নারকেলের পুলি পিঠা আমার খুব পছন্দের একটি খাবার ভাই। ঝাল পুলি পিঠা সাধারণত কালাই দিয়ে খাইছি,আলু দিয়ে কখনও খাওয়া হয়নি। রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
পুলি পিঠা আমার খুব বেশি প্রিয়। কিন্তু মিষ্টি পুলি আমার খুব একটা পছন্দের না । তবে ঝাল পুলি আমার অনেক বেশি ভালো লাগে। আর আলু তো আমার সবচেয়ে প্রিয় সবজি। আর প্রিয় সবজি দিয়ে পুলি পিঠা অবশ্যই আমার অনেক অনেক পছন্দের।
এই পিঠাটা বিভিন্ন ভাবে বানানো যায়। কেউ ভিতরে নারকেল দিয়ে দেয়, কেউ মাংস দিয়ে ।আলু দিয়ে এই প্রথম দেখলাম। দেখে মনে হচ্ছে যে খুব মজাদার হয়েছে। এভাবে একবার খেয়ে দেখতে হবে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার তৈরি পুলি পিঠা গুলো অনেক ইউনিক হয়েছে ।আমি পুলি পিঠা সবসময় মিষ্টি খেয়েছি। এরকম আলু ভাজি দিয়ে কখনো খাইনি বা দেখিওনি ।আজ আপনার থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আমি নারিকেল দিয়ে বানানো ফুলি পিঠা খায়ছি। কিন্তু আলুভাজি দিয়ে বানানো ফুলি পিঠা কখনো খাওয়া হয়নি। দেখে তো মনে হচ্ছে খেতেও অনেক মজা লাগবে। দেখি একদিন ট্রাই করে দেখবোনে। শুভকামনা রইল আপনার জন্য
একেবারেই আনকমন একটি পিঠার রেসিপি, আলু ভাজি দিয়ে যে পিঠাটি করা যায় তা কখনোই জানতাম না। মনে হয় অনেক মজাই হবে, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
নারকেলের পুলি পিঠা আমার খুব পছন্দের একটি খাবার ভাই। ঝাল পুলি পিঠা সাধারণত কালাই দিয়ে খাইছি,আলু দিয়ে কখনও খাওয়া হয়নি। রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাইয়া
পুলি পিঠা আমার খুব বেশি প্রিয়। কিন্তু মিষ্টি পুলি আমার খুব একটা পছন্দের না । তবে ঝাল পুলি আমার অনেক বেশি ভালো লাগে। আর আলু তো আমার সবচেয়ে প্রিয় সবজি। আর প্রিয় সবজি দিয়ে পুলি পিঠা অবশ্যই আমার অনেক অনেক পছন্দের।
ধন্যবাদ আপু
এই পিঠাটা বিভিন্ন ভাবে বানানো যায়। কেউ ভিতরে নারকেল দিয়ে দেয়, কেউ মাংস দিয়ে ।আলু দিয়ে এই প্রথম দেখলাম। দেখে মনে হচ্ছে যে খুব মজাদার হয়েছে। এভাবে একবার খেয়ে দেখতে হবে। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু
আপনি discord এ আমার সাথে যোগাযোগ করবেন। আপনার সাথে কিছু কথা বলা জরূরি।
ভাইয়া. কি ভাবে discord এ যোগাযোগ করবো.. আমি তো জানিনা.. discord লিংক দিলে ভালো হইতো ভাইয়া
ভাইয়া আপনার discord আইডির নাম আমার জানা নেই.. প্লিজ একটু নামটা বললে ভালো হতো.. আর আমার discord আইডির নামঃ mamun20
@moh.arif ভাইয়া
আপনার তৈরি পুলি পিঠা গুলো অনেক ইউনিক হয়েছে ।আমি পুলি পিঠা সবসময় মিষ্টি খেয়েছি। এরকম আলু ভাজি দিয়ে কখনো খাইনি বা দেখিওনি ।আজ আপনার থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু
আমি নারিকেল দিয়ে বানানো ফুলি পিঠা খায়ছি। কিন্তু আলুভাজি দিয়ে বানানো ফুলি পিঠা কখনো খাওয়া হয়নি। দেখে তো মনে হচ্ছে খেতেও অনেক মজা লাগবে। দেখি একদিন ট্রাই করে দেখবোনে। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া
একেবারেই আনকমন একটি পিঠার রেসিপি, আলু ভাজি দিয়ে যে পিঠাটি করা যায় তা কখনোই জানতাম না। মনে হয় অনেক মজাই হবে, অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু