লেভেল ৩ হতে আমার অর্জন - By @mdashraful || ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

আচ্ছালামুয়ালাইকুম,

আশা করি আমার বাংলা ব্লগের সকলে পরিবারবর্গ নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন।

আলহামদুলিল্লাহ লেভেল ২ এ উত্তীর্ণ হওয়ার পর,আমি এখন একজন লেভেল ৩ ক্যান্ডিডেট।

বাসায় করুণ এক পরিস্থিতি যাচ্ছে, আব্বু-আম্মু সবাই অসুস্থ। এর মধ্যে লেভেল ৩ এর ক্লাস যথারীতি সম্পন্ন করি এবং মৌখিক পরীক্ষায় দিই। পরের দিন @alsarzilsiam ভাই সুখবর জানান যে, লিখিত পরীক্ষা সম্পন্ন করতে।



@abb-school এর সম্মানিত প্রফেসরগণ আমাদের যথেষ্ট সহায়তা এবং গাইড করেন লেভেল ৩ এর ক্লাস কমপ্লিট করতে।
আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন, মডারেটর, প্রফেসরদের কাছে কৃতজ্ঞ। আমরা প্রতিনিয়ত স্টিমিট সম্পর্কে বিস্তারিত এবং খুঁটিনাটি সবকিছু আপনাদের মাধ্যমেই শিখছি।

লেভেল ৩ এর ক্লাসে স্টিমিটে পোস্টের সৌন্দর্য বৃদ্ধির জন্য মার্কডাউন, কোন কোন পোস্ট কোন কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত এবং কিউরেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

লেভেল ৩ হতে আমি যেসব বিষয় সম্পর্কে শিক্ষা অর্জন করেছি,তা নিম্নে প্রশ্নোত্তরের মাধ্যমে বিস্তারিতভাবে আলোকপাত করছি।

প্রশ্নঃ মার্কডাউন কি?

উত্তর ⇨ স্টিমিটে আমাদের পোস্টের লেখা, ছবি ইত্যাদি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য পোস্ট করার সময় যেসব নির্দিষ্ট কোড ব্যবহার করা হয়, তাদেরকে মার্কডাউন বলে।

প্রশ্নঃ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর ⇨ মার্কডাউনের ব্যবহার পোস্টকে মার্জিত এবং আকর্ষণীয় করে তোলে। আমরা মনুষ্য জাতি, স্বভাবগত কারণেই আমরা সবসময় সুন্দরের পূজারি। সাদাসিধা কোন সাধারণ পোস্ট পাঠকদের যেমন এটি খুব সাধারণ মনে হবে তেমনই পাঠকদের পোস্টটি পড়তে একঘেয়েমি চলে আসবে। পাঠকদের কাছে পোস্টকে দৃষ্টিনন্দন এবং একঘেয়েমি দূর করে, পোস্টের লিখা পাঠকদের শেষ অবধি পড়ার আগ্রহ সৃষ্টির জন্যই, মার্কডাউনের ব্যবহার করা হয়। এজন্যই মার্কডাউন কোডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তর ⇨ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে, কোডগুলোকে পোস্টের মধ্যে দেখানোর জন্য কোডগুলোর আগে চারটা স্পেস দিতে হবে ।

প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।

উত্তরমার্কডাউন কোডগুলো এবং এর আউটপুট নিচে দেয়া হলঃ

মার্কডাউন কোডঃ
<table><thead><tr><th>User</th> <th>Posts</th><th>Steam Power</th></tr></thead><tbody><tr><td>User1</td><td>10</td><td>500</td></tr> <tr><td>User2</td><td>20</td><td>9000</td></tr> </tbody> </table> 
আউটপুটঃ
User PostsSteam Power
User110500
User2209000


প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তর ⇨ প্রথমে তৃতীয় বন্ধনীর মধ্যে যে লেখা বা টেক্সকে লিংক আপ করাতে হবে সেটাকে লিখতে হবে, তারপর প্রথম বন্ধনীর মধ্যে সেই নির্দিষ্ট লিংকটি লিখতে হবে।

যেমনঃ [Md Ashraf](https://mdashraf.me)



আউটপুটঃ Md Ashraf

প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তর ⇨

মার্কডাউন কোডঃ
<h1> Header 1</h1>
<h2>Header 2</h2>
<h3>Header 3</h3>
<h4>Header 4</h4>
<h5>Header 5</h5>
<h6>Header 6</h6>


আউটপুটঃ

Header 1


Header 2


Header 3


Header 4


Header 5

Header 6


প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তর ⇨ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড হলঃ

<div class ="text-justify"> এখানে আমার লিখাগুলো হবে </div>


প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তর ⇨ কনটেন্টের টপিকস নির্বাচনে যেসব বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেগুলা হলঃ

  • পোস্টের টপিকস সম্পর্কে জ্ঞান
  • পোস্টের টপিকস সম্পর্কে অভিজ্ঞতা
  • পোস্টের টপিকসের উপর সৃজনশীলতা


প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তর ⇨ গুনগত এবং মানসম্মত ব্লগ লিখতে হলে, যে টপিকসের উপর ব্লগ লেখা হচ্ছে, সে টপিকসের উপর যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। অন্যথায়, ব্লগ পোস্ট মানসম্মত হবে না। স্টিমিট প্লাটফর্ম কে এগিয়ে নিতে, ব্লগিং এ নিজের ক্যারিয়ের কে সমৃদ্ধি করতে, কোয়ালিটি ব্লগ পোস্টের কোন বিকল্প নেই। কোয়ালিটি ব্লগ পোস্ট তৈরীর জন্যই, যে টপিকসের উপর ব্লগ লেখা হচয়, সে টপিকসের উপর যথেষ্ট জ্ঞান থাকা অতীব জরুরি।

প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তর ⇨ আমার দেয়া $7 ভোটটি যদি ঐ পোস্টের টোটাল রিওয়ার্ড হয়, তাহলে কিউরেশন রিওয়ার্ড হবে 7÷2= $3.5।

কিউরেশন রিওয়ার্ড যেহেতু এসপিতে দেওয়া হয়,
সুতারাং,
এসপি নির্ণয়ের ফর্মূলা অনুযায়ী, আমি কিউরেশন রিওয়ার্ড পাবো = 3.5 ÷ 0.50 = 7 এসপি।
[এখানে, স্টিম প্রাইস = $0.50]
অর্থাৎ, আমি কিউরেশন রিওয়ার্ড পাবো $3.5 বা 7 এসপি।

প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রিওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তর ⇨ পোস্টের শুরু থেকে প্রথম পাঁচ মিনিট এবং ৭দিনের মধ্যে শেষ ১২ঘন্টা কিউরেশন থেকে বিরত থেকে এবং প্রথম পাঁচ মিনিট থেকে ৬দিন ১২ ঘন্টার মধ্যে কিউরেশন করা।

প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?

উত্তর ⇨ @Heroism কে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে। কারণ, @Heroism কে ডেলিগেশন করলে আমি এসবিডি এবং এসপি ২টিই পাবো। নিজে কিউরেশন করলে, শুধুমাত্র আমি এসপি পাবো, কিন্তু হিরোইজম কে ডেলিগেশন করলে, বেশি এসপি পাবো এবং আমার প্রতিনিয়ত করা পোস্ট যদি কোয়ালিটিফুল হয়, তাহলে হিরোইজম আপভোট দিবে, সেখান থেকেও এসবিডি এবং এসপি দুটোই পাওয়া যাবে। তাই বলা যায়, নিজে কিউরেশন করার থেকে @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

#abb-level03

ধন্যবাদ

আমি মোঃ আশরাফুল গণি, পেশায় আমি একজন ছাত্র। ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইনিং সিএমএস এক্সপার্ট, ইমেইল টেম্পলেট ডিজাইনিং, মেইলচিম্প এক্সপার্ট, হালকা - পাতলা গ্রাফিক্স ডিজাইন এ দক্ষতা আছে।

শখঃ টেক রিলেটেড যেকোন কিছু করতেই ভালো লাগে।

বর্তমানে ব্লগিং শিখছি, নতুন কিছু শিখতেই সবসময় ভালো লাগে।

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি প্রশ্নের সঠিক ভাবে দেওয়ার চেস্টা করেছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য শুভ কামনা রইলো।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার দোআ এবং সহযোগীতা কামনা করছি।

আপনি যে লেভেল 3এর ক্লাস সম্পূর্ণভাবে করেছেন ও বুঝতে পেরেছেন তা আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে। আপনার পোষ্ট কোয়ালিটি দেখে একজন প্রফেশনাল পোস্ট কোয়ালিটির মত লাগতেছে। শুভকামনা রইল যেন সব লেভেল কমপ্লিট করে সম্পূর্ণ কাজ করতে পারেন।

ধন্যবাদ কবির ভাইয়া। কোয়ালিটি পোস্ট হওয়ার পেছনে, একমাত্র কারিগর হচ্ছে আমাদের প্রিয় @abb-school। উনাদের সুন্দর আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, আমরা প্রতিনিয়ত শিখছি। আমি abb-school এর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকব।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.031
BTC 81815.05
ETH 3185.92
USDT 1.00
SBD 2.79