ডাই: রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -১৫ ই, জ্যৈষ্ঠ || ১৪৩১ বঙ্গাব্দ ||বুধবার||গ্রীষ্মকাল ||



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।


আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিভাবে সহজে রঙিন পেপার ও কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট বানাতে হয়।আশাকরি আপনাদের ভালো লাগবে।



PhotoEditor_202452995256467.jpg

ফটো-এডিটর দিয়ে বানানো


রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

device:redmi note 10


প্রয়োজনীয় উপকরন

  • রঙিন কাগজ
  • আঠা
  • পেন্সিল
  • কাঁচি

কাজের ধারা



1716866720841-01.jpeg


ধাপ:-ওয়ালমেট বানানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি হাতের কাছে রেখে দিতে হবে।


1716866742426-01.jpeg


ধাপ:-তারপর রঙিন কাগজগুলো বৃত্তের ন্যায় কেটে নিতে হবে। সবগুলো কাগজে একই রকম কেটে নিলে ওয়ালমেট দেখতেও সুন্দর হবে।


1716866771887-01.jpeg


ধাপ:-এবার কাগজগুলো গোল করে মাইকের ন্যায় সেফ দিতে হবে। সবগুলো কাগজ একই রকম গোল করে নেওয়া লাগবে।


1716866961855-01.jpeg


ধাপ:-তারপর একটা কার্ডবোর্ড নিতে হবে। কার্ডবোর্ড কেচি দিয়ে গোল করে কেটে নিতে হবে। খাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সুন্দর দেখা যায়।


1716866803157-01.jpeg


ধাপ:-এরপর রঙিন কাগজ দিয়ে বানানো মাইক গুলোকে আঠা দিয়ে কার্ডবোর্ডে সুন্দরভাবে লাগিয়ে নিলাম। লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন সবগুলো ফুল পাশাপাশি থাকে।


1716866824856-01.jpeg


ধাপ:-এখন সবুজ বর্ণের কাগজগুলোকে সুন্দর করে কেটে নিতে হবে। কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এলোমেলো না হয়ে যায়।


1716866846927-01.jpeg


ধাপ:-এরপর সবুজ বর্ণের কাগজ কাঁচি দিয়ে কেটে ফুলের ন্যায় বানিয়ে নিতে হবে। ফুল বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন সুন্দর হয়।


1716866870506-01.jpeg


ধাপ:-এবার সবুজ বর্ণের কাগজ আঠা দিয়ে ওয়ালমেট এর উপরে লাগিয়ে দিলাম।


1716866907343-01.jpeg


ধাপ:-এখন গোলাপি বর্ণের কাগজ কেটে একটা গোলাপ ফুল তৈরি করে নিলাম।


1716866884901-01.jpeg


ধাপ:-অবশেষে বানিয়ে ফেললাম রঙিন কাগজ ও কার্ডবোর্ড দিয়ে ওয়ালমেট। এ ধরনের ওয়ালমেট ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। রঙিন কাগজের জিনিস গুলো দেখতাম আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের মত অত সুন্দর করে ওয়ালমেট তৈরি করতে পারি না। চেষ্টা করি শুনে ভালো তৈরি করার জন্য।



আমার পরিচয়

IMG-20240308-WA0014.jpg

আমি মো: রাজু আহমেদ, আমি একজন ছাত্র। আমি বর্তমানে সোনারগাঁও ইউনিভার্সিটিতে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ লেখাপড়া করছি। আমি একজন ভ্রমণ প্রিয় মানুষ। প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে, রান্না করতে, বই পড়তে, কবিতা পড়তে, খেলাধুলা করতে খুবই পছন্দ করি।স্টিমিট প্ল্যাটফর্মের আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করতে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করি।


ধন্যবাদ সবাইকে


standard_Discord_Zip.gif

Sort:  
 3 months ago 

বাহ আপনি তো খুব চমৎকার ভাবে রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে বেশ অনেক সময় লাগে। তবে আপনার ওয়ালমেট তৈরি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। বিশেষ করে রঙ্গিন কাগজের ফুল দেখে মনে হচ্ছে বাস্তবে কোন ফুল হবে। চমৎকার ভাবে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

যদিও একটু সময় লাগে তবুও কাজ শেষে জিনিসটি তৈরি হয়ে গেলে দেখতে অনেক সুন্দর লাগে। সুগঠিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

এভাবে প্রতিনিয়ত সর্ব পরিমাণ সাপোর্ট দিয়ে পাশে আছেন পাশে থাকবেন আশা করি সব সময়।

 3 months ago 

রঙিন কাগজ এবং কার্ডবোর্ড দিয়ে সুন্দর একটি অয়ালমেট আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলগুলো মেরুন কালার হওয়ার জন্য আরো অনেক সুন্দর দেখাচ্ছে।অনেক সুন্দর ধাপ গুলো দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এত সুন্দর রঙিন কাগজ এবং কার্ডবোর্ড দিয়ে একটি অয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে আমার কাছে বেশ ভালো লাগে না। চেষ্টা করেছি সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে কাগজ কেটে গোলাপ ফুলের মতো তৈরি করে সেটা ওয়ালমেটে লাগিয়ে দেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

 3 months ago 

এ ধরনের ওয়ালমেট ঘরে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনার মূল্যবান মতামত পেয়ে অনেক খুশি হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল।

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন । দেখতে খুবই সুন্দর লাগছে প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য ।

 3 months ago 

আচ্ছা তাই নাকি তাহলে তো আর একটা ওয়ালমেট তৈরি করতে হয়। চেষ্টা করেছে উপস্থাপন সুন্দর করার জন্য যাতে সবার বুঝতে অনেক সুবিধা হয়।

 3 months ago 

আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন, দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের পোস্ট গুলো খুবই সুন্দর লাগে ও সৃজনশীলতার পরিচয় দেয়। আমাদের মাঝে প্রতিটি ধাপ সমূহ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 months ago 

আমার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। আপনার মূল্যবান মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ

 3 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে যদি ঘরে লাগিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া এ ধরনের ওয়ালমেট ঘরের দেয়ালে রাখলে ঘরের সৌন্দর্য কিছুটা বৃদ্ধি পায়। মূল্যবান মতামত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে আপনি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরি করা দেখে মুগ্ধ হয়েছি আমি। এক কথায় বলতে গেলে অসাধারণ ভাবে আপনি এই কারু কাজ সম্পন্ন করেছেন। ফুল ফুল জাতীয় ওয়ালমেট দেখতে বেশ ভালো লেগেছে আমার।

 3 months ago 

রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই ওয়ালমেটটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম।

 3 months ago 

রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এই ওয়ালমেটটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক খুশি হলাম।

 3 months ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। ফুলটির মাঝখানে গোলাপ ফুল দেওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। এরকম একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 months ago 

চেষ্টা করেছি বিভিন্ন ফুলের সংমিশ্রণে ওয়ালমেট তৈরি করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য

 3 months ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। মাঝখানের গোলাপ ফুলটা বেশ দারুন লাগছে দেখতে। পুরো ওয়ালমেটটা খুব সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। এই জিনিসগুলো ঘরে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর লাগে দেখতে।‌ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি শেয়ার করার জন্য।

 3 months ago 

ঠিকই বলেছেন আপু ঘরে ঝুলিয়ে রাখলে সৌন্দর্য বৃদ্ধি পায়। বষ্টি পড়ে মূল্যবান মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54166.76
ETH 2272.15
USDT 1.00
SBD 2.34