সহজ পদ্ধতিতে ছোট মাছ রান্নার রন্ধন প্রণালী।

in Incredible India5 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময়! অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
শুভ সকাল,

সবাইকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা, আমি মোঃ শাহিন বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট সহজ পদ্ধতিতে ছোট মাছ রান্নার রেসিপি।

গতকালকের শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ভালোবাসা দিবসের দিন হ্যাংআউটে উপস্থিত থাকতে পারি নাই এমনকি গতকালকে কোন পোস্ট শেয়ার করতে পারি নাই প্রচন্ড মাথা ব্যাথা তার সাথে হালকা জ্বর । জ্বরের কারণে জ্বর ঠুটু প্রকাশ পেয়েছে। কথায় আছে শরীর মন ভালো না থাকলে কোন কিছুতেই মন বসে না তো যাই হোক কয়েকদিন আগে ছোট মাছ রান্না করেছিলাম । রান্না করছিলাম আর ভাবছিলাম যে আমি কিভাবে ছোট মাছ রান্না করি মালয়েশিয়াতে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব।

IMG_20240216_000345.pngক্যানভা সম্পাদনা করা হয়েছে

যদিও রান্নার কাজে খুব একটা পটু নয় তবে মোটামুটি খাওয়ার মত রান্না করতে পারি তো যাই হোক দেখে নেওয়া যাক।

ছোট মাছ রান্নার প্রয়োজনীয় উপকরণ :-
উপকরণপরিমাপ
ছোট মাছ২৬০ গ্রাম
টমেটো 🍅১ টা
আলুমাঝারি সাইজের দুই টা
পেঁয়াজবড় সাইজের একটি
রসুন৮ থেকে ৯ কোয়া
কাঁচা মরিচ১২ টির মত
লবণপরিমাপ মত
তেল‌আনুমানিক ৭০ গ্রামের মত চাইলে কম বেশি করতে পারেন
জিরা গুঁড়া১½ চা চামচ
এ্যালাচ ফল১ টা

IMG_200212_193225.jpg

IMG_20240212_200937.jpg

ছোট মাছ রান্নার পদ্ধতি :

প্রথমে মাছগুলো আমি ভালো করে টিপে টিপে পেঠ থেকে ময়লা গুলা বের করে দিয়ে ধুয়ে একটি পাত্র রেখে দিয়েছি। তবে খেয়াল করতে হবে মাছের ভিতরে যেন ময়লা না থাকে ময়লা থাকলে কিন্তু মাছগুলো রান্নার পর তিতা লাগবে।

IMG_20240212_200914.jpg

এবার আমি একটি খালি কড়াই নিয়েছি। কড়াই টা হালকা গরম করে পরিবার মত তেল দিয়েছি তেল গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখ রাখার রসুন কুচি ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ, মরিচ, বাটা মসলা গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।

IMG_20240212_200944.jpg

কষানো হয়ে গেলে হালকা পানি দিয়ে এবার আগে থেকে কেটে রাখা আলু কুচি গুলো দিয়ে আবারো তিন থেকে চার মিনিট মত কষিয়ে নিয়েছি। কষানো শেষ পর্যায়ে ছোট মাছগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি এবার চুলার আঁচ কুমিয়ে দিয়ে এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে পরিমাপ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি।

IMG_20240212_201241.jpg

IMG_20240212_200928.jpg

পানি হালকা গরম হয়ে উঠলে আগে থেকে কেটে রাখা একটি টমেটো মাছের উপরে দিয়ে দিয়েছি যাতে করে মাছের ঝোল একটু কমে আসলে টমেটোগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশে যাই।

IMG_20240212_201647.jpg

আমার রেসিপিটা প্রায় শেষের দিকে খুব কম সময়ে আপনারা ঘরে বসে এমন রেসিপি তৈরি করতে পারেন এই মাছগুলো খেতে যেমন স্বাদ তেমনি পুষ্টিগুণ অনেক বেশি, তো যাই হোক চুলার আঁচ মিডিয়াম রেখে ২০ মিনিট পরে ঢাকনা কচু করে দেখি ঝোল অনেকটাই কমে গেছে তারপর আরো দুই থেকে তিন মিনিট পর দেখলাম যে আমার রেসিপিটা পুরোপুরি খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে।

IMG_20240212_201519.jpg

তো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম ছোট মাছের খুব সুন্দর রেসিপি কেমন হয়েছে খেয়ে দেখে 🤤 কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি আল্লাহ সবার মঙ্গল করুন ।

Sort:  
Loading...
 5 months ago 

ছোট মাছ রান্না করার পদ্ধতি আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। তবে আমি শুধুমাত্র ছোট মাছ টমেটো দিয়ে রান্না করে থাকি, অনেক বেশি কাঁচা মরিচ দিয়ে। আপনি দেখলাম মাছের সাথে আলু দিয়েছেন। ধন্যবাদ চমৎকার রন্ধন প্রণালী আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 5 months ago 

বাহ অনেকদিন পর কোন ছেলের থেকে একটা রেসিপি পোস্ট পেলাম। আপনি প্রথমে উপকরণ ও পরে রন্ধন প্রণালী খুব শ্নদর ভাবে তুলে ধরেছেন। ছোট মাছ রান্নার থেকে এটা পরিস্কার করা বেশি ঝামেলার মনে হয়। তবে এই মাছের স্বাদ কিন্তু দারুণ।

 5 months ago 

আপনি খুব সুন্দরভাবে ছোটমাছ রান্নার রেসিপি উপস্থাপন করেছেন। আপনার পোস্টগুলো পড়ে মনে হয় আপনি রান্নার বিষয়ে খুব ভালো অভিজ্ঞ। ভালো থাকবেন।

 5 months ago 

সহজ পদ্ধতিতে ছোট মাছ রান্নার রন্ধন প্রণালী আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো ৷ আমরা হয়তো অনেকে ছোট মাছ রান্না করে খাই ৷ কিন্তু আজকে আপনার পোস্ট পড়ে খুব সহজ পদ্ধতি টা জানা হয়ে গেলো ৷

ধন্যবাদ ভালো থাকবেন ৷

 5 months ago 

রান্না করা যতোটা সহজ মনে হয় বাস্তবে কি তাই?

মোটেও সহজ না। আপনি নিজে করেছিলেন, তাই এতোটা সুন্দরভাবে প্রতিটি ধাপ তুলে ধরতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি রন্ধন-প্রনালী আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74