের খেলা তো কোনরকম মিস করার মত নায় গতকালকে খেলা ছিল রাত দশটায় পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র। কিছুদিন আগে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র একটি সিরিজ জয়লাভ করেছেন মোটামুটি যুক্তরাষ্ট্র দলটি এখন অনেকটাই শক্তিশালী।

IMG_20240608_000627.jpg খেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

তো যাই হোক টস জিতে পাকিস্তানের অধিনায়ক বাবোর আজম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এটাই মনে হয় ভুল সিদ্ধান্ত ছিল কেননা যুক্তরাষ্ট্রের এই মাটিতে যারা প্রথম ব্যাট ধরছে তারাই হেরে যাওয়ার সম্ভাবনা থাকছে। টার্গেটে যারা খেলছে তারাই জয়ের মুখ দেখতে পারছে তবে কিছু কিছু ম্যাচ এর ব্যতিক্রম।

প্রথম চারা ওভারে পাকিস্তান ২ উইকেট হারাই রেজওয়ান ৮ বলে নয় রান করে সাজঘরে ফেরেন ।তার পরের এভাবেই আরেকটি উইকেটের পতন এভাবে পাওয়ার প্লেতে 6 ওভারে ৫০ রানের ভিতরেই 3 উইকেট হারিয়ে অনেকটাই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েন টিম পাকিস্তান।

IMG_20240607_164136.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

বাবোর আজম দেখে শুনে খেললেও ৫০ রান পার করতে পারি নাই ৪৩ বলে ৪৪ রানের একটি ইনিংস খেলেন ১০২ স্টাইক রেটে রান তুলে। বাবর আজম যতগুলো বল খেলছেন এ থেকে রান আসার দরকার ছিল ৭০ এর উপরে কিন্তু সেখানে মাত্র 44 রান। এখানেই তো পাকিস্তান অর্ধেক হেরে গিয়েছে।

IMG_20240607_164058.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

প্রথমদিকে রান তোলার তেমন তড়িঘড়ি না থাকলেও লাস্টে এসে শাহিনশা আফ্রীদি ১৬ বলে ২৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। সর্বশেষ পাকিস্তান একে একে সাত উইকেট হারিয়ে একশত ৫৯ রানের টার্গেট দেন যুক্তরাষ্ট্রকে।

IMG_20240607_164040.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

খেলার দ্বিতীয় অধ্যায়।

যেখানে পাকিস্তান রান তুলতে ব্যর্থ সেখানেই ঘুরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র । যুক্তরাষ্টের এই টিম আসলে বিভিন্ন দেশের প্লেয়ার নিয়ে গঠিত এরা সব সময় ফ্রান্স সাইজ লীগ খেলে থাকেন টি-টোয়েন্টি খেলাই অনেক পারদর্শী।

IMG_20240607_164002.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

৩৬ রানে প্রথম এক উইকেট হারাই যুক্তরাষ্ট্র তবে ততক্ষণে রান অনেকটাই হয়ে গিয়েছে চার ওভারে ৩৬ রান করেন। পাওয়ার প্লের বাকি দুই ওভারে আরো বিশ রান যুক্ত করেন।

IMG_20240607_163946.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মুনাপ প্যাটেল ৩৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয় তবে মুনাপ প্যাটেল 50 রান করার পর সাজঘরে ফেরেন। 13 ওভার ১ বলে ২ উইকেটে যুক্তরাষ্ট্র সংগ্রহ 104 রান। ৪১ বলে যুক্তরাষ্ট্রের দরকার ছিল মাত্র ৫৫ রান।

IMG_20240607_163925.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

পরবর্তীতে জোন্স ও গাউস এই দুজনে ই ম্যাচটি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেন পাকিস্তানের কোন বলেই যেন কাজ হচ্ছিল না। তবে শেষের দিকে পাকিস্তান ঘুরে দাঁড়াতে চেয়েছিল ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। শেষ ওভারে ১৫ রান নিতে হবে এই ম্যাচটি জিততে হলে তবে তখনই ইতিহাসের পাতায় আরো একটি স্মরণীয় দিন লিপিবদ্ধ হলো এই ম্যাচটি গিয়ে থাকলো সুপার ওভারে মানে দুজ দলের সমান সমান রান করছে।

IMG_20240607_163907.jpgখেলা দেখার সময় ফোন থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

সুপার ওভারে ছয় বলে যুক্তরাষ্ট্র সংগ্রহ ১৮ রান যদি এই ম্যাচটি পাকিস্তানকে যেতে হয় তাহলে 19 রান দরকার । তবে 13 রানে ১ উইকেটে থামেন পাকিস্তান। অনেক প্রচেষ্টাই যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ একটি ম্যাচ জয় তুলে নিল, টানা ২ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

তো বন্ধুরা টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ রিভিউটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ রইল ভারত বনাম পাকিস্তান 9 তারিখ মালয়েশিয়ার সময় রাত দশটায়। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 18 days ago 

বিশ্বকাপ শেষ হতে না হতেই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। আজ আপনি পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্রের মধ্যেকার একটা ম্যাচ এর রিভিউ নিয়ে হাজির হয়েছেন।

পাকিস্তানের থেকে তুলনামূলক কম শক্তিশালী দল হয়েও আজ যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে। ক্রিকেট হলো অনিশ্চয়তার খেলা কখন কি হবে কেউ জানে না। ভালোো লাগলো আপনার উপস্থাপনা দেখে। ধন্যবাদ আপনাকে।

 18 days ago 

ঠিক একদমই তাই গোলবালের সব খেলায় অনিশ্চিত কখন কে কাকে হারায় বোঝায় বড় ই মুশকিলের ব্যাপার যদি আমরা দেখি গত বিশ্বকাপে আর্জেন্টিনা হেরেছিল সৌদি আরবের কাছে আবার সেই আজেন্টিনা কাপ নিয়ে বাড়ি যাই কেউ একটা অদ্ভুত ব্যাপার তাই না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 17 days ago 

আসলেই গোল বলের ক্রিকেট খেলা কখন কি হয় সেটা কেউ জানে না। অনেক সময় একটা দল কঠিক প্রতিপক্ষকেও হারিয়ে দেয় আবার অনেক সহজ দলের কাছেও হেরে যায়।প্রতিটা ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত বলা যায় না যে কারা জিতবে। আর্জেন্টিনার উদাহরণ টা একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে আমার মতামতের উওর দেওয়ার জন্য। ভালো থাকবেন।

 18 days ago 

খেলাটা আমি হাইলাইট দেখেছিলাম আর এখন আপনি আরো বিস্তারিতভাবে তুলে ধরেছেন।। আপনি মাঝে মাঝেই ক্রিকেট নিয়ে খুবই চমৎকারভাবে বুঝিয়ে পোস্ট লাগবে এটা আমার কাছে ভালো লাগে।। আমিও চেষ্টা করব আপনার মত করে ক্রিকেট রিভিউ করার জন্য।।

 18 days ago 

অবশ্যই ভাই ক্রিকেট খেলা দেখার পরে যদি মনের কিছু ভাব প্রকাশ করতে পারি আমার মনে হয় এটাই আমাদের জন্য ভালো একটি দক্ষতার কাজ হবে ক্রিকেট এনালাইসিস এবং মন্তব্য অনেকটা গুরুত্বপূর্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 17 days ago 

একদম ভাই আর ক্রিকেট খেলা সম্পূর্ণ না দেখলে কখনো এর রিভিউ করা সম্ভব না।। সম্পূর্ণ খেলা ভালোভাবে দেখে বুঝে তারপরে রিভিউ করা সম্ভব এটা আমার কাছে মনে হয়।।



Oh yes! We support ANY quality post and
good comment ANYWHERE and at ANYTIME
Curated by : @wilmer1988

 17 days ago 

@wilmer1988 sir, thank you so much for supporting me ❤️❤️❤️.

 17 days ago 

এবার ক্রিকেট বিশ্ব নতুন একটা যুক্তরাষ্ট্রকে দেখতেছে। তাদের দলের প্রতিটি প্লেয়ারের যে ফর্ম, সত্যি অবিশ্বাস্য। এবার তারা অনেক ভালো ভালো দলের সাথে বুক ফুলিয়ে লড়তে পারতেছে।আশা করি কোনো একসময় এই দলটিও একটি প্রথম সারির দলে গন্য হবে

 16 days ago 

দীর্ঘ প্রায় অনেকটা বছর হয়ে গেছে সঠিকভাবে বসে ক্রিকেট খেলা দেখা হয় না। আমি ক্রিকেট খেলা দেখার জন্য আগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম।যদি কারেন্ট চলে যেত মোবাইলে রেডিও অন করে ক্রিকেট খেলার ভয়েস শুনতাম। কিন্তু এখন সেই দিনগুলো খুব মিস করি। এখন নিজের কিছু ব্যক্তিগত সমস্যা এবং সময়ের অভাবে দেখা হয় না। আজকে আপনি আমাদের সাথে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ রিভিউ করেছেন। যেখানে যুক্তরাষ্ট্র টানা দুইবার জয় করার কারণে, টেবিলের মধ্যে এগিয়ে রয়েছে। আমার মনে হয় যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা প্লেয়ার বেশ ভালোভাবে টিকেট খেলাটাকে আয়ত্ত করে নিয়েছে। ধন্যবাদ চমৎকার খেলা রিভিউ আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 12 days ago 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্রের সুন্দর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি কথা বলতে কি আগে অনেক খেলা দেখতাম। কিন্তু এখন সময়ের অভাবে আর খেলা দেখা হয় না। আর ক্রিকেট হলো আমার সবথেকে পছন্দের খেলা।
ম্যাচটি দেখার সুযোগ হয়নি। কিন্তু আপনার পোস্ট পড়ে অনেক তথ্য জানতে পারলাম।

খেলা সুন্দর রিভিউ শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

বাহ শুনে বেশ ভালই লাগলো যে ক্রিকেট আপনার পছন্দের খেলা তবে এখন সময়ের অভাবে খেলা দেখতে পারেন না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ক্রিকেট খেলারই রিভিউটা সুন্দর ভাবে পড়ে যথাযথ একটি কমেন্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61888.55
ETH 3400.93
USDT 1.00
SBD 2.50