পেন্সিল vs কলম||১০% লাজুক খ্যাকের জন্য||

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ১৪ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



কেউ কি বলতে পারবে আমাদেরকে ছোটবেলায় কেন কলম দিয়ে না লিখে পেন্সিল ব্যবহার করে লেখা শেখানাে হতাে । আমার মনেও এই প্রশ্নটা বারবার জাগত যে কেন আমাদের কে পেন্সিল দিয়ে লিখতে বলা । হতো আলো
তােমাদের কী মনে পড়ে ছােটবেলায় যখন মা আমাদের হাতে পেন্সিল তুলে দিয়ে আমাদেরকে লেখা পড়ার প্রথম যাত্রাটা শুরু করতে বলেন ? কতই না কষ্ট করে যুদ্ধ করে হাতে পেন্সিলটি ঠিক করে ধৱা শিখি ।


man-593333_1280.webp

pencil-147130_1280.png

source

তারপর শুরু হয় অক্ষর লেখার পাল্লা । যখন প্রথম পেন্সিলটি হাতে ধরি মনের মধ্যে কেমন জানি অনুভূতির সৃষ্টি হয় । কতই না চেষ্টা । করে ' অ ' অক্ষরটি ঠিক করে স্পষ্ট করে লেখার জন্য যুদ্ধ প্রতাম । যখন সঠিকভাবে ‘ অ ' অক্ষরটি লিখতে পারতাম তখন মা আমাদের খুশি হয়ে ভালােবেসে বুকের মাঝে জড়িয়ে নিতেন । এখন সকল মায়ের একই কথা ভালো করে লেখাপড়া করে মানুষ হতে হবে আমার তো মনে হয় । স্যার আইজ্যাক নিউটনকেও তার মায়ের কাছ থেকে এই বক্তব্য শুনতে হয়েছে । যাই হােক এবার হলাে কলমের পালা পেন্সিল ব্যাবহারের তিন বা চার বছর না যেতেই আমাদের হাতে দেওয়া হয় কলম । এখন কলম দিয়ে । শুরু হয় জীবনের পথচলা । কলম এবং পেন্সিল দুটোর ব্যবহার একই তা হলাে লেখার কাজে ব্যবহার কিন্তু এর মধ্যেও এদের মাঝে এক বিশাল পার্থক্য রয়েছে তা হলাে সংশােধন করার ক্ষমতা । যখন পেন্সিল ব্যবহার করা হতাে তখন খুব সহজেই রাবার ব্যবহার করে ভুল সংশােধন করে নিতাম । কিন্তু কলমের বেলায় তাে আর তা করা যায় না । নামটা ঠিক মনে পড়ছে না । কিন্তু ,একজন বলেছেন ভবিষ্যতের নকশা যদি আঁকতেই চাও
তাহলে পেন্সিল দিয়ে আঁক লাইনটাও যদিও খুব ছােট
কিন্তু খুব বড় অর্থ বহন করে । কেননা জীবনকে সুন্দর স্বার্থকভাবে গড়ে তুলতে হলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে । কেননা এই পৃথিবীতে যােগ্যতমদের জয় অনিবার্য । অর্থাৎ জীবনের সকল কর্মকে পেন্সিলের সাথে তুলনা করা হয়েছে । কেননা জীবনের ভুলকে সংশােধন করা কী সম্ভব সব ভুলকে পেন্সিলে লেখার মত করে রাবার দিয়ে মুছে ফেলা যায় সব ভুলকে যদি পেন্সিল রাবারের মাধ্যমে সংশােধন করা যেত তাহলে কী আমাদের এই পৃথিবীটা সুন্দর হতাে প্রশ্ন আছে অনেক কিন্তু উত্তর তা জানা নাই । কেউ কেউ মনে করে পেন্সিল উত্তম অথবা কলম উত্তম । অর্থাৎ পেন্সিল বা কলম কোনটা বেশি উত্তম এই নিয়ে বিতর্ক লেগেই থাকবে । কিন্তু আমার কাছে পেন্সিল সব থেকে উত্তম মনে হয় । কেন জানাে কারণ
জীবনে প্রথমবার লেখা শুরু করি তখন মার কাছে থেকেই হতেখড়ি পাই । মার কাছে থেকে পেন্সিল দিয়ে লেখা শুরু করি । যখন অক্ষর লিখতে ব্যার্থ হতাম তখনই মা আমার হাত ধরে অক্ষর লিখতে সাহায্য করতেন পেন্সিল দিয়ে । কিন্তু যখন কলম দিয়ে লেখা শুরু করি।তখন কিন্তু মা হাত ধরে লিখতে সাহায্য করেননি।

Sort:  
 3 years ago 

পেন্সিল এবং কলম নিয়ে অনেক সুন্দর কথা বলছেন আসলেই মা যখন হাতে পেন্সিল তুলে দিল। আমাদের অ অক্ষরটা লিখতে অনেক কষ্ট হত। লিখতে পারতাম না তাও চেষ্টা করে যেতাম। আপনার মূল্যবান কথাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল অনেক ভাল ছিল

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন। ছোট বেলায় পেন্সিল একমাত্র ভরসা ছিল লেখা শেখার জন্য। কারণ ভুল করলে রাবার দিয়ে মিশানো যেতো। আমি ক্লাস টু পর্যন্ত পেন্সিল ইউজ করেছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64658.37
ETH 3421.84
USDT 1.00
SBD 2.52