জেনারেল রাইটিং- ভালোবাসা আর শ্রদ্ধায় গড়ে উঠুক নতুন সম্পর্ক || written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে থাকেন না কেন বেশ ভালোই আছেন। আমিও আছি আপনাদের দোয়ার বরকতে জীবন নিয়ে ভালোই। দিন যায় কথা থাকে। দিন কিন্তু সত্যি সত্যি চলেই যাচ্ছে। চলে যাচেছ সময়। সময় কখন আসে আর কখনই বা যায় সেটা টেরই পাই না। তাই ব্যস্ততার পরিমানও দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আজকাল যেন জীবনের সাথে যুদ্ধ করেই জীবন পার করতে হচ্ছে।তবুও সময় করে বসে পড়লাম আপনাদের জন্য একটু লেখালেখি করার জন্য।

আমি @maksudakawsar, বাংলাদেশ হতে আপনাদের সাথে যুক্ত আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নিয়মিত ইউজার। ব্যস্ততার মাঝেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে যুক্ত থাকার। আর নিজের একটিভিটিস ধরে রাখার। কারন দিন শেষে তো নিজের কাজের হিসাব নিজেকেই করতে হবে। প্রতিদিনের মত করে আজও চলে আসলাম নিজের একটি লেখা শেয়ার করার জন্য। হয়েতো আমি আপনাদের মত এত ক্রেয়েটিভ মানুষ নয়। তবুও নিজের যতটুকু মেধা আছে তাই নিয়েই এগিয়ে যেতে চাই। যদি আপনাদের দোয়া পাই।

WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHa49xLuiAHhEaYveXTfUJtmzKUDdMaxkrotZcgi7ozkFZCSiKVxm7neENhs3d8L7wNpd5fX3AuCh7cVuSGyc8BFg74uguAc7jKkADzz5G57p9fX2oUoFTh8afUUJL32EBUbwz92EHE2uWRSByYqg3cVyQJ8AUSvZnbq.png

Picture Creadit-@hafizullah

ভালোবাসা আর শ্রদ্ধায় গড়ে উঠুক নতুন সম্পর্ক

কি বলে আজকের লেখা শুরু করবো সেটাই ভাবছি। সত্যি বলতে আমি নিজেও বেশ লজ্জিত। ব্যস্ততার কারনে আজকাল টিভি বা মিডিয়ার দিকে তেমন মনযোগ দিতে পারি না। আবার দেশের হাল হাকিকতও রাখা সম্ভব হয়ে উঠে না। কেন জানি এখন আর এসব ভালো লাগে না। কিন্তু সেদিন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যখন আমাদের @rme দাদার পোস্ট দেখলাম তখন আমার নিজের কাছেও বেশ লজ্জাবোধ জাগ্রত হচ্ছিলো। কারন আমার মনে হয় যারা দেশ কে ভালোবাসে তাদের কাছে তার নিজের দেশের পতাকার মর্যাদা অনেক বেশী।

নিজের দেশের পতাকার অবমানোনা পৃথিবীর কোন দেশ বা জাতিই মেনে নিবে না। অথবা মেনেও নেয় না। আমাদের চারপাশে যে সকল দেশ রয়েছে সবাই আমাদের কাছের বন্ধু। আর কাছের বন্ধুদের সাথে কিন্তু মানুষের সম্পর্কটাও হয়ে থাকে মধুর। জন্মগ্রহণ করার পর হতেই দেখে আসছি যে ভারতের সাথে আমাদের দেশের একটি সু সম্পর্ক রয়েছে। অর্থ, বাণিজ্য, সহ সকল বিষয়ে ভারত হলো আমাদের দেশের খুব কাছের বন্ধু। আর এখন কি যে হলো? এ কেমন সম্পর্ক হলো? সত্যি বলতে আমাদের প্রতিবেশীর সাথে যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে তো আমাদের দেশের উন্নয়নও সম্ভব নয়।

তাছাড়া আমাদের মনে রাখা দরকার শ্রদ্ধা বা সম্মান বিষয়টি বেশ কঠিন। আমরা যদি কাউকে মন থেকে সম্মান দেখাতে পারি তাহলে কিন্তু তার চেয়ে তিনগুন সম্মান আমরা ফেরত পাবো। আমাদের বিপদে আপদে প্রতিবেশীর সাহায্য বা সহায়তাও পাবো। তাই তো নিজেদের মধ্যে এমন কোন সম্পর্ক সৃষ্টি করা উচিত নয় যাতে করে দু দেশের মধ্যে দা কুমড়া সম্পর্কের সৃষ্টি হয়।প্রতিটি দেশের পতাকার প্রতি আমাদের সম্মান দেখানো পরম শ্র্দ্ধার কাজ।

আমি আশা করবো আমাদের বন্ধুপ্রিয় দেশ ভারতের সাথে যে মধুর সম্পর্ক আমাদের ছিল তা বা আছে তা যেন আগীতে আরও সুন্দর এবং ভালোভাবে গড়ে উঠে। আমরা যেন নিজের মধ্যেকার সকল কন্দোল কে দূরে ঠেলে ঠেলে দিয়ে আবার আগের মত করে ভালোবাসা আর শ্রদ্ধায় গড়ে তুলতে পারি আমাদের আগামীর দিনগুলো। সুন্দর হউক বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্বের বন্ধন।

image.png

শেষ কথা

জানিনা কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের পোস্ট। তবে ভালো লাগলে আমার ও ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।

image.png

ধন্যবাদ সকলকে

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Twitter_Banner_24.webp

Sort:  
 3 months ago 

shima.png

Screenshot_5.png

 3 months ago 

অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সাথে পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এই দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ। দুই বাংলা বিভিন্ন দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল। দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ বজায় রাখা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। খুব সুন্দর কিছু কথা লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

ধন্যবাদ সুন্দর এবং গঠন মূলক মন্তব্য করার জন্য।

 3 months ago 

হ্যাঁ আপু আমাদের সবার কাছেই অনেক খারাপ লাগছে এই বিষয়টা। কিছু কিছু মানুষের জন্য এরকমটা হচ্ছে অনেক বেশি। ভারতের সাথে আমাদের খুবই সুন্দর একটা সম্পর্ক রয়েছে যেটা আর কোনো দেশের সাথে নেই। আর এই দেশটা আমাদের সব থেকে কাছের প্রতিবেশী দেশ। আর পতাকার অবমাননা করার বিষয়টা অনেক বেশি লজ্জা জনক। যেটা করা একেবারেই উচিত হচ্ছে না।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 months ago 

পতাকার অবমাননা করার বিষয়টাকে আমিও তীব্র নিন্দা জানাই। যারা এসব কিছু করছে তারা একেবারে ভালো কিছু করছে না। পতাকা প্রত্যেকটা দেশের গৌরব। আর এটার অবমাননা না করে সম্মান করা দরকার। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। এই দুইটা দেশের মধ্যে সুন্দর সম্পর্কটাকে ধরে রাখা উচিত আমাদের সবার। ভেঙে ফেলা একেবারেই উচিত নয়। তবে কিছু মানুষ ষড়যন্ত্র করে সম্পর্কটা ভেঙে ফেলার চেষ্টা করছে।

 2 months ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

আপনার মত করে আমি নিজেও চাই যে দু দেশের মধ্যে নতুন করে সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। প্রতিবেশী দেশের সাথে যেন কোন শত্রুতার বন্ধন সৃষ্টি না হয়। সত্যি বলতে আমরা তো সব সময় বন্ধুই ছিলাম। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 months ago 

ধন্যবাদ আপনার ‍সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 97054.98
ETH 2729.75
SBD 0.62