My Town in 10 pics || 20-02-2021 ||
আসসালামুআলাইকুম,
আজকে আমি কিছু ছবি শেয়ার করব। আশাকরি আপনাদের ভালো লাগবে।
ছবিটি আমাদের শহীদ মিনারের। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আগামীকাল আমাদের শহীদ দিবস। তাই শহীদ মিনারটি নতুন করে রং করা হচ্ছে। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে অনেক বাঙালি। তাদের শ্মরণে প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করা হয়।
এই ছবিটি একজন সবজি বিক্রেতার। তিনি তার ভ্যানে করে শহরের বাড়িতে বাড়িতে গিয়ে শাক-সবজি বিক্রি করেন। এতে করে শহরবাসীর অনেক সুবিধা হয়। কষ্ট করে বাজার যেতে হয় না আর।
পড়ন্তবিকেলে তোলা এই ছবিটি পার্বতীপুর বাইপাস রোডের পাশে রেললাইনের । সূর্য তার তাপ হারিয়ে ক্লান্ত হয়ে ডুবে যাবে যাবে অবস্থা। ঠিক তখনি ক্যামেরাবন্দি করা হয়েছে ছবিটি।
পার্বতীপুর স্টেডিয়াম থেকে ছেলেদের ক্রিকেট খেলার ছবি। বিকেল বেলা অবসার সময়ে সবাই মাঠে ক্রিকেট খেলছে।
পার্বতীপুর স্টেডিয়াম এর আরও একটি ছবি এটি। এখানে বসে দর্শকরা খেলা দেখে থাকেন। স্টেডিয়াম এর এই অংশটি নতুন সংযোজন করা হয়েছে। এখন খেলা দেখে আগের চেয়ে অনেক মজা পাওয়া যাবে আশা করি।
ছবিতে আমরা একজন বীজ বিক্রেতাকে দেখতে পাচ্ছি। তারকাছে সবধরনের গাছের বীজ ও চারা পাওয়া যায়। সবাই তার কাছে বীজ কিনছে।
এটি একটি সাইকেলের দোকানের সামনে থেকে তোলা । এখান সাইকেলের পাশাপাশি ঘরের বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায়।
এটি একট স্ট্রীট ফুডের দোকান । পার্বতীপুরের ঢাকা মোড় এ এটির অবস্থান । এখান বিরিয়ানি, নুডুলস, ফুচকা ইত্যাদি পাওয়া যায়।
ধন্যবাদ
@masumrbd
CC:-
@steemcurator01
@steemitblog
JOIN WITH US ON DISCORD SERVER: