কবিতা পোস্ট : স্ব-রচিত কবিতাঃ- অনুভবে মা || Original Poetry by @maksudakawsar||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম

স্ব-রচিত কবিতা- অনুভবে মা

Add a heading (1).png

Source

কবিতার পটুভূমি

কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সবাই বেশ ভালো এবং স্বাচ্ছন্দে আছেন। ভালো থাকি আর নাই বা থাকি তবুও তো আপনাদের মাঝে আসতে হবে। কারন যতই খারাপ থাকি না কেন আপনাদের সাথে পোস্ট শেয়ার না করলে কেমন যেন খারাপ লাগে। আর তাই আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আজ চেষ্টা করবো একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করতে। মা কে নিয়ে আমার আজকের কবিতাটি আপনাদের অবশ্যই অনক ভালো লাগবে।

মা নেই কথাটি ভাবতেই যেন কেমন লাগে। আগে তো তাই ভাবতাম। ভাবতাম না যে কখনও সবার মত করে আমাকেও মা ছাড়া থাকতে হবে। কাটাতে হবে মায়ের আদর ব্যতীত সারাটি জীবন। পৃথিবীতে যাদের মা নেই তারাই কেবল বুঝে যে মায়ের ভালোবাসা আর আদর স্নেহ কি? বেশ মাকে মনে পড়ছে। তাই ভাবলাম মাকে নিয়ে একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করি। সত্যি বলতে দু দিন যাবৎ বেশ কবিতা লেখার চেষ্টা করছি। কেন যেন কিছুতেই আমার মাথায় প্রেমের কোন কবিতাই আসছে না। তাই আজ ভাবলাম মাকে নিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করলে কেমন হয়? কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন?যে মাথা হতে দুদিন যাবৎ কোন কবিতা বের হচেছ না। মাত্র দশ মিনিটে মায়ের জন্য আমার কবিতা লেখা শেষ। ভাবতেই তো কেমন লাগে বিষয়টা। তো চলুন দেখে আসি কেমন লেখলাম মাকে নিয়ে কবিতাটি।

image.png

স্ব-রচিত কবিতা- অনুভবে মা

মা যে আমার হারিয়ে গেছে
নীল আকাশের ভেলায়
মায়ের জন্য আজও আমার
হৃদয় কেঁদে বেড়ায়।।

আজকে মাগো তোমায় খুঁজি
তুমি আছো কই?
তোমার জন্য বুকের মাঝে
বইছে কষ্টের ঢেউ ।।

তোমার হাতের আদর দিয়ে
করতে যখন দোয়া
বুকের শত কষ্ট তখন
উড়ে যেত ধোয়ায় ।।

ভালোবাসার ছোঁয়া দিয়ে
ভরে দিত মন
সেসব কথা মনে করে
কাদঁছি সারাক্ষণ ।।

তোমার শাড়ীর গন্ধ আজও
মাতাল করে মন
তোমার কথা ভেবে কাটে
আমার সারাক্ষণ ।।

যেথায় থাকো ভালো থাকো
এতটুকুই চাওয়া
আমার শত অন্যায় গুলো
করে দিও ক্ষমা ।।

image.png

আজ এখানেই রাখছি। আগামীতে আবারও ফিরে আসবো নতুন করে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? জানার আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম। আশা করি আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে উৎসাহিত করবেন।

image.png

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

আমার ব্লগটির সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে আমার ব্লগটি পড়ার জন্য সবাই কে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সবার প্রতি আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

image.png

image.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

আপু আপনি আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে কবিতা লিখেছেন। কবিতার নামটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে অনুভবে মা। আসলে মা আমাদের যে কত আপনজন সেটার মুখে বলে বোঝানো যাবে না। এই মার জন্যই আমরা আজ পৃথিবীর আলো দেখতে পেরেছি। মা সন্তানের জন্য কত না কষ্ট করে। আর এজন্যই তো বলে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সত্যি বলতে মায়ের যে অবদান আমাদের জীবনে সেটা কখনও বলে শেষ করা যাবে না। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য।

 10 months ago 

আপনার লেখা কবিতাটা পড়ে অনেক ভালো লেগেছে। অনুভবে মা কবিতাটা আপনি অনেক সুন্দর করে লিখেছেন। যারা মাকে হারিয়েছে তাদের অনেক বেশি কষ্ট। মাকে হারানোর পর আর মায়ের আদর তারা পায় না। আপনি মাকে নিয়ে পুরো কবিতাটা লিখেছেন দেখে আমার তো অনেক বেশি ভালো লেগেছে পুরো কবিতাটা পড়তে। এরকম টপিক গুলো নিয়ে যদি কবিতা লেখা হয় তাহলে কিন্তু খুব দেরি হয় না। আমি তো আপনার কবিতাটা দুই তিনবার পড়ে নিয়েছি। কারণ পুরোটা আমার কাছে খুব ভালো লেগেছে।

 10 months ago 

বাপরে বাপ। দু তিন বার পড়ে নিয়েছেন? শুনেই তো মন ভরে গেল। ধন্যবাদ আপু এমন করে উৎসাহিত করার জন্য।

 10 months ago 

খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে মা নিয়ে এত সুন্দর একটি কবিতা পড়ে অনেক বেশি ভালো লাগলো। এই কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 10 months ago 

ভাইয়া মায়ের ভালোবাসা কে কোন ভাষায় প্রকাশ করার নয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

পৃথিবীর সবচেয়ে মূল্যবান শব্দ এবং মূল্যবান মানুষকে নিয়ে একটি কবিতা তৈরি করে ফেলেছেন আপনি৷ যা পড়তে পেরে খুবই ভালো লাগলো৷ আর যারা মাকে হারিয়েছে তারাই বোঝে মা হারানোর কষ্ট কি৷ আপনার এই কবিতাটি আপনি খুবই সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন৷ এই কবিতার সবগুলো লাইনই আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগে গিয়েছে৷ আমি এই কবিতাটা অনেকবার পড়ে নিয়েছি। এই কবিতার যে লাইনগুলো আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে সে লাইনগুলো হল:

আজকে মাগো তোমায় খুঁজি
তুমি আছো কই?
তোমার জন্য বুকের মাঝে
বইছে কষ্টের ঢেউ

 10 months ago (edited)

ভাইয়া সত্যি বলতে মায়ের ভালোবাসা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলা যায় না। জাষ্ট মাকে মনে পড়লো তাই লিখলাম। ধন্যবাদ সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

ওয়াও, আপু আপনি মা কে নিয়ে চমৎকার একটি কবিতা লিখে ফেললেন। মায়ের জন্য সুন্দর অনুভূতি আপনার মাঝে আছে তাইতো খুব সুন্দর করে ছন্দ মিলিয়ে কবিতাটি লিখে শেয়ার করলেন।কবিতা আসলে চট করে লেখা যায় না।কবিতা লিখতে হলে অনুভূতির দরকার হয়।মায়ের জন্য অনুভূতি আছে তাইতো চমৎকার একটি কবিতা লিখে শেয়ার করলেন। এই অনুভূতি অনেকটা ই আমার সাথে মিলে যায়। ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ওয়াও আপু আপনার সাথে তো দেখছি আমার অনুভূতি গুলো মিলে গেল। তবে একটি কথা না বললে নয়। মায়ের প্রতি এমন অনুভূতি কিন্তু প্রতিটি মানুষের থাকা উচিত। কারন মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ধন্যবাদ সুন্দর এবং গঠন মূলকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

মাকে নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন দেখে ভালো লেগেছে আপু। আপনার আজকের এই কবিতা লেখার টপিকটা তো সত্যি দেখেই মনটা ভালো হয়ে গেল। আমাদের সবার জীবনে মা এমন একজন যার কখনো তুলনা হয় না কারো সাথে।এরকম কবিতা লিখতে আমারও খুব একটা সময় লাগে না। আপনি কিন্তু অনেক সুন্দর কবিতা লিখেন এটা বলতে হয়।

 10 months ago 

অনেক সুন্দর করে গুছিয়ে একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 10 months ago 

মাকে হারানো যে কি কষ্ট যাদের হারিয়েছে তারাই ভালোভাবে অনুভব করতে পারবে। তারপরও বলছি পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক। মা কথাটি খুবই ছোট কিন্তু এর বিশালতা অনেক। যা কখনো বলে শেষ করা যাবে না। আপনার পোস্ট টি পরে খুবই ভালো লাগলো।

 10 months ago 

আমিও দোয়া করি ভালো থাকুক পৃথিবীর সকল মা। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62195.97
ETH 2415.56
USDT 1.00
SBD 2.64