RE: We had a meeting to discuss village development and solve our problems
হ্যাঙ্গার প্রকল্প |
---|
আপনার পোস্ট পরে যেটা বুঝতে পারলাম আপনাদের একটি হ্যাঙ্গার প্রকল্প আছে। এতে অংশ এলাকার যুব সমাজ এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আর আপনি আপনি এই হ্যাঙ্গার প্রকল্পের সাথে সভার আয়োজন করেছেন। এই প্রকল্পটি স্যানিটাইজেশন, বিদ্যালয়ের ড্রপ আউট ছাত্র/ছাত্রীদের আবারো বিদ্যালয়ে পাঠান, সরকারের বিভিন্ন ভাতা যারা পাওয়ার যোগ্য তাদের সহোযোগিতা করা এবং এলাকার স্বেচ্ছাসেবকদের তহবিল গঠন করা। আপনি যেটা তুলে ধরেছেন ঠিক আছে। ছোট বড় যার যে রকম সামর্থ্য আছে খামার দিতে পারলে কিছু আয় হয়। ছোট তহবিলে কিছু কিছু করে জমালে প্রাকৃতিক দুর্যোগের সময় সেখান থেকে টাকা নিয়ে বিপদ সামলানো যাবে। আপনার পদক্ষেপ ভালো। মোটামুটি সব বিষয় বুঝতে পারলাম কিন্তু শেষের বিষটি বুঝতে আমার কষ্ট হয়েছে। আপনি লিখেছেন- (Thank you all for my post) আপনার পোস্টের জন্য ধন্যবাদ দিলেন নাকি পড়ার জন্য ধন্যবাদ দিলেন। বিষয়টি খারাপ ভাবে নিয়েন না ভাই বুঝতে পারিনি তাই বললাম। আপনার এলাকার প্রকল্পটি খুব ভালো কাজ করছে। আশাকরি আপনাদের এলাকার কাজ শেষ হলে আমাদের এলাকায় প্রকল্পটি আসবে। আপনি খুব একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক কিছু জানতে পারলাম এই পোস্টের মাধ্যমে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর।
হ্যাঙ্গার প্রকল্প নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন |
---|
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য লিখেছেন। আমার পোস্ট পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হুম এটা ভুল ছিল আমি ঠিক করে দিয়েছি।ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য।