DIY PROJECT(এসো নিজে করি).||ডালে বসা একটি পাখির চিত্র অংকন।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ৩০ অগ্রাহায়ণ | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার| হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি




আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।

আজ আমি একই ডালে বসে থাকা একটি পাখির চিত্র অংকন সম্পর্কে আলোচনা করবো।কিভাবে খুব সহজে চিত্র অংকন করতে হয় তা আপনাদের মাঝে উপস্থাপনা করবো।আশাকরি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।



1639547109129-01.jpeg


ডালে বসা একটি পাখি
device:redmi note 10


প্রয়োজনীয় উপকরণ

  • কাগজ
  • পেন্সিল
  • রাবার

কাজের ধাপ


1639546706345-01.jpeg


ধাপঃ--১ঃপ্রথমে ভাবছিলাম কি অংকন করা যায়।অনেক সময় ভাববার পড়ে মনে হলো ডালে বসে থাকা একটি পাখির চিত্র অংকন করি।যা ভাবা সেই কাজ।বসে গেলাম অংকন করার জন্য।প্রথমে পাখিটির ঠোট অংকন করে নিলাম।


1639546727788-01.jpeg


ধাপঃ-২ঃএরপর পাখিটির পা ও পেটের দৃশ্য অংকন করে নিলাম।


1639546745931-01.jpeg


ধাপঃ-৩ঃএখন পাখিটির উপরের অংশ অংকন করে নিই।


1639546762961-01.jpeg


ধাপঃ-৪ঃএখন পাখির মুখের দৃশ্য অংকন করি।তারপর চোখ ও পেটের দৃশ্য অংকন করি।


1639547180321-01.jpeg


ধাপঃ-৫ঃএখন পাখিটির পালকের দৃশ্য অংকন করি।খেয়াল রাখতে হবে যেনো অংকন করা এলোমেলো না হয়ে যায়।


1639546849679-01.jpeg


ধাপঃ-৬ঃপাখিটির লেজ ভালোভাবে অংকন করে নিই।তারপর পাখিটির পায়ের নখ এর দৃশ্য অংকন করে নিই।


1639547029646-01.jpeg


ধাপঃ-৭ঃএখন পাখিটির পায়ের নিচে একটা ডাল এর চিত্র অংকন করি।এবং ডালের সাথে কিছু পাতার দৃশ্য অংকন করে নিই।


1639547086396-01.jpeg


ধাপঃ-৮ঃডালটির অপর সাইডের পাতাগুলো অংকন করি।


1639547109129-01.jpeg


ধাপঃ-৯ঃএই তো হয়ে গেলো ডালে বসে থাকা পাখির চিত্র অংকন।আশাকরি অংকনটি আপনাদের ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



standard_Discord_Zip.gif

Sort:  
 4 years ago 

ডালে বসে থাকা পাখির চিত্র অংকন টি অসাধারণ সুন্দর হয়েছে। খুবই সুন্দর সৃজনশীল মূলক একটি কাজ করেছেন। পাখির চিত্রকরের প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে বুঝিয়ে বুঝিয়ে লিখেছেন। পড়তে অনেক ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ডালে বসা একটি পাখির চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি আপনার অংকনের প্রতিটি ধাপে অনেক ভালো ভাবে উপস্থাপন করেছেন। আপনি যদি আপনার এই চিত্রটিকে রং পেন্সিল দিয়ে রাঙিয়ে তুলতেন তাহলে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগতো। তবে যাইহোক আপনার অঙ্কন চিত্রটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 4 years ago 

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 4 years ago 

ডালে বসে থাকা একটি পাখি চিত্রাংকন খুব সুন্দর করে আর্ট করেছেন ভাইয়া। আপনার আর্টি একদম সিম্পল কিন্তু দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনার সু মতামতের জন্য ধন্যবাদ আপু।

 4 years ago 

খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার অংকন আমার খুবই ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 4 years ago 

জেনে খুবই খুশি হলাম যে আপনার কাছে ভালো লেগেছে।মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আপনার আর্ট টি অনেক সুন্দর হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে পাখি টিকে সেই লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটা আর্ট শেয়ার করার জন্য।

আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

ডালে বসে থাকা একটি পাখির চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার ধাপে ধাপে উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

বাহ! কি সুন্দর একটি পেন্সিলের চিত্রাংকন, গাছের ডালে বসা একটি পাখি অসাধারণ লাগছে। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ভাই আপনি ডালে বসা একটি পাখির চিত্র অংকন করেছেন দারুন হয়েছে। দেখে অনেক ভালো লাগলো নিখুঁত ভাবে অংকন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

গাছের ডালে বসা একটি পাখির চিত্র অঙ্কন করেছেন অংকটি আসলেই খুবই সুন্দর লাগছে এবং বিশেষ করে পাখিটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এক কথায় বলা যাবে আপনার আর্ট টি অনেক সুন্দর হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.35
JST 0.034
BTC 115180.27
ETH 4457.52
SBD 0.86