অনেকদিন পর বিদ্যালয়ে যাওয়ার অনুভূতি 🏫 || 🦊 10% @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

☆আসসালামুয়ালাইকুম☆


আমার বাংলা ব্লগ 🌷এর মেম্বাররা, আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি.🌷


আজকের বিষয়:➜
"অনেকদিন পর বিদ্যালয়ে যাওয়ার অনুভূতি প্রকাশ"



1632536076803.jpg

20210902_144426.png

↘️
চলুন তাহলে শুরু করা যাক↙️



20210925_090518.jpg

─ আজ স্কুল ছিল ৮টায় আমি ঘুম থেকে উঠি ৬টায় । হাত-মুখ ধুয়ে নাস্তা করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম । তৈরি হতে হতে প্রায় ৭টা বেজে গেল । আম্মু বলতাছে তোর স্কুল ৮টায় তুই এতো তাড়াতাড়ি কেন যাবি। আমি আম্মুরে মজা করে বললাম আজ অনেক দিন পর স্কুল যাচ্ছি , রাস্তা ঘাট তো খেয়াল নেই ,স্কুল খুজে বের করতে সময় লাগবো না 😁।অনেক দিন পরে স্কুলে যাচ্ছি মজাই অন্যরকম । তারপর বাসা থেকে বের হলাম, এদিকে সব বন্ধুরা হয়তো স্কুল এ পৌঁছে গেছে।


20210925_091438.jpg

20210902_144426.png

20210925_090327.png


─ ৭টা ৫ মিনিটে আমি স্কুলের গেটে উপস্থিত হয়ে গেলাম। সামনে বন্ধুরাও স্কুলে এসে গেছে। অনেক দিন পর স্কুলের গেটে দেখে সত্যি খুব ভালো লাগছে। গেটের সামনে দেখি মাটি দিয়ে কেনো যানি উঁচু করা হয়েছে বিষয়টি বুঝতে পারছি না। তারপর কিছু না ভেবেই গেট দিয়ে ঢুকে পরলাম।


20210925_092803.jpg

20210902_144426.png

20210925_090720.jpg

─ ও মা, তারপর স্কুল এ ঢুকে দেখি স্কুলের কাজ চলছে। এখানে এটি বড় ধরনের মেশিন বসিয়েছে । এই মেশিনটির মাধ্যমে মাটির ভিতরে বড় বড় পিলার গাড়া হচ্ছিল । তারপর আমি একজনকে জিজ্ঞেস করলাম এই পিলার গুলো কেন মাটির নিচে গাড়া হচ্ছে ,ওনি বললেন এখানে আরো বিল্ডিং ওঠানো হবো । তাই জন্য এখানে এই পিলার গুলো গাড়া হচ্ছে। বিষয়টি ক্লিয়ার করার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়ে , ক্লাসের দিকে রওনা দিলাম।


1632536179294.jpg

20210902_144426.png

20210925_100427.jpg

─ স্কুল এ ঢুকার সময় দৃশ্যটি দেখতে খুব সুন্দর লাগছিলো আমার । তাই আর ছবি না তুলে থাকতে পারলাম না। স্কুলে ঢুকার পরে দেখি ক্লাস রুম তখন খুলেনি। তাই আমরা মাঠের মধ্যে লিচু গাছের নিচে বসে সব বন্ধুরা গল্প করছিলাম। সবার সাথে অনেকদিন পরে দেখা । সবার মধ্যে ছিল অনেক না বলা কথা । বন্ধু ডাকটা অনেকদিন ধরে শুনা হয়নি । আজ স্কুলে এসে সবার মুখ থেকে বন্ধু ডাকটা শুনে খুব ভালো লাগছিল।


1632536034707.jpg

20210902_144426.png

20210925_114703.jpg

20210902_144426.png

1632536027190.jpg

20210902_144426.png

20210925_100502.jpg


─ বন্ধুদের সাথে ক্লাস রুমে তুলা কিছু ছবি। আজ প্রথম দিন তাই ক্লাস হচ্ছিলো না বললেই চলে কারন আমাদের ক্লাস টিচার ট্রেনিং এ গেছিল ।তাই সেদিন আর ক্লাস হয়নি। শুধু নাম প্রেজেন্ট হয়েছিল এবং বাকি সময়টা আমাদের গল্প করে কাটছিল। তবে বলা হয়নি , আমাদের ক্লাসের সময় ছিলো সকাল ৮টা থেকে ১০টা অবদি।


1632203083751.jpg

1632203065190.jpg

20210902_144426.png

20210925_100529.jpg

─ সেদিনের অবাক করা এবং মজার বিষয় হচ্ছে মেয়েরা /মানে বান্ধুবীরা ফোন আনছে আনছে ফির চার্জার ও নিয়ে এসে ক্লাস রুম এ চার্জ দিচ্ছে । এই বিষয়টা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। এই করোনা আমাদের সব চিত্র পাল্টায় দিয়েছে । যেখানে আগে মেয়েদের হাতে ফোন দেওয়ায় হতো না , সেখানে এই করোনায় অনলাইন ক্লাসের কথা বলে মা-বাবার কাছ থেকে কিনে নিয়েছে "স্মাট ফোন" । আপনারা নিজেরাই ভাবেন এই করোনা আমাদের যতটা পরিবর্তন করেছে , ততোটাই খারাপের দিকে ঠেলে দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছে।।



সব‌ গুলো ছবির লোকেশন :- বিদ্যালয়ে

ফটোগ্রাফারলোকেশনডিভাইস
@masrafiNilphamari Government Technical School And CollegeRedmi Note 7pro

আমার বাংলা ব্লগ (কমিউনিটি)

আজ এখানে শেষ করছি । আপনারা সকলে ভালো থাকবেন।

"আল্লাহ হাফেজ"

20210907_111554.png

IMG_20210825_005021.png

"আমি মোঃ মাশরাফি ইসলাম। আমার বাসস্থান নিলফামারী শহরে। আমি একজন ছাত্র ।আমি নিলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ পড়ি,এবার SSC দিবো। আপনারা সকলে আমরা জন্য দোয়া করবেন । আমার নেটওয়ার্ক ও ইলেকট্রনিক জিনিস তৈরিতে আগ্ৰহ বেশি। এসব বিষয়ে ঘাটা ঘাটি করতে আমার খুব ভালো লাগে। সবচেয়ে বড় বিষয় হল অসহায় ও নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে আমার খুব ভালো লাগে । আল্লাহ যেন আমাদের সকলকে নিরীহ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে।"

20210907_111654.png

20210616_120145.png

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর হবে আপনি উপস্থাপন করেছেন তবে প্রতিটি ছবির নিচের লোকেশন দিলে হয়তো পোস্টটি আরো কোয়ালিটিফুল হত. আপনার জন্য শুভকামনা রইল।।।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া তোমাকে ,, এতো সুন্দর একটা মতামত উপহার দেওয়ার জন্য।।।। ভাইয়া আমার প্রতিটি ছবি একই জায়গায় তুলা ..তাই পোস্টটি ভালোভাবে উপস্থাপন করার জন্য সবার শেষে লোকেশন টি দিয়েছি ভাইয়া।🥰🥰❤️❤️

IMG_20210925_171126.jpg

 3 years ago 

মাশরাফি ভাই মজার ব্যাপার হচ্ছে আপনার ক্লাসের মেয়েরা তো দেখি চার্জার লাগিয়ে রেখেছে ফোনে। আসলে কি করবে বেচারারা তারা এত পরিমান ফোন চেপেছে এখন ফোন ছাড়া থাকতে পারছেনা ক্লাসরুমে ফোন চার্জে লাগিয়ে রেখেছে।

 3 years ago (edited)

😁😁.... হুম ভাইয়া সেটাই ...বড় হইয়া গেছে তো...তাই ফোনের উপর একটু বেশি চাপ পরে.......😁😁

অনেক অনেক ধন্যবাদ ...সেই একটা কমেন্ট করার জন্য...🌷🌷
ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰🌷

नमस्ते! क्या आप एक अलग नए समुदाय में शामिल होना चाहेंगे ?
STEEM FUN & GAMES
आप सभी का स्वागत है !!!!

STETETE.png

https://steemit.com/trending/hive-199722

অনেক সুন্দর করে উপস্থাপনা করছেন পোস্টটি । আমর অনেক ভালো লাগলে ।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে 🥰🥰
ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️❤️

 3 years ago 

আসলে আমাদেরও অনেক দিন পর কলেজ খুলল। কলেজের প্রথম দিন সত্যিই অসাধারণ ছিলো। এই দুই বছর স্কুল-কলেজ বন্ধ থাকায় আমরা এই আনন্দ থেকে একদম দূরে ছিলাম এবং কলেজ লাইফ কি জানতাম না। এখন সত্যিই অনেক আনন্দ হয় বন্ধুবান্ধবের সাথে মিশতে কথা বলতে আর আপনি অনেক সুন্দর ভাবে সময়টুকু কাটিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, এতো সুন্দর একটা মতামত উপহার দেওয়ার জন্য....
ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️🥰

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68221.63
ETH 3277.70
USDT 1.00
SBD 2.66