Better Life with Steem|| The Diary Game|| 17 September 2024।

in Incredible India10 days ago

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

শুভ সকাল

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি লিখতে বসেছি আমার একটি দিনদিনের কার্যক্রম। ১৭ তারিখ দিনটা অনেক সুন্দর কেটেছে কেননা ১৭ তারিখে আমাদের হলিডে ছিল সকাল থেকে অনেক প্ল্যান করেছিলাম তবে সম্পূর্ণ শেষ করতে পারিনি।

IMG_20240917_164221.jpg

ছুটির দিন অনেকটা দেরিতে ঘুম থেকে উঠি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তারপর ফরজের নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়েছি ফরজে নামাজ পড়ার পর আমার খুব একটা ভালো ঘুম হয় না তবুও চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে বিছানায় শুয়ে ছিলাম আটটা পর্যন্ত।

IMG_20240917_155003.jpg

এরপর সাড়ে নয়টার দিকে সব্জি দিয়ে ম্যাগি বানিয়েছি সকালে নাস্তা করার জন্য। মেগি দুই ভাবে রান্না করি প্রথমত হালকা সিদ্ধ করে পেঁয়াজ রসুন ভেজে তারপর মেগি হালকা করে ভেজে নেই অনেকে ওটাকে শুকনো মেগে বলে। দ্বিতীয়ত মেগি মসলা সবকিছুই দিয়ে তার ভেতরে সব্জি দিয়ে ছুপ বানিয়ে খুব ভালো খাওয়া যায় এটা আমার অনেক পছন্দ। তো যাই হোক নয়টার সময় খাওয়া-দাওয়া শেষ করে এবার কিছু সময় বাড়ি কথা বলি তারপর লম্বা একটা ঘুম দেই প্রায় এক টা পর্যন্ত।

দুপুর বেলা

এক টার পরে ঘুম থেকে উঠে এবার কিছু সময় সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব দেখি তারপর গোসল করে ফ্রেশ হয়ে জোহরের নামাজ আদায় করে নেই। নামাজ শেষ করে এবার রাত ও দুপুরের জন্য ডাটা শাক দিয়ে মাছ রান্না করেছি।

IMG_20240917_205129.jpg

রান্না শেষ করতে প্রায় তিনটা বেজে যায় এরপর দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে কিছু সময় বিশ্রাম নেই।

IMG_20240917_180543.jpg

চারটার পরে আমি ব্যাংকে যাই বাংলাদেশে টাকা পাঠানোর জন্য ব্যাংকে গিয়ে দেখি লম্বা লাইন লাইনের পিছনে দাঁড়িয়ে ভাবছি আমরা সবাই তো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আমাদের নিজেদের পরিবারের জন্য যেভাবে পরিশ্রম করে টাকা পাঠাচ্ছি ঠিক একই ভাবে বাংলাদেশের অর্থনৈতিক খাতে উন্নয়ন করছি।

IMG_20240917_180422.jpg

বিকাল বেলা+সন্ধ্যাবেলা

বিকাল ছয়টার সময় বাসায় ফেরার পথে ছোট ভাইয়ের পাসপোর্ট ও একটি গেঞ্জি পাঠিয়েছি মালয়েশিয়ার পোস্ট LAJU মাধ্যমে। দূর দুরান্তে যেকোনো মাল পাঠাতে মালয়েশিয়ার পোস্ট LAJU খুবই ভালো একটি সার্ভিস এখানে সবাই বিশ্বাসের সাথে তাদের জিনিস পাঠাতে পারে। এর আগেও আমি আমার ভাইয়ের কাছে অনেক জিনিস পাঠিয়েছি এর মধ্য দিয়ে।

received_529668862770756.jpeg

যাই হোক এবার বাসায় এসে একটু বাইরে ঘোরাঘুরি করলাম আমার বাসায় নিচ থেকে আমার একটি সেলফি নিয়েছি। আমরা বিকাল বেলা এখানে বসে আড্ডা দেই তবে আজকেও নাই শুধু আমি একাই এখানে।

IMG_20240917_164221.jpg

এরপর সূর্য পশ্চিম আকাশ ঢলে পড়েছে একটু পরেই অন্ধকার নেমে আসবে ঠিক এমত অবস্থায় আকাশের দৃশ্যগুলো খুব সুন্দর লাগে বিশেষ করে এই সময়টাই রংধনু দেখা যায়।

IMG_20240917_191240.jpg

যদি রংধনু না দেখা যায় তাহলে আকাশের সিনারি পরিবর্তন করতে থাকে এখন যে লাল এই দৃশ্য গুলো দেখতে পাচ্ছেন একটু পরেই কিছুই থাকবে না ভিন্নরূপ ধারণ করবে। বিশাল এই আকাশে কত প্রকার রূপ যে ধারণ করে সেটা কল্পনার বাহিরে। যাইহোক সন্ধ্যা নেমে এসেছে এরপর বাসায় এসে মাগরিবের নামাজ আদায় করে লিখতে বসেছি আমার একটি দিনের কার্যক্রম।

IMG_20240917_191307.jpg

তো বন্ধুরা এই ছিল আমার একটি দিনের দিনলিপি আমার লেখার ভেতরে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি । আল্লাহ সবার মঙ্গল করুন।

Sort:  
Loading...
 10 days ago 

ছুটির দিন আমাদের অনেক প্ল্যান থাকে, ছুটির দিন আমাদের প্রধান কাজ হল ঘুম থেকে দেরিতে ওঠা, কারণ ওই দিন কাজের কোন চাপ থাকেনা, ছুটির দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং বিভিন্ন আয়োজন করে থাকি, আপনার সারাদিনের কার্যক্রম দেখে খুব ভালো লাগলো, ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 9 days ago 

যদি আমাদের ছুটির দিন হয় তাহলে আমরা অনেক খুশি হই। কারণ আমাদের সেই দিন কোন কাজ থাকে না আমরা পুরো সময় ফ্রি। ছুটির দিনটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনার সারাদিনের কার্যক্রম আমার কাছে খুবই ভালো লাগলো। ধন্যবাদ।

 8 days ago 

ছুটির দিন তাই ঘুম থেকে দেরি করে উঠেছিলেন আমার মনে হয় প্রতিটি চাকরিজীবী মানুষ এরকমটাই করে।। রান্নাবান্না করেছেন এছাড়াও আজ বাসায় টাকা পাঠিয়েছেন সব মিলিয়ে সুন্দর একটি দিন পার করেছেন।।

 3 days ago 

আপনার দিনের কার্যক্রমের সুন্দর বর্ণনা পড়ে অনেক ভালো লাগলো। মালয়েশিয়ার জীবনের ছুটির দিন কেমন কাটে, তা বিস্তারিতভাবে শেয়ার করেছেন। আপনার প্রতিটি পদক্ষেপ, খাওয়াদাওয়া, কাজ, এবং আকাশের দৃশ্যপটের বর্ণনা যেন মনে করিয়ে দেয় জীবনের ছোট ছোট মুহূর্তগুলোরও অনেক গুরুত্ব আছে। রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনারা দেশের অর্থনৈতিক খাতে উন্নয়ন করছেন তা অবশ্যই প্রশংসনীয়। আল্লাহ আপনার জীবনে আরও সাফল্য ও সুস্থতা দান করুন। আপনার পরবর্তী দিনগুলোও যেন এভাবে আনন্দময় এবং সার্থক কাটে, সেই কামনাই করছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 65754.91
ETH 2670.18
USDT 1.00
SBD 2.88