আমার বাংলা ব্লগ:- ভুল করবেন ভুলকে শোধরাবেন তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবেনা

in আমার বাংলা ব্লগ3 years ago

যে ব্যক্তি জীবনে যত বেশি ভুল করবে সে ব্যক্তি তার জীবনে তত বেশি কিছু অজানা বিষয় সম্পর্কে জানতে পারবে কারণ হল না করলে সে ভুলের সংশোধন কিভাবে করতে হয় সেটা ততক্ষণ পর্যন্ত সে বোঝে না যতক্ষণ পর্যন্ত না সে কোন ভুল করেছে।

mistake-1966448_1920.jpg

একটা অনুবাদ আছে যে সকল মানুষ যারা আমাদের এই সমাজে আছে যারা সকলের শীর্ষ স্থানে পৌঁছে গেছে যাদের হাতের নাগালেই সফলতা তাদেরকে অনুসরণ করলে দেখা যায় তারা সারা জীবন কাজ করে গেছে ভুল করেছে এবং সেই ভুলের সংশোধন করেছে যার জন্যই আজকে তাড়াতাড়ি সফল ব্যক্তি।

কিন্তু একটা জিনিস কি জানেন ঐ ব্যক্তিটি জীবনে অনেক বেশি ভুল করেছে কিন্তু এটা মনে করে নিজে আমার দ্বারা আর কিছু হবে না আমি পারব না সে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়েনি যতক্ষণ পর্যন্ত না সে ওই ভুলের সংশোধন করতে পেরেছে এবং যতক্ষণ পর্যন্ত না সে নতুন কিছু শিখেছে।

আমরা ভুল করি আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ভুলভ্রান্তি করে থাকি এবং অনেকে আছি আমরা ওই ধরনের মানুষ যারা ভুল করার পর এই নতুন কিছু শেখে এবং সেটা সংশোধন করে আবার এমন অনেকেই আছে যারা একবার ভুল হয়ে গেলে সেটা আর চেষ্টা করে না তারা ভাবে এটা আমার দ্বারা মনে হয় আর হবেনা।

slip-up-709045_1920.jpg

কিন্তু আসলে তেমনটা নয় আপনি জীবনে যত বেশি ভুল করবেন তত বেশি নতুন নতুন কিছু শিখতে পারবেন তত বেশি আপনার আগ্রহ বাড়বে ওই জিনিসটা করার প্রতি তাই জীবনে যতই ভুল কর না কেন জীবনে হাল ছাড়বেন না আপনি চেষ্টা করুন সংশোধন করা দেখবেন আপনি ভালো কিছু ফলাফল পেয়ে যাবেন।

আমরা ভুল করিনি অবশ্যই আমরা ভুল করেছি এবং আমরা সেটা সংশোধন করেছি আমি যখন নতুন নতুন প্লাটফর্মে কাজ করি আমিও আপনাদের মত যারা নতুন ইউজার আছে আমিও একসময় এমনটাই ছিলাম আমি অনেক কাজে ভুল করেছি এবং ভুল করার পরে কিন্তু সেটা সম্পর্কে জানতে পেরেছি।

এখনো বলবো না যে আমি ভুল করি না এখনও ভুল করি এখনো সংশোধন করার চেষ্টা করি একটা কথা আছে শেখার কোন শেষ নেই তাই যত বেশি ভুল করবেন তত কিছু শিখবেন।

এ মনটা উদাস হওয়ার কোন প্রয়োজন নেই আপনি ভুল করেছেন বলে আপনাকে সবাই ছোট করে দেখবেন আপনাকে নিয়ে হাসাহাসি করবে যারা হাসাহাসি করবে তাদেরকে হাসতে যেন তাদেরকে বাধা দেওয়ার কোন দরকার নেই দেখবেন একসময় তারাই আপনাকে সাবাসি দিচ্ছে তারাই আপনাকে উৎসাহ যোগাচ্ছে যে না আসলে আপনি ভুল করার প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং শেষ চেষ্টার ফল পেয়েছেন।

তাই জীবনে একজন সফল ব্যক্তি হতে হলে, অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে তাই বলে নিজে মন খারাপ করে অলস গিরি করে সেটা চেষ্টা না করে বসে থাকলে কোন লাভ হবেনা চেষ্টা করলে আপনি অবশ্যই একটা ভালো ফলাফল পোক গ্রামবাংলায় একটি কথা আছে কষ্ট করলে কেষ্ট মেলে আসলে সেটাই আপনি যদি কষ্ট করেন অবশ্যই আপনি ভালো কিছু পেতে পারেন।

আশা করি বন্ধুরা আমার এই ছোট্ট কথাটিকেই এবং এই ছোট্ট বিষয়টি সেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করেছি আপনাদের কাছে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করেছি যে আসলে কখনোই হাল ছাড়া উচিত নয় আপনারা সেটা বুঝতে পেরেছেন।

তো আজ এত টুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকে এই করোনা মহামারী কালীন সময়ে

ধন্যবাদ সকলকে আমার একাউন্টটি ভিজিট করার জন্য এবং আরো কিছু প্লাটফর্মে আমাকে পেতে পারেন

mamun benner.jpg

আমি মামুন, বাংলাদেশী। যাইহোক, কাজের কারণে, আমি বর্তমানে প্রবাসী হিসেবে মালয়েশিয়ায় বসবাস করছি। আমি লেখার মাধ্যমে আমার অনুভূতি প্রকাশ করি এবং ভিডিওর মাধ্যমে আমার অভিজ্ঞতা শেয়ার করি। কিন্তু আমি গান গাইতে ভালোবাসি, তাই আমি অবসর সময়ে গান গাই। বন্ধুত্ব করতে ভালোবাসি। ভালবাসুন এবং জীবন উপভোগ করার চেষ্টা করুন।

আমার কিছু অনলাইন প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে আমাকে অনুসরণ করুন যেখানে আপনি আমাকে খুব সহজে খুঁজে পাবেন

এবং যদি আপনি আমার স্টারমেকার চেক করেন তাহলে আমি আমার কোলাবে যোগ দিতে বিনা দ্বিধায় থাকব .....

আসুন স্টারমেকারে আমার সাথে যোগ দিন, যেখানে আপনি আপনার সমস্ত প্রিয় গান গাইতে পারেন এবং আপনি কেবল তারকা হয়ে উঠতে পারেন। আমার ব্যবহারকারীর নাম @মামুনরাজু 1। অ্যাপটি ডাউনলোড করতে এবং আমাকে খুঁজে পেতে এই লিঙ্কটি অনুসরণ করুন:
http://m.starmakerstudios.com/download_link/?is_convert=true&share_type=copyLink

হাইভে আমাকে ফলো করুন

3speak ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম অনুসরণ করুন

YouTube অনুসরণ করুন

ফেসবুকে অনুসরণ করুন

Sort:  
 3 years ago 

আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অনেক সুন্দর লিখেছেন ভাই। শিক্ষণীয় একটি পোস্ট এটা। ভুল করলেই ভুল থেকে শিক্ষা নেওয়া যায়।অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে প্রকাশ করার জন্য।

শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আসলে কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় আপনি চমৎকার লিখেছেন শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

দিনশেষে সফল তো ওই ব‍্যক্তি যে তার ভূল বুঝতে পারে এবং সেটা সংশোধন করে। খুব ভালো উপস্থাপন করেছেন।

 3 years ago 

ভালো লিখেছেন। মোটিভেশনাল পোস্ট। চেষ্টা করুন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য । শুভেচ্ছা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62205.55
ETH 2397.85
USDT 1.00
SBD 2.50