জুম্মার নামাজের পর অসুস্থ বন্ধুকে দেখতে যাওয়া।
শুভ সকাল
আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার নাম মোঃ শাহিন আপনাদের সাথে যুক্ত রয়েছি মালয়েশিয়া থেকে। দুঃখজনক একটি ঘটনা কে কেন্দ্র করে আজকের আর্টিকেল উপস্থাপনা করছে।
যেহেতু দীর্ঘ তিন বছর ধরে আমি cts এই কোম্পানিতে জব করছি আর এই সুবাদে অনেক বন্ধু বান্ধবী গড়ে উঠেছে। আমরা সবাই একটি পরিবার সব সময় একে অপরের পাশে থাকার চেষ্টা করি । হয়তোবা তার ভাষা আমার ভাষার সাথে মিল নাই তবে সবার গায়ের রক্ত তো একই। যেহেতু আমাদের কোম্পানিটা অনেক ছোট তাই আমাদের এখানে লোকসংখ্যা ও অনেক কম এজন্যই প্রায় প্রত্যেকের সাথে খুবই ভালো সম্পর্ক।
দ্বিতীয়তঃ আমরা প্রত্যেক সপ্তাহে একটি দিন সবাই একসাথে খেলা করতে যাই আর সেখান থেকে মূলত সবার সাথে সুসম্পর্ক গড়ে উঠছে। অফিস স্টাফ থেকে শুরু করে আমরা যারা সার্ভিস সেক্টরে কাজ করি সবাই মনে করি যে এটা কোন কোম্পানি নয় এটা আমাদের একটি পরিবার। পরিবারের একজন যদি অসুস্থ হয় তাহলে তার দায়িত্ব অন্য কারোর উপরে বর্তাবে।
বন্ধু কখনো সমবয়সী দেখে গড়ে ওঠে না যে কোন বয়সেই একে অপরের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। গত সপ্তাহে আমরা সবাই একসাথে ফুটবল খেলছিলাম হঠাৎ এক বন্ধুর পায়ে টান লাগে চিৎকার করে বন্ধু বলে উঠলো আমার পা ভেঙ্গে গিয়েছে, আমার পা ভেঙ্গে গিয়েছে। আমরা তাকে জড়িয়ে ধরে বললাম এটা কিছুই হয়নি একটু বাম লাগালেই সেরে যাবে। সাথে সাথে পাশের দোকান থেকে আইস নিয়ে এসে পায়ের উপরে ধরল। আর আমি তার পা টা মেসেজ করে দিতেছিলাম।
তখনও আমরা কোন কিছু বুঝতে পারি নাই। এক ঘন্টার মত খেলাধুলা শেষ করে যখন বাড়ি ফিরব তখন তার কাছে জিজ্ঞাসা করল এখন কি অবস্থা সে বলে উঠলো যে একই রকম । আমি বুঝতে পারছি আমার পা ভেঙ্গে গিয়েছে। তারপর তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর এক্সরে করে দেখা গেল যে হ্যাঁ সত্যিই তারপর ভেঙ্গে গিয়েছে।
ঐদিন হাসপাতালে আর ভর্তি নিলো না তারপরের দিন সকালে হাসপাতালে ভর্তি হলো এবং ডাক্তার অপারেশন করে পায়ের ভিতর একটা স্ক্রুপ ঢুকিয়ে দিল আর বলে দিল যে দুই মাস বিশ্রামে থাকতে তাহলে পুনরায় আবার ঠিক হয়ে যাবে। আনন্দ করে সামান্য খেলা করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার । আসলে কখন কিভাবে কার জীবনে দুর্ঘটনা চলে আসবে সেটা উপর আল্লাই ভালো জানেন।
শুক্রবার নামাজ পড়া শেষ করে আমরা সবাই বন্ধুর বাসায় যাই বন্ধুকে দেখতে তার শারীরিক অবস্থা জানতে । ভাঙ্গা পা নিয়ে শুয়ে আছে বিছানায় ওঠার জন্য একটা দড়ি টাঙানো আছে সেই সাথে এক পায়ে ভর দিয়ে হাঁটার জন্য লাঠি দিয়েছে ডাক্তারের।
আশা করা যায় দুই মাসের ভিতরে আমার এই বন্ধুটি সুস্থ হয়ে উঠবে। আপনারা তার জন্য দোয়া করবেন আশা করি আবার আমাদের মাঝে হেঁসে খেলে কথা বলবে স্বাভাবিক জীবনে ফিরে আসবে।
Device | Name |
---|---|
Android | vivo Y15 |
Location | Malaysia 🇲🇾🇲🇾 |
Short by | @mdsahin111 |
https://w3w.co/mice.period.roofed
তো বন্ধুরা এই ছিল দুর্ঘটনার কাহিনী এবং বন্ধুকে দেখতে যাওয়ার মুহূর্ত। আবারো তার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার বন্ধুকে দ্রুত সুস্থ করে দেন আমীন।
@damithudaya sir, thank you so much for supporting me.
আপনার বন্ধুর জন্য রইল ভাই আল্লাহ যেন খুব দ্রুত সুস্থ দান করে আপনাদের মাঝে ফিরে আসে। এই দোয়াই করি তার জন্য