৭০ স্টিম পাওয়ার আপ

in Incredible India2 years ago

হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম/আদাব। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করছি। আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ লেখা শুরু করছি।

20230205_020041.jpg

আমি যখন এই পোস্ট লিখতে বসেছি তখন ঘড়ির কাটায় ঠিক রাত্রি দুইটা বাজে। চোখে প্রচন্ড ঘুম তাই ঘুম ঘুম চোখে আমার লেখা শুরু করছি। আজ মনটা খুব খারাপ তাই লেখায় মন বসাতে পারছি না। বলতে পারেন লেখার মুড হারিয়ে ফেলেছি।

আজ নানান জটিলতার মধ্যে দিয়ে কেটেছে সারাটা দিন। এক মুহূর্ত স্থির হয়ে বসার সুযোগ পাইনি। রাতে যখন লিখতে বসলাম তখন মনের ভিতর গুছিয়ে রাখা কথাগুলো সব হারিয়ে ফেলেছি। কিন্তু একটা পোস্ট করে তো ঘুমাতেই হবে, তা না হলে ঘুমিয়েও শান্তি পাবো না।

যাইহোক সেই চিন্তা থেকেই হঠাৎ মনে হল ওয়ালেট ঘুরে আসি। লক্ষ্য করলাম ওয়ালেটে বেশ কিছু লিকুইড স্টিম পড়ে আছে। তাই আমার লিকুইড স্টিম থেকে এখন ৭০ স্টিম পাওয়ার আপ করব। পাওয়ার আপ নিয়ে কিছু কথা না বললেই নয়।

আমরা যে প্লাটফর্মে কাজ করি সেখানে পাওয়ার আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টিমিট প্লাটফর্মে দীর্ঘমেয়াদে কাজ করতে চাইলে পাওয়ার আপ করতেই হবে। আমাদের টিকে থাকার জন্যই এই পাওয়ার। আমি আজ পাওয়ার আপ পোস্ট নিয়ে এসেছি। যাতে করে এই প্লাটফর্মে নতুন সদস্যরা কিছুটা হলেও উপকৃত হতে পারে।

কারণ এখন পর্যন্ত আমি নিজেও অন্যের পাওয়ার আপ পোস্ট দেখে অনেক উৎসাহ বোধ করি। আসলে পাওয়ার আপ করা মানে নিজের আইডির সক্ষমতা বৃদ্ধি। যার ওয়ালেটে স্টিম পাওয়ার যত বেশি থাকবে সেই আইডির ভ্যালু তত বেশি।
তাই আমরা প্রতি সপ্তাহে একবার হলেও নিয়মিত পাওয়ার আপ করব।

পাওয়ার আপ প্রক্রিয়াটি শুরু করছিঃ

20230205_015755.jpg

আমার ওয়ালেটে যে পরিমাণ লিকুইড স্টিম আছে আমি সেখান থেকে ৭০ স্টিম পাওয়ার আপ করব। পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে লিকুইড স্টিম ছিল ৯১.৪০৮ স্টিম এবং স্টিম পাওয়ার ছিল ১৯২৫.৯৯১ স্টিম। এখন স্টিমের উপর ক্লিক করে power up অপশনে যাব।

20230205_015711.jpg

যেহেতু আমি ৭০ স্টিম পাওয়ার আপ করব তাই অ্যামাউন্টের ঘরে ৭০.০০০ লিখেছি। তারপর power up অপশনে ক্লিক করে পরবর্তী স্টেপে যাব।

20230205_015655.jpg

power up অপশনে ক্লিক করার পর ok অপশন আসবে। এখন ok অপশনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করতে হবে।

20230205_015631.jpg

OK অপশনে ক্লিক করে পাওয়ার আপ সম্পন্ন করেছি। পাওয়ার আপ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমার ওয়ালেটে লিকুইড স্টিম আছে ২১.৪০৮ স্টিম এবং স্টিম পাওয়ার হয়েছে ১৯৯৫.৯৯১স্টিম।

আসলে আমাদের প্রত্যেককে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে পাওয়ার আপ করে যাওয়া উচিত। আমার পরবর্তী লক্ষ্যমাত্রা আমি যত তাড়াতাড়ি সম্ভব ডলফিন হতে চাই। সেই লক্ষ্য নিয়ে আমি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে পাওয়ার আপ করে চলেছি।

পাওয়ার আপ করার ক্ষেত্রে পরিমাণের দিকে না তাকিয়ে ধারাবাহিকতা রক্ষা করা বেশি জরুরী। ধারাবাহিকভাবে পাওয়ার আপ করলেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
তাই পাওয়ার আপ করি এবং নিজেকে সমৃদ্ধ করি।

বন্ধুরা আজ আর লিখছিনা। অন্য কোনদিন অন্যকিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।

-1675190969286.gif

Our Discord Link

Sort:  
Loading...
 2 years ago 
  • আসলেই পোস্ট যখন শুরু করলাম পড়া তখন আপনার মন খারাপের কথাগুলো পড়ে,খুব খারাপ লাগলো।কিন্তু আরেকটা বিষয় ভালো লাগলো। যে পোস্ট না করলে আপনি ঘুমাতে পারবেন না শান্তি মত। আসলে আমার বেলায়ও এমনটাই হয়। ঠিকঠাক মত যদি একটা পোস্ট না করতে পারি তাহলে কেমন যেন ঘুম আসে না।

  • ইনশাল্লাহ আমিও আপনার মত স্টিম পাওয়ার আপ করব। এখন তেমন স্টিম নাই তবে যখন হবে তখন আমি পাওয়ার অফ করব।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 61006.67
ETH 2417.79
USDT 1.00
SBD 2.61