ওয়ানডে সিরিজ বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় ম্যাচ রিভিউ।
শুভ সকাল
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। আজকে আমি লিখতে বসেছি বাংলাদেশ খেলার রিভিউ নিয়ে বাংলাদেশ বনাম আফগানিস্তান। যদিও দুইদিন আগে প্রথম ম্যাচ রিভিউ আপনাদের কাছে তুলে ধরেছিলাম আর আজকের দ্বিতীয় ম্যাচ রিভিউ।
![]() |
---|
বাংলাদেশ প্রথম ম্যাচ হারার পর দুইটা পরিবর্তন নিয়ে টস করতে মাঠে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। গতকাল মনে হয় ভাগ্যটা ভালো ছিল তাই টসে জিতেই ব্যাট নেওয়া সিদ্ধান্ত নেয়। ব্যাট নিয়ার সিদ্ধান্তটা যে ভাল ছিল সেটা খেলার মধ্যেই প্রকাশ পেয়েছে।
![]() |
---|
গত ম্যাচের প্রথম দিকে থেকেই বাংলাদেশ টিম ব্যাটিং বিপর্যয় পড়ে গেলেও আজকের খেলাটা ভিন্ন রকম ভাবেই খেলছে প্রথম থেকেই জুনিয়র তামিম ও সৌম্য সরকার দুজনেই ২৮ রানের জুটি করেন। কিন্তু ক্রিজে বেশিক্ষণ সময় থাকতে পারল না জুনিয়া তামিম। তার নিজের ভুলে লম্বা শার্ট খেলতে গিয়ে ক্যাস তুলে দিয়ে মাছ ছাড়তে হয় তিন ওভার এর দুই বলে বাংলাদেশের প্রথম উইকেটের পতন।
![]() |
---|
এরপর মাঠে নামছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত , অপরপ্রান্তে ব্যাট করছেন সৌম্য সরকার দুজনেই স্বাচ্ছন্দে খেলছিলেন দুজনেই খুব দেখেশুনে বড় রানের জুটি করতে চেয়েছিল তবে সৌম্য সরকারের একটি ভুল আউটে সে আশায় গুড়েবালি ঢেলে দিলো রশিদ খান।
![]() |
---|
দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 99 রান ১৯ ওভার শেষে। গতদিনের তুলনায় আজ অনেকটাই ভালো খেলছে বাংলাদেশ টিম। ২৫ আবার শেষে বাংলাদেশের রান দিয়ে দাঁড়ায় ১৪০ । তার কিছুক্ষণ পর দুই উইকেট হারিয়ে রানের চাকা অনেকটাই থেমে যায়।
![]() |
---|
বাংলাদেশ টিম অনেকদিন ধরে শেষ ফিনিশার খুঁজছিল । তবে তার কিছুটা রূপ দেখা গেল এই ম্যাচে শেষ পাঁচ ওভারে ৫০ রান তোলেন নাসুম আহমেদ ও জাকের আলি। নাসুম আহমদ এটি ছয় দুইটি চার মেরে ২৪ বলে ২৫ রান করেন । অপরপ্রান্তে জাকের আলী ২৭ বল খেলে তিনটি ছয় একটি চার মেরে 37 রানে অপরাজিত ইনিংস খেলেন। ৫০ ওভারে শেষে সাত উইকেট এর বিনিময়ে বাংলাদেশ ২৫২ রান তোলেন আর এই ম্যাচ জিততে হলে আফগানিস্তানকে ২৫৩ রান করতে হবে।
![]() |
---|
খেলার দ্বিতীয় অধ্যায়
যদিও ২৫৩ রান ওয়ানডে ম্যাচের জন্য খুবই সামান্য এই রান যে কোন দল মোকাবেলা করতে সক্ষম তবে বাংলাদেশের বোলিং লাইন অফ ভালো থাকাই কিছুটা হলেও বেকার দিবে ভরসা ছিল।
![]() |
---|
কালকে খেলা দেখছিলাম আর কমেন্ট করছিলাম আমাদের কমিউনিটিতে হঠাৎ করে তানায় দাদার একটি কমেন্টের নোটিফিকেশন আসে খেলা সম্পর্কে । তখন আমি খেলার আপডেট দিয়েছিলাম যে হয়তো আজকে ম্যাচটা বাংলাদেশ জিততে পারে।
![]() |
---|
আফগানিস্তানের টিম সহজে হার মানতে চায় না । তারা শেষ পর্যন্ত লড়াই করে টিকে থাকতে চাই। প্রথম থেকেই তারা দেখে শুনে খেলছিলেন ২৫ ওভারে মাত্র দুইটি উইকেট হারায় তবে রান অনেকটাই দীর গতিতে উঠছিলেন । রানের চাকা একটু সচল রাখতে হাত খুলে মারতে গিয়ে ২৮ অভার শেষে আরো একটি উইকেট হারাই।
![]() |
---|
২৯ ওভারে জোড়া উইকেটের পতন হওয়াতেই আফগানিস্তান ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে। ১৬৩ রানে ৬ উইকেট হারিয়ে অনেকটাই দিশেহারা। শেষের দিকে রশিদ খান ও মোহাম্মদ নবী দুজনেই কিছুটা রান তুললেও পরবর্তীতে ১৮৪ রানে দশ উইকেট হারায় আফগানিস্তান।
![]() |
---|
৬৮ রানে জয়লাভ করে বাংলাদেশ ম্যাচ সমতায় ফিরিয়ে নিয়ে আসেন। কাল ছয়টার সময় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আর এই ম্যাচের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। অভিনন্দন বাংলাদেশ টিমকে সামনের ম্যাচে এই ধারাবিকতা বজায় রাখার জন্য দোয়া রইল।