DIY (এসো নিজে করি).||টেবিল ল্যাম্প তৈরি।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার| শরৎকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


প্রথমে ধন্যবাদ জানাই @rme দাদাকে আবারো এসো নিজে করি, ইভেন্টে অংশগ্রহন করার সুযোগ করে দেওয়ার জন্য।আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।



1634137351478-01.jpeg


টেবিল ল্যাম্প
device:redmi note 10
What's 3 Word Location:
https://w3w.co/putty.heavier.bathhouses

উপকরন

  • বাল্ব
  • আঠা
  • ইলেকট্রিক তার
  • সোল্ডারিং আয়রন
  • গ্লু-গান
  • প্লাস্টিকের বোতল
  • প্লাস্টিকের কৌটা
  • প্লাস্টিকের পাইপ
  • ম্যাজিক পাইপ
  • ব্যাটারি
  • সুইচ
  • সকেট

কাজের ধারা


IMG_20211013_200157.jpg


ধাপঃ-১ঃপ্রথমে আমি একটি কর্ক সোল্ডারিং আয়রন দিয়ে মেজিক পাইপ এর মাপে ছিদ্র করে নিই।


IMG_20211013_184759.jpg
ধাপঃ-২ঃএর পর মেজিক পাইপ ও পাইপ কর্ক দিয়ে এক সাথে সংযুক্ত করে নিই।


IMG_20211013_184843.jpg
ধাপঃ-৩ঃএর পর বাটির ঠিক নিচের অংশে মিডিল পজিশনে পাইপের মাপে ছিদ্র করে নিই।


IMG_20211013_184935.jpg


ধাপঃ-৪ঃএই অংশে আপনারা ছিদ্র করা অংশ দেখতে পাচ্ছেন।


IMG_20211013_185057.jpg

IMG_20211013_185259.jpg


ধাপঃ-৫ঃএর পর কোটার এক সাইডে সুইচ লাগানোর জন্য ছিদ্র করি। এবং সুইচ লাগিয়ে দিই।


IMG_20211013_193909_1.jpg


ধাপঃ-৬ঃএই ধাপে এসে আপনারা দেখতে পাচ্ছেন সুইচ ও চার্জার লাগানোর দৃশ্য।


IMG_20211013_185620.jpg

IMG_20211013_185634.jpg


ধাপঃ-৭ঃএর পর আমি লাইট লাগানো ও মেজিক পাইপ আটকানোর জন্য কর্ক ছিদ্র করে নিয়।


IMG_20211013_190241.jpg

IMG_20211013_191250.jpg


ধাপঃ-৮ঃএর পর বাল্ব গ্লু- গানের সাহায্য একত্রে করি। নেগেটিভ পজেটিভ ঠিক রেখে সোল্ডারিং আয়রন এর মাধ্যমে তার সংযোগ করি।


IMG_20211013_191913.jpg

IMG_20211013_191911.jpg


ধাপঃ-৯ঃএর পর পাইপের মধ্যে দিয়ে সেট করা তার দিয়ে দিই।


IMG_20211013_195044.jpg

IMG_20211013_194847.jpg


ধাপঃ-১০ঃএর পর সুইচে এবং চার্জার পিনে তার সংযোগ করি। গ্লু-গান দিয়ে পাইপটি বাটির সাথে সংযোগ করি।


IMG_20211013_195225.jpg

IMG_20211013_195124.jpg


ধাপঃ-১১ঃএর পর ব্যাটারির সাথে তার সংযোগ করি।


IMG_20211013_195347.jpg


ধাপঃ-১২ঃসুইচ চার্জার পিন ও ব্যাটারি সাথে তার সংযোগ করি।


IMG_20211013_210142.jpg


ধাপঃ-১৩ঃসমস্ত ধাপ সম্পন্ন করে আলো জালানোর আগের মূহুর্ত।


1634137351478-01.jpeg


ধাপঃ-১৪ঃতৈরি করা হয়ে গেলো আমার টেবিল ল্যাম্প।কোনো কিছুতে সাকসেস হলে আমি অনেক খুশি হই।আমি এখন অনেক খুশি। এখন ট্রায়েল দেওয়ার পালা।টেবিল ল্যাম্প জ্বালিয়ে একটু বই পড়ার চেষ্টা।ভালোই পড়া যাচ্ছে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 3 years ago 

ভাই খুব বেশ ভালো একটা কাজ করেছেন। সাধারণত টুকটাক কোন মিস্ত্রি বা অভিজ্ঞ লোক ছাড়া এমন টেবিল ল্যাম্প বাতি তৈরি করতে পারে না। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর একটা কাজ করেছেন ভাই। অনেক দক্ষতা না থাকলে এমন কাজ এতোটা সহজে করা যায় না। আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য

 3 years ago 

আপনার টেবিল ল্যাম্প টি অসাধারণ হয়েছে ।এটি তৈরি করতে আপনার অনেক সময় ও বুদ্ধির প্রয়োজন হয়েছে ,তা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ।আপনার অনেক অনেক প্রতিভা আছে বলতে হবে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই আপনি অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন।আমার কাছে আপনার বানানো টেবিল ল্যাম্প টি অনেক ভালো লেগেছে শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

টেবিল ল্যাম্প টি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।আপনার অনেক দক্ষতা আছে ,না থাকলে এতে সুন্দর ভাবে তৈরি করার সম্ভব না।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

টেবিল ল্যাম্প তৈরি করেছেন দারুন হয়েছে ভাই অনেক সুন্দর উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আপনার টেবিল ল্যাম্প টি অসাধারণ হয়েছে। স্বল্প খরচে এরকম একটি টেবিল ল্যাম্প তৈরি করে নিজের পড়াশোনায় উন্নতি ঘটাতে পারবো। শিক্ষনীয় পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 60385.18
ETH 2658.57
USDT 1.00
SBD 2.47