||ফুলের ফটোগ্রাফি||১০%@shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ14 days ago (edited)

হ্যালো..!!
প্রিয় আমার বাংলা ব্লগ পরিবার
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে
আজ , , নভেম্বর / ১৬ /২০২৪

1000002464.jpg

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দু আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি আজকে আমি আপনাদের সাথে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব ।ফুল আমার অনেক ভালো লাগে যেখানে ফুল দেখি সেখানেই যেয়ে আমি আমার ফোন দিয়ে ফুলের ছবি তুলে থাকি ।শুধু আমি কেন আমার বাংলা ব্লগে যারা কাজ করে তারাই হয়তো বিভিন্ন ধরনের ফুলের ছবি তুলে আমাদের সাথে শেয়ার করে। অনেকদিন আগে একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম ।পার্কে ঘুরতে যেয়ে সুন্দর কিছু ফুল দেখে সেই ফুলের ছবি তুলে রেখেছিলাম। আজকে গ্যালারিতে হঠাৎ সেই ফুলের ছবিগুলো আমি দেখতে পাই । শীতকালে সাধারণত মানুষ ঘুরতে যায় আমরাও অনেকবার শীতকালে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি ।এখন শীতকালে ঘুরতে যেয়ে মানুষ বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করবে। এমনিতেই শীতকালে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা দেরি না করে সেই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আসা যাক।
ফটো-১


1000002201.jpg

1000002198.jpg

1000002199.jpg

Location




কলকে ফুলটি আসলেই অনেক সুন্দর দেখতে। বিশেষ করে গায়ে হলুদের দিন এই ফুলটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। যখন আমি কলকে ফুলের গাছের নিচে গেলাম তখন দেখতে পেলাম একদিকে সাদা ও হলুদ রং মিশ্রিত কলকে ফুল ।আর অন্যদিকে হলুদ কলকে ফুল । আসলেই ফুলটি দেখতে অনেক চমৎকার লাগছিল তাই ছবি তুলে নিয়েছি।
ফটো-২


1000002191.jpg

Location




এটা হলো ঘাস ফুল ,ঘাসফুল সাধারণত লাল ও সাদা রংয়ের হয়ে থাকে। দেখতে পেলাম টপে অনেক সুন্দর ঘাসফুল ফুটেছে তাই ছবি তুলে নিয়েছি।
ফটো-৩


1000002193.jpg

Location




আপনারা যেই ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই ফুল গাছটা হলো পট্টলিকা ফুল গাছ। পট্টলিকা সাধারণত গোলাপী ও হলুদ রঙের হয়ে থাকে। আমার সব থেকে হলুদ রঙের পট্টলিকা ফুলগুলো দেখতে বেশি ভালো লাগে। যখন আমি পট্টলিকা ফুলের ছবি তুলছিলাম তখন দেখতে পেলাম বাঁশের সাথে একটা টপে ফুল গাছটা ঝুলানো আছে। দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল তাই ছবি না তুলে থাকতে পারিনি।
ফটো-৪


1000002194.jpg

Location




এই ফুলটা হলো জবা ফুল। আগে জানতাম জবা ফুল সাদা লাল রঙের হয় ।এখন দেখতে পেলাম কমলা রঙের ও জবা ফুল হয়ে থাকে ।এ ফুলটা অনেক বড় সাইজের ফুটেছিল তাই দূর থেকে দেখে মনে হয়েছিল যে হয়তো ফুলটা অন্য একটা ফুল ।যখন কাছে এসে দেখলাম তখন ফুলটা দেখে বুঝতে পারলাম এটা জবা ফুল।
ফটো-৫


1000002196.jpg

Location




লাল রঙের জবা ফুলটা দেখতে আসলেই অনেক ভালো লাগছিল ।এটা হয়তো অন্য ধরনের জবা ফুল। এই ফুলটা সাধারণত কোন ফুল বাগানে দেখতে পাওয়া যায় ।বাড়ির আশপাশে এই জবা ফুলটা খুব কম লাগিয়ে থাকে মানুষ।
ফটো-৬


1000002190.jpg

Location




এটা হলো কাগজ ফুল। কাগজ ফুল আসলেই অনেক ভালো লাগে । যখন আমি কাগজ ফুলটি দেখতে পেলাম তখন মনে হচ্ছিল ফুলটা যেন আকাশ ছোঁয়ার চেষ্টা করছে। গোলাপি রঙের ফুল তেমনি আকাশি রং এর আকাশ আসলেই এই দৃশ্যটা দেখতে অনেক চমৎকার লাগছিল।

🌹 ধন্যবাদ সবাইকে🌹

আল্লাহ হাফেজ...! আবারো খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ ❣️❣️❣️


ব্লগার@mdemaislam00
ব্লগিং ডিভাইসinfinix note 11pro
অনুবাদেমোছাঃ ইমা খাতুন
শ্রেণীরেসিপি
Screenshot_2024_0519_194135.jpg
আমার নাম মোছাঃ ইমা খাতুন। আমি একজন বাংলাদেশী। আমার বর্তমান ঠিকানা ষোলটাকা, গাংনী মেহেরপুর। আমি বিভিন্ন ধরনের রেসিপি করতে অনেক পছন্দ করি এছাড়াও আমি লেখালেখি এবং ডাই পোস্ট করতে ভালোবাসি। আমি এসএসসি পাশ করেছি আমাদের গ্রাম থেকে এবং পাশাপাশি ব্লগিং করি এবং নিজের যোগ্যতাকে যোগ্য অবস্থান দেওয়ার চেষ্টা করি। আমি বিশ্বাস করি মানুষ একদিন হয়তো থাকবে না কিন্তু মানুষের কর্ম সারা জীবন থেকে যাবে এই জন্য আমি কাজের ভিতরে আসল শান্তি খুঁজে পাই।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhd7Ad93hjKY7XXqXwCYMpoU77gVuL2GHGFkJzK3LBmmPDKPbSFkaNFXCeqsm5mEKePEnGR2EDVeYe2eA.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZ6f4GKSwLn3BBFmPFifbbr21AhPTJ7XiTPJGbzxXNzpL3AeDnWebvp5DxFE241B8HGEVAqqCDY5m5Sn.png

Sort:  
 14 days ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 12 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 14 days ago 

অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে পেরে। দারুন সব ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। ভালোলাগার ফুলগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া ফুল গুলো ভালো লাগার জন্য।

 14 days ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আমার।একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনাগুলো খুবই চমৎকার হয়েছে। সবগুলো ফটোগ্রাফির মধ্যে জবা ফুলের ফটোগ্রাফিটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 12 days ago 

জবা ফুলের ফটোগ্রাফিটি ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

1000002473.jpg

1000002476.jpg

1000002477.jpg

 14 days ago 

ইদানিং আমার বাংলা ব্লগের সবাই চমৎকার সব ছবি উপহার দেয়। বিশেষ করে ছবির সিলেকশন অসাধারণ ছিল আপনার। প্রথম হলুদ রঙের ফুলটায় আমার চোখ আটকে গেলো। আর অন্যান্য ছবিগুলো দূর্দান্ত ছিল।
অনেক ধন্যবাদ আপু চমৎকার ছবিগুলো শেয়ার করার জন্য।

 12 days ago 

হলুদ রঙের ফুল দেকে চোখ আটকে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

দেখে তো মনে হচ্ছে আমি একদম ফুলের বাগানের মধ্যে প্রবেশ করে ফেলেছি। কত সুন্দর সুন্দর ফুল গুলো ছিল। প্রত্যেকটা ফুল অনেক সুন্দর ভাবে মোবাইলে ধারণ করা হয়েছে। হয়তো ক্যামেরাটা ভালো এজন্য এত সুন্দর্য ফুটে উঠেছে।

 12 days ago 

ফুলগুলো দুপুরবেলায় তোলার কারণে দেখতে আরো বেশি সুন্দর লাগছে আপু।

 14 days ago 

কি সুন্দর সুন্দর ফুলের ছবিগুলো আপনি আজ পোস্ট করেছেন। প্রথমে থেকে কলকে ফুলের ছবিগুলো অসাধারণ লাগছে। আর বাগান বিলাস নিয়ে আলাদা করে বললাম না। সবকটা ফুলই খুব সুন্দর হয়েছে।

 12 days ago 

ঠিক বলেছেন আপু বাগান বিলাস ফুলটি আসলেই আমার কাছে অনেক ভালো লাগছিল তাই ছবি তুলে নিয়েছি।

 14 days ago 

আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। জবা ফুলের ফটোগ্রাফি গুলো আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। শেষের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি টা আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। মনমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 12 days ago 

জবা এবং বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি গুলো ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

 14 days ago 

ফুল দেখলে সব সময় মন ভালো হয়ে যায়। আপনার পোস্টে এক বছর ফুলের ভালোবাসা পেলাম। ফুল ভালোবাসে না এরকম মানুষ খুব কম। এতগুলো ফুল একসাথে দেখতে অনেক ভালো লাগলো। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দারুন ভাবে ক্যাপচার করেছেন। ফুলের ফটোগ্রাফি সহ বিস্তারিত বর্ণনা আমাকে মুগ্ধ করেছে। সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

 12 days ago 

ফুলগুলো ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

ধন্যবাদ আপু ফুলগুলো ভালো লাগার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.30
JST 0.047
BTC 101569.54
ETH 3980.33
USDT 1.00
SBD 3.63