ফটোগ্রাফি পোস্ট- চোখে পড়ার মত কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি ||original photography by @maksudakawsar||
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। দেখতে দেখতে চলে এলো পবিত্র রমজান মাস। বিভিন্ন ঝামেলার মধ্যে থেকেও চেষ্টা করে যাচ্ছি নিজেকে একটু পরিশুদ্ধ করে তোলার। জানিনা কতটুকু পারবো। তবে আমার কাছে বেশ ভালোই লাগে এমন দিনগুলো। জানিনা আপনাদের কার অনুভূতি কি। তবে প্রতিদিনের মত করে আজও কিন্তু আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি পোস্ট শেয়ার করবো বলে। আশা করবো আমার প্রতিটি পোস্টের মত করে আজকের পোস্টটিও আপনাদের কাছে বেশ ভালোই লাগবে।
আমার কাছে ফটোগ্রাফি করা একটি আর্ট। আর সেই ফটোগ্রাফি যদি করা যায় মনের মনের মাধুরী মিশিয়ে তাহলে কিন্তু ফটোগ্রাফি হয়ে উঠে বেশ আকর্ষনীয় এবং দৃষ্টিনন্দন। অবশ্য সবার পক্ষে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করা হয়ে উঠে না। তবে আমরা যদি ক্যামেরার লেন্স এবং ফোকাস বুঝে একটু সময় নিয়ে ফটোগ্রাফি করতে পারি তাহলে কিন্তু আমরাও একজন দক্ষ ফটোগ্রাফার হতে পারবো। আর নিজেদের দক্ষতাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবো। তাই আমাদের উচিত হবে সুন্দর এই শিল্পটিকে সুন্দর করে শিখে নেওয়া।



এই তো কিছুদিন আগের কথা বেশ জরুরী একটি কাজে গিয়েছিলাম একটু বাহিরে। আমার এক বন্ধু কিছু শপিং করবে। তো আমাকে ধার করে নিয়ে গেল সাথে করে। কি আর করার বন্ধু বলে কথা। আমি তো তার সাথে শপিং করতে গিয়ে আমার বেশ লাভই হয়েছে। একদিকে যেমন মজার মজার জিনিস খেতে পেরেছি, অন্যদিকে আবার আপনাদের জন্য কিছু ফটোগ্রাফিও করে নিতে পেরেছি। হুম সেদিন বন্ধুর সাথে শপিং করতে গিয়ে আমি বেশ কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম। শপিং এ যেয়ে দেখলাম একটি দোকানে বেশ দারুন কিছু আর্টিফিশিয়াল ফুল। তাই এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করতে আর ভুল করলাম না।


সত্যি বলতে আমি কিন্তু ফুলের জন্য ফিদা। আর যখন দেখলাম দোকানের মধ্যে এমন দারুন চোখ ধাধানো কিছু ফুলের সমাহার তখন যেন কেন আর চোখ ফেরাতে পারছিলাম না। বার বার মনে হচ্ছিলো যে এখান থেকে কিছু ফুল কিনে নিয়ে আসি। এখানে রয়েছে নানা রঙের ফুল।আর আর্টিফিশিয়াল ফুল তো অন্য রকমের এক আকর্ষণ বিতরন করে আমাদের মাঝে। সেদিন সেই দোকানের রঙিন ফুল গুলো কিন্তু সত্যি আমার মনকে রাঙিয়ে দিয়েছিল। যার মধ্যে ছিল গোলাপ, পদ্ধ আর নানা রকমের ফুল। তবে আর্টিফিশিয়াল ফুল যে সেটা কিন্তু একদম বোঝার উপায় ছিল না। দেখেই বার বার মনে হচিছলো যে সত্যিকারের ফুল।


তো ষেখানে যেয়ে চোখে পড়লো নানা রকমের রঙিন পদ্মফুল। যদিও পদ্মফুল কখনও সামনা সামনি আমি দেখিনি আর দেখার সুযোগও হয়নি। তবে সেদিন সেখানকার এমন দারুন ফুল দেখে যেন চোখ ফেরানো যাচিছলো না। নীল আর গোলাপী রঙের পদ্মফুলের সৌন্দর্য এমন ছড়িয়ে ছিল যে দেখেই মনে হচিছলো যেন যে ঘরে এই ফুল গুলো রাখা হবে সেই ঘরটিই আলোই ভরে যাবে। আর্টিফিশিয়াল ফুল কিন্তু ডেকোরেশন করলে এমননিতেই ঘরের সৌন্দর্য
বাড়িয়ে তোলে অনেক গুন।

দোকানে আরও এমন কিছু ফুল আছে যে গুলোর নামও আমি জানি না। আর পুরো দোকানেই ছিল আর্টিফিশিয়াল ফুলের সমাহার। তবে লক্ষ্য করে দেখলাম যে আমি কিন্তু এখানে অনেক ফুলের নামই জানিনা। শুধু আগেরকার দিনের মত সাদা গোলাপ ফুল গুলো কে আমার কাছে বেশ ভালো লাগছিল। সেই সাথে গোলাপী , নীল আর লাল রঙের ফুলগুলোর নাম জানার কতশত চেষ্টা করলাম, কিন্তু চেষ্টায় বিফল হয়ে গেলাম।
Camera :Vivo y18
জানিনা আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু প্রতিটি ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ক্যামেরা | Vivo y18 |
পোস্ট তৈরি | @maksudakawsar |
লোকেশন | ঢাকা , বাংলাদেশ |
আমার পরিচিতি
আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।
.gif)
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

খুব সুন্দর কিছু আর্টিফিশিয়াল গাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। প্রথম বিভিন্ন রঙের আর্টিফিশিয়াল পদ্ম ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। পাতার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। বেশ দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন। সৌন্দর্যময় এই ফটোগ্রাফি দেখতে পেয়ে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অসাধারণ কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আর্টিফিশিয়াল ফুলগুলি আসলে আমারও খুব ভালো লাগে। এই ফুলগুলি কখনো নষ্ট হয় না বলে ঘরে অনেকদিন শোভাবর্ধন করতে পারে। বিশেষ করে হলুদ গোলাপ এবং নীল পদ্মের ছবিগুলি অসাধারণ উঠেছে। এত সুন্দর সুন্দর ছবি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আজকে আপনি খুব সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। আর্টিফিশিয়াল গুলো দেখতে বেশ ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে চমৎকার ফটোগ্রাফি করেছেন। সত্যি বলতে আর্টিফিশিয়াল ফুল দিয়ে অফিস বা ঘর সাজালে দেখতে বেশ চমৎকার লাগে। আর আর্টিফিশিয়াল ফুলগুলো সহজে নষ্ট হয় না। অসাধারণ কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ সুন্দর এবং অসাধারন মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
আর্টিফিশিয়াল ফুলগুলো আসলেই চোখে লাগার মতোই। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে । ফটোগ্রাফির মাধ্যমে আর্টিফিশিয়াল ফুলের সৌন্দর্য প্রকাশ পেয়েছে। আর্টিফিশিয়াল ফুলগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে চমৎকার লাগে। ভালো লাগলো আপনার সুন্দর আর্টিফিশিয়াল ফুলের পোস্ট দেখে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এরকম সুন্দর আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে ঘর সাজালে দেখতে অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর করে আপনি প্রতিটা আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে এরকম সুন্দর ফুল দেখলে ফটোগ্রাফি করা ছাড়া থাকা যায় না। আর আপনিও থাকতে পারেননি। খুব সুন্দর করে ক্যামেরা বন্দি করে নিয়েছিলেন।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
একেবারে অসাধারণ কিছু আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে সবসময়ই এরকম ফুলের ফটোগ্রাফি গুলো দেখে থাকি যা অনেক ভালো লাগে৷ আজকেও আপনি খুব সুন্দর ভাবে এখানে অনেকগুলো আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি একসাথে আমাদের মাঝে শেয়ার করেছেন৷ এখানে আপনি সব কিছুর সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন যা খুবই সুন্দর হয়েছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।