DIY PROJECT(এসো নিজে করি).|| ডালে বসা দুইটি পাখির চিত্র অংকন।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ - ০৪ অগ্রাহায়ণ | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার| হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি




1637331938999-01.jpeg


ডালে বসা দুইটি পাখি
device:redmi note 10


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।

আজ আমি একই ডালে বসে থাকা চিত্র অংকন সম্পর্কে আলোচনা করবো।কিভাবে খুব সহজে চিত্র অংকন করতে হয় তা আপনাদের মাঝে উপস্থাপনা করবো।আশাকরি আমার পোস্ট আপনাদের ভালো লাগবে।



প্রয়োজনীয় উপকরণ

  • কাগজ
  • পেন্সিল
  • রাবার

কাজের ধাপ


1637331996857-01.jpeg

1637332014473-01.jpeg


ধাপঃ-১ঃপ্রথমে এক পৃষ্ঠা সাদা কাগজ ও একটা পেন্সিল নিয়ে নিই।তারপর কি অংকন করবো ভাবছিলাম।তখন মনে হলো দুইটি পাখি অংকন করি।যেমন ভাবা তেমন কাজ।শুরু করে দিলাম অংকন করা।শুরুতে একটা পাখির ঠোট ও উপরের অংশ অংকন করলাম।


1637332039127-01.jpeg

1637332063936-01.jpeg


ধাপঃ-২ঃপাখির উপরের অংশ থেকে পেন্সিল দিয়ে পাখনা অংকন করে নিলাম।


1637332088842-01.jpeg

1637332120140-01.jpeg


ধাপঃ-৩ঃএখন আগের অংকন করা পাখির পাশে আরেকটা পাখির চিত্র অংকন করি।এই পাখিটার নিচ ও উপরের অংশ অংকন করি।


1637332171304-01.jpeg

1637332197331-01.jpeg


ধাপঃ-৪ঃপরে যে পাখিটা অংকন করেছি সেই পাখির লেজের দৃশ্য অংকন করি।খেয়াল রাখতে হবে দুইটা পাখির লেজের দৃশ্য যেন একই রকম হয়।


1637332226777-01.jpeg

1637332246805-01.jpeg


ধাপঃ-৫ঃএখন প্রথমে অংকন করা পাখির লেজের চিত্র অংকন করে নিই।এরপর দ্বিতীয় পাখিটির পায়ের দৃশ্য অংকন করি।


1637332289837-01.jpeg

1637332332856-01.jpeg


ধাপঃ-৬ঃপ্রথম পাখিটির পা অংকন করে নিই।তাপর গাছের একটা ডাল অংকন করি।যেনো মনে পাখি দুইটি ডালের উপর বসে আছে।


1637332351692-01.jpeg

1637332366447-01.jpeg


ধাপঃ-৭ঃএখন দুইটি পাখির চোখ অংকন করে নিই।তারপর দ্বিতীয় পাখিটির পালক এর দৃশ্য অংকন করে নিই।


1637331868650-01.jpeg


ধাপঃ-৮ঃঅংকন করা হয়ে গেলো ডালে বসা দুইটি পাখির চিত্র।এখন এই চিত্রটি একটা কার্ডবোর্ড এর সাথে আঠা দিয়ে লাগিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখবো।


ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  

টিয়া পাখি দেখতে খুব ভালো লাগে। আপনি হুবহু টিয়া পাখির চিত্রাঙ্কন করেছেন। আপনার সৃজনশীলতার প্রশংসা করতে হয়। খুব সুন্দর সাবলীল ভাষা ব‍্যবহার করেছেন উপস্থাপনের মধ্যে। সামনে এ রকম আরো ভালো আর্ট দেখতে চাই। শুভেচ্ছা ও অভিনন্দন আপনার জন‍্য।

 3 years ago 

আপনার মতামতের জন্য ধন্যবাদ

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

 3 years ago 

পাখি দুইটির ডালে বসে থাকা চিত্রটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে ।আপনি খুবই ভালো আর্ট করেছেন ।পাখি দুটিকে খুবই সুন্দর লাগছে একসঙ্গে পাশাপাশি বসে থাকতে দেখে ।প্রতিটি ধাপ আপনি খুব চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

পেন্সিলে আঁকা দুটি পাখির চিত্র দেখা যাচ্ছে। আসলে চিত্র তে দুটি পাখির মধ্যে ভালোবাসার অনুভূতি প্রকাশ পাচ্ছে। অনেক সুন্দর একটা রোমান্টিক দৃশ্য অংকন করেছেন তার জন্য আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63630.04
ETH 2656.44
USDT 1.00
SBD 2.81