DIY এসো নিজে করি ।। "রঙিন কাগজ এবং পাটকাঠি দিয়ে ওয়ালমেট তৈরি ।
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই অনেক ভাল আছেন । আমিও অনেক ভাল আছি । নিজের হাতে তৈরি বিভিন্ন রকম ওয়ালমেট দিয়ে ঘরের দেওয়াল গুলো সাজিয়ে রাখতে কার না ভাল লাগে । আমিও এর ব্যতিক্রম নই । নিজের তৈরি এমনি একটা ওয়ালমেট তৈরি করে বিস্তারিত কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করতে চলেছি । আশা করি পুরো তৈরি প্রণালি আপনাদের জন্য সাবলীল ভাবে উপস্থাপন করতে পারবো ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ
- রঙিন কাগজ
- পাটকাঠি
- কাঁচি
- স্কেল
- গ্লু গান
ধাপঃ০১
প্রথমে পাটকাঠির টুকরাগুলো সব একই মাপে কেটে নেব ১৮ পিস । ( আমি ২৫ সে.মি. করে কেটে নিয়েছি )
এরপর সবুজ রঙের কাগজ দিয়ে সবগুলো টুকরো ভালো ভাবে মুড়িয়ে আঠা লাগিয়ে দেব ।
ধাপঃ০২
এবার তিনটা করে টুকরা পাশাপাশি আঠা দিয়ে লাগিয়ে নিয়ে তিনটা সারি এবং তিনটা কলামে ভাগ করে আঠা দিয়ে লাগিয়ে দেব । একটু বর্ণিল করার জন্য দুই মাথায় লাল রঙের কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি ।
এটা আমাদের ওয়ালমেট এর ফ্রেম হিসেবে কাজ করবে ।
ধাপঃ০৩
ফুলের পাপড়ি তৈরির জন্য ১০সে.মি * ১০ সে.মি. আকৃতির কাগজ কেটে নেব ।
কয়েকটুকরা নেব ৬সে.মি * ৬ সে.মি. করে কেশর তৈরির জন্য
ধাপঃ০৪
১ম ও দ্বিতীয় সারির পাপড়ির জন্য সূচালো মাথা আকৃতির পাপড়ি তৈরি করবো ।
মাঝ দিয়ে ভাজ করে নেব
ধাপঃ০৫
৩য় সারির পাপড়ি গুলো রাউণ্ড শেপে কেটে নেব ।
ধাপঃ০৬
কেশর তৈরির জন্য নেয়া কাগজটি মাঝ দিয়ে ভাজ করে বিপরীত দিক থেকে জিরি জিরি করে কেটে নেব
ধাপঃ০৭
১ম ও ২য় পাপড়ি ফ্রেমের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে লাগিয়ে দেব ।
ধাপঃ০৮
এরপর ৩য় পাপড়ি লাগিয়ে দেব
ধাপঃ০৯
সর্ব শেষে কেশর গুলো জড়িয়ে ফুলের মাঝ বরাবর আঠা দিয়ে লাগিয়ে দেব ।
এখন আমাদের ওয়ালমেট সম্পুর্ণ রুপে তৈরি হয়েছে ।
রঙিন কাগজ ও পাটকাঠি দিয়ে খুব চমৎকার ওয়ালমেট হয়েছে। কালার খুব দারুণ হয়েছে। আপনি খুব ধৈর্য্য নিয়ে বানিয়েছেন। তাই প্রশংসা না করে পারছিনা। সহজ পদ্ধতিতে সব গুলো ধাপ বর্ণনা করেছেন। শুভ কামনা রইল
অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি। বিশেষ করে এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগতেছে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আরো বেশি সুন্দর লাগছে সমস্ত পোস্ট টি । অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য আমাদের সাথে
ধন্যবাদ ভাইয়া । ভালো কিছু করার চেষ্টা মাত্র ।
রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি দেখতে অনেক ভালো লাগছে। কালার কম্বিনেশন অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
রঙ্গিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন আপনার ওয়ালমেট আমার খুব ভালো লেগেছে ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ওয়ালমেট বানানোর প্রক্রিয়া আমাদের মাঝে তুলে ধরেছেন এবং নিখুঁত ভাবে বর্ণনা করেছেন। আপনার ওয়ালমেট দেওয়ালে অনেক সুন্দর মানিয়েছে। এত সুন্দর একটি অলমেট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ এবং পাটকাঠি দিয়ে কি সুন্দর একটি চিত্রকর্ম তৈরি করেছেন আপনি। আমার কাছে আপনার এই চিত্রকর্মটি সত্যি অনেক ভালো লেগেছে এবং আকর্ষিত মনে হচ্ছিল আমার কাছে এই চিত্রকর্ম টি। ধন্যবাদ আপনার আগামীর জন্য শুভকামনা রইল আশা করি সামনের দিনে আরো ভালো কিছু করবেন ইনশাআল্লাহ।
রঙিন কাগজ দিয়ে অনেক রকমের ওয়ালমেট তৈরি করা দেখেছি। কিন্তু পাটকাঠি কে কাজে লাগিয়ে এত সুন্দর ওয়ালমেট তৈরি করা যায় আজকে প্রথম দেখলাম। খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে।
আপনার তৈরি রঙিন কাগজের ওয়ালমেট টি দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া। বিশেষ করে কালার কম্বিনেশন দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
পাটকাঠির গায়ে রঙিন কাগজ জড়িয়ে, কাগজ কেটে ফুল তৈরি করে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে একদম চোখ জুড়িয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে আপনার ওয়ালমেট তৈরি করার অভিজ্ঞতা বেশ ভালো। আপনার দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট অনেক ভালো লেগেছে, সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে খুব সহজেই আমরা শিখতে পারলাম। শুভকামনা রইল।
রঙিন কাগজ এবং পাটকাঠি দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন ভাই। বেশ চমৎকার লাগল আপনার এই ডাই পোস্ট টি দেখে। সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার উপস্থাপন ভলো ছিল ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল। 💞💞