জেনারেল পোস্ট-শিক্ষিত শত্রুর চেয়ে মূর্খ বন্ধু  অনেক ভালো|| written by@maksudakar ||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

শিক্ষিত শত্রুর চেয়ে মূর্খ বন্ধু অনেক ভালো

শুভ রাত্রি ভালোবাসার আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার। সকলের সুস্বাস্থ্য এবং ‍সুন্দর জীবন কামনা করে আবার আজ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ থাকতে পারে না। একাকিত্ব জীবন মানুষের কাছে বিভীষিকাময়। তাই মানুষের জন্য চাই বন্ধু আর সঙ্গী। কিন্তু সেই বন্ধুই যদি মানুষের একমাত্র ক্ষতির কারন হয়ে দাঁড়ায় তাহলে তো জীবন হয়ে পড়ে যন্ত্রণাময় এবং পেরেশানিতে ভরপুর। আর তখনই মানুষ হারিয়ে ফেলে তার জীবনের চালিকা শক্তি। হয়ে পড়ে অসহায়।

friend-3077835_1280.png

source

দিনে দিনে পৃথিবীতে সভ্যতার প্রসার যত বাড়ছে। যুগ যত ডিজিটাল হচেছ মানুষের মনের কালিমা গুলো তার চেয়ে অনেক গুন বেড়ে যাচেছ।সমাজে এখন শিক্ষিত চোরের সংখ্যা যেন দিনের পর দিন বেড়েই চলেছে। শিক্ষা যেন আজকাল মনুষত্ব নষ্টের কারিগর হয়ে দাঁড়িয়েছে। যে যত বেশী শিক্ষায় শিক্ষিত হচেছ তার মনুষত্বের জ্ঞান ততই লোপ পাচ্ছে। শিক্ষা এখন টাকা কামানোর হাতিয়ার হিসাবে ব্যবহার হচেছ। শিক্ষার অহংকার ঝেকেঁ বসেছে শিক্ষিত মানুষগুলোর মধ্যে।

শিক্ষার ডিগ্রীগুলো আজকাল বিক্রি হয়ে যাচেছ ক্ষমতা আর টাকার কাছে। বড় বড় ডিগ্রীধারী লোকগুলো টাকার পিপাসায় নিজের অস্থিত্বকে বিলিয়ে দিচেছ অনায়াসে। তাদের যেন সম্পদের চাহিদা শেষ হয় না। আজকাল শিক্ষিত সমাজ অনায়াসে বিসর্জন দিচ্ছে তাদের জ্ঞান বিবেক আর সততা কে। অর্থের লোভে পরে তারা অন্যের ক্ষতি করতে যেন পিছ পা হয় না। অনেকে তো আবার ডিগ্রীই নেয় শুধু অর্থ কামানোর জন্য। এদের মধ্যে নেই কোন মানবিকতা।

শিক্ষার আলো গুলো আজকাল গ্রামেও পৌঁছে গেছে। এতে করে গ্রামের সহজ সরল মানুষ গুলো দিনে দিনে মনুষত্ব হারাচ্ছে। আগের দিনের কথা ভেবে দেখলে বুঝা যায় যে কতটা ভালো ছিল আগের মানুষগুলো আগের মানুষের মধ্যে শিক্ষার আলো ছিল না। কিন্তু তাদের মনের আলো ছিল। আর মনের সে আলোর প্রদীপ জ্বালিয়ে অনায়াসেই অন্যের জন্য জীবন বিলিয়ে দিতে পারতো। পারতো বন্ধুর জন্য নিজেকে কোরবানি করতে। তাদের কোন চাওয়া পাওয়া ছিল না। ছিল না কোন হিংসা বিদ্বেষ।তবে আগেও যে শিক্ষিত চোর ছিল না তা নয় কিন্তু। আগেও মানুষ ঠকানো হতো এই শিক্ষা কে পুজিঁ করেই। টিপ সই দিয়ে হাতিয়ে নিতো হাজারও জমি জমা, ভিটে বাড়ি।

আজকাল এক বন্ধুর উন্নতি দেখলে আর এক বন্ধু জ্বলে পুড়ে ছাঁই হতে থাকে। আর আগের দিনের বন্ধুগুলো বন্ধুর উন্নতিতে নিজের সব কিছু বিলিয়ে দিতে পিছ পা হতো না।শিক্ষিত বিবেকগুলো আজকাল অন্ধ হয়ে যাচেছ। তাদের চোখের টাকার চশমা দিয়ে ঢেকে রেখেছে তাদের বিবেক।সততা, ন্যায়পরায়ণতা। আদর্শ বলতে এখন আর কিছুই নেই এখনকার ডিগ্রীধারী শিক্ষিত মানুষগুলোর মধ্যে। তাদের চাই টাকা আর টাকা। সে যে করেই হউক।

আগে গ্রাম গঞ্জে মানুষগুলো তাদের সরলতা দিয়ে মানুষের ভালোবাসা পেত। আর যুগ যত ডিজিটাল হচ্ছে সেই সমস্ত জিনিস গুলো মানুষের মধ্যহতে উঠে যাচেছ। ঢুকে যাচেছ মানুষের মধ্যে অহংকার আর হিংসার পাহাড়। তাই তো আমার কাছে মনে হচেছ যে শিক্ষিত শত্রুর চেয়ে মুর্খ বন্ধু অনেক ভালো। আসলে এটা একান্তু আমার ব্যক্তিগত মতামত। সবার মতামত যে এক হবে তা নয় কিন্তু। এসব বিষয়ে এক এক জনের মতামত এক এক রকমের হতেই পারে।

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

খুবই সুন্দর একটি জেনারেল রাইটিং শেয়ার করেছেন আপনি। শিক্ষিত শত্রু থাকার চেয়ে না থাকাই ভালো। আর মূর্খ বন্ধু যদি সে ভালো কিছু করে তাহলে তার সঙ্গে থাকা উচিত। এরকম একটি ভাব-সম্প্রসারণও রয়েছে।

 last year 

সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

সবাই বলে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো আর আপনি আজকে তার একদম উল্টো টপিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন আপু। আমার কাছে তো এটা মনে হয় বন্ধু শিক্ষিত হোক বা মূর্খ প্রকৃত বন্ধু সব থেকে ভালো। আপনার পোষ্টের প্রতিটি কথায় আজকে অনেক ভালো লাগলো। এরকম সুন্দর একটি টপিক নিয়ে আমাদের মাঝে পোস্ট করার জন্য ধন্যবাদ।

 last year 

ভাই সব সময় তো সোজা কথাই আমরা ভাবসম্প্রসারন করি। আজ না হয় আমার নিজের মত করলাম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65556.02
ETH 2660.30
USDT 1.00
SBD 2.91