স্পোর্টস পোস্ট- বিশ্বকাপে তামিম বিহীন বাংলাদেশ ক্রিকেট টিম  ||sports post by@maksudakawsar ||

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

বিশ্বকাপে তামিম বিহীন বাংলাদেশ ক্রিকেট টিম

Screenshot_20.png

source

শুভ সকাল প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবার। সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর দেহ কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। কয়েকটা দিন যাবৎ বেশ জ্বরে ভুগলাম। ঠান্ডা , জ্বর আর সব কিছু যেন দেহটাকে নিস্তেজ করে দিয়েছে। কোন কিছুই যেন ভালো লাগছিল না। সেই সাথে চারদিক থেকে আসা নানা রকমের খারাপ খবর গুলোও যেন মন কে বিষিয়ে তুলেছে। সব মিলিয়ে খুব খারাপ সময়ই কাটাতে হচ্ছে। তারপরও চেষ্টা করে যাচ্ছি আপনাদের সাথে কাজ করে যাওয়ার। যদিও সবটুকু এফোর্ট দিতে পারছি না।

জীবনে তো রোগ আর শোক থাকবেই। আর সেই সব রোগ শোক কে সাথে নিয়েই আমাদের চলতে হবে। খুঁজে নিতে হবে আনন্দ আর নিজেকে ভালো রাখার কিছু উপায়। নিজেকে কিছুটা বিনোদন দিতে পারলেই কিন্তু দেহ আর মন প্রফুল্লতা ফিরে পায়। আর আমদের অনেকেই সেই আনন্দটুকু খুঁজে পাই খেলার মাধ্যমে। তবে এক একজন মানুষ এক এক রকমের খেলাধুলা পছন্দ করেন। কেউ ফুটবল, কেউ বা ক্রিকেট। কিন্তু সেই খেলার মাধ্যম গুলোই যদি হয় যন্ত্রণাময় তাহলে তো আনন্দটা পুরোটাই মাটি হয়ে যায়। হ্যাঁ আমি বাংলাদেশ ক্রিকেট টিমের কথাই বলছি। আজ আমি বাংলাদেশ ক্রিকেট টিমের বিশ্বকাপ মিশন নিয়ে কিছু কথা বলতে চাই। আশা করি আপনাদের ও ভালো লাগবে।

Screenshot_7.png

source

যে কোন খেলাধুলাই যদি জাতীয় পর্যায়ের হয় তাহলে সেটা দেশের জন্য সুনাম বয়ে আনতে পারে। যেমনটি এক সময়ে আই সি সি ট্রফি জয়ের মাধ্যমে বিশ্বকাপে নিজেদের স্থান করে নিযেছে বাংলার দামাল ছেলেরা।আমাদের দেশ কে বিশ্বের বুকে এনে দিয়েছিল পরিচিতি। সেদিন ক্যাপ্টেন আকরাম খানের হাত ধরে যে বিজয় ছিনিয়ে এনেছিল বাংলার দামাল ছেলেরা তা দেখে খুশিতে আত্মহারা হয়েছিল সমগ্র বাংলাদেশ। কিন্তু আজ সেই ক্রিকেটেও ঢুকে গেছে রাজনীতি।

Screenshot_8.png

source

এই তো কিছুদিন আগের কথা। মাহমুদুল্লাহ রিয়াদের মত একজন ভালোমানের ক্রিকেটার কেও খেলা থেকে নিষিদ্ধ করা হয়। তার কিছুদিন পরেই বাংলাদেশের এক মাত্র ফর্মে থাকা ওপেনার তামিম ইকবালও খেলা থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন কোন এক অজানা কারনে। যদিও পরবর্তীতে সেটা আর হয়ে উঠেনি। তামিম ইকবাল পুনরায় খেলায় ফিরে তার পারফরমেন্স ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। কিন্তু কি হলো এটা। সেই তামিম ইকবাল কে ছাড়াই ঘোষণা করা হলো বিশ্বকাপের জন্য বাংলাদেশ টিম। আমার তো মনে হয় যে তামিম ছাড়া এই মূহূর্তে দলের ওপেনিং করার মত এমন কোন প্লেয়ার দলে আছে। আর এই বিষয়টি নিয়ে সমগ্র বাংলাদেশে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়।

Screenshot_19.png

source

গত কয়েকদিন যাবৎ মিডিয়াতে এই নিয়ে বয়ে যাচেছ তুমুল সমালোচনার ঝড়। আর এই সমালোচনার ঝড়ে সাধারন মানুষের সাথে কন্ঠ মিলাতে পিছিয়ে নেই ক্রিকেটার, অভিনয় শিল্পী এবং সাংবাদিকরাও। পিছিয়ে নেই বিশ্বের অন্যান্য দেশের ভালো মানের ক্রিকেটারও। সবার একই কথা তামিম কে ছাড়া বিশ্বকাপে বাংলাদেশ টিম বেমানান। আবার এদিকে তামিম কে দলে ফিরাতে তার ভক্ত অনুরাগীরা রাস্তায় রাস্তায় আন্দোলনের ঝড় তুলেছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট ফ্যান অ্যাসোসিয়েশন উকিল নোটিশ পাঠিয়েছেন বিসিবি কে। অন্য দিকে থেমে নেই সামাজিক মিডিয়া গুলোও। দিন রাত বিভিন্ন মিডিয়াগুলো তামিম ইকবাল কে নিয়ে নিউজ করায় ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু কেন? ক্রিকেট বা খেলাধুলা হলো বিনোদনের মাধ্যম। সেখানে এত কিছু কেন আসবে? দেশের স্বার্থে প্রতিটি প্লেয়ার তার যোগ্যতায় দলে জায়গা করে নিবে, তাই তো হওয়ার কথা।

Screenshot_21.png

source

তামিম ইকবাল, আধারে থাকা টাইগার ক্রিকেটের উদ্ভোধনী ঝুটির এক ধ্রুবতারার নাম। যার হাত ধরে বাংলাদেশ দেখেছিল ওপিনিং এ নেমে কি করে হাত খুলে খেলতে হয়। ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তামিমের প্রথম অভিষেক হয়। তারপরই ২০০৭ এর বিশ্বকাপে ভারতের সাথে খেলায় নিজেকে মেলে ধরেন তামিম ইকবাল। এ যাবৎ ২৪১ টি ওয়ানডে ম্যাচ খেলে তামিম ইকবালের ঝুলিতে জমা হয়েছে ৫৬টি হাফ সেঞ্চুরী এবং ১৪টি সেঞ্চুরী। ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ হতে অবসর নিয়েছেন।আবার টেস্ট ম্যাচেও কিন্তু কম নয় তামিম ইকবাল। আর্ন্তজাতিক ক্যারিয়ারে সেরা ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নিয়েছেন দেশ সেরা এই ওপেনার। আজ তারই নাকি জায়গা হলো না এবারের বিশ্বকাপ আসরে। তাও আবার হাফফিট বলে।

Screenshot_22.png

source

এখন ভাবনার বিষয়, তামিম বিহীন কেমন হবে এবারের বাংলাদেশের বিশ্বকাপ মিশন? তাহলে কি বাংলাদেশ খুঁজে পেয়েছে তামিম এর চেয়েও সেরা একজন ওপেনার? যার উপর ভরসা করে এবারের বিশ্বকাপ আসরের সব গুলো ম্যাচ মাতিয়ে রাখবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। সে যা করে করুক গিয়ে। তবে ইতিমধ্যে অনেক তারকারা তামিম ইস্যুতে এবারের বিশ্বকাপ আসর কে বয়কট করেছে। কেউ মেনে নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন আচরণ কে। যেমনটি পারছি না আমি নিজেও। তবে আপনাদের মতামতটা জানার অপেক্ষায় রইলাম।

Screenshot_16.png

source

আজ এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোন পোস্ট নিয়ে নতুন ভাবে আপনাদের কাছে। কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি ? আপনাদের মূল্যবান মন্তব্যের আশায় রইলাম। সবাই ভালো থাকবেন ।

পোস্টের বিবরন
পোস্টের ধরনস্পোর্টস
ডিভাইসvivo-y22s
পোস্ট তৈরি@maksudakawsar
স্থানঢাকা, বাংলাদেশ
স্কিন শটyoutube

❤️ধন্যবাদ সকলকে❤️

image.png

Add a heading (1).png

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 11 months ago 

ঠিক তাই আপু তামিম ছাড়া বাংলাদেশ বিশ্বকাপ কল্পনা করা যায় না। এখন সব জায়গায় রাজনীতি ঢুকে গেছে। আর খেলা বাদ যাবে কি করে। অনন্ত দেশের স্বার্থে খেলায় রাজনীতি না ঢুকানোই শ্রেয়। আশাকরি বিশ্বকাপে তামিম এর খেলা দেখা যাবে।

 11 months ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 11 months ago 
 11 months ago 

বাংলাদেশের সিনিয়র খেলোয়াড়রা এখনো তাদের পারফরম্যান্স ভালই প্রদর্শন করছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের প্রতি অনেক অবিচার করেছে। তামিম মাহমুদুল্লাহ যখন খেলাতে অংশগ্রহণ করেনা তখন বাংলাদেশ ক্রিকেট দলকে দেখতে যেন একটা এলোমেলো মনে হয়।

 11 months ago 

আপনার সাবলীল মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59934.86
ETH 2666.82
USDT 1.00
SBD 2.45