DIY PROJECT(এসো নিজে করি).||রঙিন কাগজ,ম্যাচ বক্স দিয়ে ডেসিন টেবিল তৈরি।||১০% লাজুক খ্যাকের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@md-razu বাংলাদেশের নাগরিক।

আজ -২৫ অগ্রাহায়ণ | ১৪২৮ বঙ্গাব্দ | শুক্রবার|হেমন্তকাল|



আমি রাজু আহমেদ।আমার ইউজার নাম @md-razu।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

তাহলে চলুন শুরু করি



1639112244083-01.jpeg


আমি মনে করি নিজের চেষ্টার দ্বারা সফলতা সম্ভব।ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো- এমনটা আশা করে কোন লাভ নাই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না। বিচার করা হয় অর্জন দিয়ে।

আজ আপনাদের মাঝে উপস্থাপনা করবো কিভাবে রঙিন কাগজ ও ম্যাচ বক্স দিয়ে ডেসিন টেবিল তৈরি করতে হয়।আশাকরি আমার ডাই পোস্টটি আপনাদের ভালো লাগবে।





উপকরন

  • রঙিন কাগজ
  • ম্যাচ বক্স
  • আঠা
  • পুঁতি
  • স্কেল
  • পেন্সিল
  • কার্ডবোর্ড

কাজের ধাপ


IMG-20211115-WA0019.jpg


ধাপঃ-১ঃপ্রথমে ডেসিন টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে নিই।তারপর ডেসিন টেবিল তৈরি করার কাজ শুরু করে দিই।

IMG-20211115-WA0017.jpg

IMG-20211115-WA0015.jpg


ধাপঃ-২ঃএখন তিনটা ম্যাচ বক্সে নীল রঙের কাগজ আঠা দিয়ে পেচিয়ে নিই।এমনভাবে আঠা দিয়ে আটকাতে হবে যেন ম্যাচ বক্স না দেখা যায়।

IMG-20211115-WA0014.jpg

ধাপঃ-৩ঃরঙিন কাগজ ম্যাচ বক্সে আঠা দিয়ে লাগানোর পরে।

IMG-20211115-WA0016.jpg

IMG-20211115-WA0013.jpg

ধাপঃ-৪ঃএখন একটা কার্ডবোর্ড মাপ অনুযায়ী কেটে রঙিন কাগজ দিয়ে আটকিয়ে নিই।যাতে বোঝা না যায় এটা কার্ডবোর্ড।

IMG-20211115-WA0011.jpg

ধাপঃ-৫ঃএখন কার্ডবোর্ডে রঙিন কাগজ পেচানো ম্যাচ বক্স কে আঠা দিয়ে ভালোভাবে আটকিয়ে নিই।

IMG-20211115-WA0010.jpg


ধাপঃ-৬ঃএখন কার্ডবোর্ডের ওপর পাশে একই রকমের আরেকটা ম্যাচ বক্স আঠা দিয়ে আটকাতে হবে।

IMG-20211115-WA0008.jpg


ধাপঃ-৭ঃএখন চিত্রের ন্যায় আরেকটা কার্ডবোর্ড ম্যাচ বক্সের উপরে আঠা দিয়ে লাগিয়ে নিই।


IMG-20211115-WA0006.jpg


ধাপঃ-৮ঃএখন ডেসিন টেবিলের ব্যাক পার্টের জন্য একটা কার্ডবোর্ড মাপ মতো কাটতে হবে এবং রঙিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।


IMG-20211115-WA0005.jpg


ধাপঃ-৯ঃএখন এই কার্ডবোর্ডকে আয়নার ন্যায় কাঁচি দিয়ে ভালো করে কেটে নিই।


IMG-20211115-WA0003.jpg


ধাপঃ-১০ঃএখন মূল টেবিলের সাথে চিত্রের ন্যায় কার্ডবোর্ডকে আঠা দিয়ে লাগিয়ে নিই।


IMG-20211115-WA0004.jpg


IMG-20211115-WA0021.jpg

ধাপঃ-১১ঃএখন নীল রঙের কাগজ ও লাল রঙের কাগজ কেটে একটা ছোট ফুল বানিয়ে নিই।


1639112273927-01.jpeg


ধাপঃ-১২ঃএখন চিত্রের ন্যায় এই ছোট ফুলটাকে আঠা দিয়ে লাগিয়ে নিই।


1639112244083-01.jpeg


ধাপঃ-১৩ঃশেষ ধাপ। এখন ডেসিন টেবিল এর গ্লাসের চারপাশে আঠা দিয়ে পুতি গুলো সংযুক্ত করে নিই।তৈরি হয়ে গেলো আমার হাতের তৈরি ডেসিন টেবিল।এই ডাই তৈরিতে কোনো ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 3 years ago 

দেশলাই বাক্স দিয়ে এত সুন্দর ডেসিন টেবিল তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। পুরো আসল ডেসিন টেবিলের মতো লাগছে।আর আপনি খুব সুন্দর ভাবে পুথি দিয়ে সাজিয়েছেন এটা আরো ভালো লাগছে। অনেক সুন্দর ভাবে আপনি আপনার পোস্টটি উপস্থাপন করে দেখিয়েছেন প্রত্যেকটি ধাপে ধাপে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ ম্যাচবক্স ও রঙিন কাগজ দিয়ে তৈরি আপনার ড্রেসিংটেবিল টি দারুন সুন্দর হয়েছে। এত সুন্দর করে কি করে তৈরি করলেন আমি বসে বসে তাই ভাবছি। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যেটি আপনার পোস্ট কে আরো বেশি সুন্দর করে তুলেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ড্রেসিংটেবিল শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ

 3 years ago 

ম্যাচ বক্স দিয়ে ডেসিন টেবিল তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই দক্ষতার সাথে এটি তৈরি করেছেন। আপনার উপস্থাপন দেখে আমিও তৈরি করা শিখতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাই আপনার ড্রেসিং টেবিলটি। ম্যাচ বাক্স ও রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ড্রেসিং টেবিল আপনি তৈরি করেছেন সত্যিই অনেক সুন্দর লাগছে দেখতে। ছোট ছোট পূতি লাগানোর কারণে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। আপনি ধাপে ধাপে তৈরি করে দেখালেন আসলেই অনেক ভালো লেগেছে আমার কাছে ধন্যবাদ ।

 3 years ago 

সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ আপু

 3 years ago 

রঙিন কাগজ এবং দেশলাই বাক্স দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে একটি ড্রেসিং টেবিল তৈরি করেছেন, সত্যি বলতে দেশলাই বাক্স দিয়ে যে এরকম ভাবে ডেসিন টেবিল তৈরি করা যায় সেটা আমি কখনো ভাবি নি, এরকম কল্পনা আমি কখনো করতেই পারি না। আপনি আপনার এই কাজের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় আমাদের মাঝে তুলে ধরেছেন, আপনি খুবই চাপা বুদ্ধিমান টাইপের একজন মানুষ। সত্যিই আপনার কাজের প্রশংসা করতেই হয়। আপনার তৈরি এই ড্রেসিংটেবিল আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে, এত সুন্দর একটি ইউনিক ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ🎊😍😍

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

বিভিন্ন ধরনের একটি ডাই প্রজেক্ট করেছেন ভাইয়া আজকে। ম্যাচ বক্স দিয়ে ডেসিন টেবিল তৈরি খুবই ইউনিক একটি কনসেপ্ট। তৈরীর প্রক্রিয়াটি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সহজে কেউ চাইলেই এটি ফলো করতে পারবে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার পক্ষ থেকে।

 3 years ago 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

কাগজের তৈরি ডেসিন টেবিল অসাধারণ সুন্দর হয়েছে। অসাধারণ প্রতিভা দেখেছেন আপনি। ডেসিন টেবিল তৈরির প্রতিটি ধাপের বর্ণনা গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে

You have been upvoted by @sm-shagor, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Joining #club5050 for Extra vote.😊

Steem On

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65070.55
ETH 3147.10
USDT 1.00
SBD 2.55