একটা মজার ছোট গল্প

in #story3 months ago

গ্রামের এক গরিব মানুষ, হরিপদ, একদিন সিদ্ধান্ত নিলো শহরে গিয়ে কিছু কাজ করবে, যাতে তার অভাব কিছুটা মিটে যায়। তো, সে শহরে গিয়ে একটা কোম্পানিতে চাকরি নিলো। কোম্পানির ম্যানেজার তাকে একটা টাস্ক দিলো — "তোমাকে তিনটা বাক্সে নির্দিষ্ট করে দেয়া চিহ্ন অনুযায়ী মাল রাখতে হবে।"

হরিপদ খুব মনোযোগ দিয়ে কাজ শুরু করলো। তবে কি
Default_0.jpg
ছুক্ষণ পরে, ম্যানেজার এসে দেখে একটা মজার ঘটনা ঘটেছে। সে হরিপদকে জিজ্ঞেস করলো, "তুমি কি করছো?"

হরিপদ বললো, "স্যার, আপনি তো বলেছিলেন তিনটা বাক্সে মাল রাখতে, কিন্তু আমি কোনো একটা বাক্স খুঁজে পেলাম না যেটাতে লেখা ছিল 'কোনো কাজ করব না'। তাই আমি সবগুলো মাল দুইটা বাক্সে ভরে দিয়েছি!"

ম্যানেজার অবাক হয়ে বললো, "কেনো তুমি এমন করেছো?"

হরিপদ মাথা চুলকে বললো, "স্যার, গ্রামের লোকেরা বলে, কাজ না করলে পেটে দানা পানি পড়ে না। তাই আমি সব কাজ করে ফেলেছি, যাতে পেটে ক্ষুধা না থাকে!"

ম্যানেজার হাসি আটকে রাখতে পারলো না। সে বুঝলো, হরিপদ যতটা সহজ সরল, ততটাই হাস্যকর!

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 59696.83
ETH 2363.30
USDT 1.00
SBD 2.55