কলি জবা ফুলের ফটোগ্রাফি।steemCreated with Sketch.

in Steemit Globallast year

আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আপনাদের জন্য কলি জবা ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। জবা অনেকের পছন্দের ফুল। তবে কলি জবা কতটুকু আপনাদের পছন্দ সেটি আমার জানা নেই। এই কলি জবা কলিই থাকে সবসময়, কখনো এই জবাব ফোটে না। তাই এটাকে কলি জবা বলা হয়।

IMG_20231014_131904_985.jpg

কলি জবা দেখতে বেশ চমৎকার, দেখে মন জুড়িয়ে যাবে। আমি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম নদীর ধারে কলি জবা ফুটে রয়েছে, দেখে মন জড়িয়ে গেলো, তাইতো আপনাদেরকে দেখাতেও চলে নিয়ে আসলাম। শীতকালে এই জবা বেশি ফুটতে দেখা যায়। তবে শীতকাল ব্যতীত এই জবা ফোটে , বলা চলে সারা বছরই এই জবা ফোটে।

IMG_20231014_131905_938.jpg
IMG_20231014_131903_941.jpg

দুটি জবা এমন ভাবে ফুটে রয়েছে মনে হচ্ছে যেনো মনে হয় একটি আরেকটির পরিপূরক। মনে হচ্ছে ভালোবাসার বন্ধনে তারা আবদ্ধ । মনে হয় ভালোবাসা এমনই হয়। ফুলকে ভালোবেসে অনেকেই বাগান বিলাস তৈরি করে। বাগানে যদি ফুল থাকে তাহলেই ভালবাসার মানুষটি পূর্ণতা পায়।

IMG_20231014_131901_434.jpg

IMG_20231014_131901_434.jpg

IMG_20231014_131836_811.jpg

আর একটি যে ফুল দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এই টি ভিলেন, মনে হচ্ছে এর গার্লফ্রেন্ড অন্যজন কেড়ে নিয়েছে। আমি ফটোগ্রাফির মাধ্যমে এর প্রতিকৃতির প্রকাশ পেয়েছি। পাশাপাশি দুটি জবা একত্রে, আরেকটি জবা দুরে একা স্থির হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে, মনে হয়েছে প্রকৃতির এ এক বহিঃপ্রকাশ। কেমন লাগলো আমার জবা ফুলের ফটোগ্রাফি সিটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন সকলে।

IMG_20231014_131825_198.jpg

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67202.29
ETH 2597.64
USDT 1.00
SBD 2.66